![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবে মাত্র স্কুলে ভর্তি হয়েছি। এলাকায় নতুন হওয়াতে তখনো তেমন কারো সাথে সখ্যতা গড়ে উঠেনি । বিকেল হলেই বেরিয়ে পড়তাম আর বাসার ডানদিকে রাস্তার পাশের মাঠটার এক কোণে দাঁড়িয়ে বড় ভাইদের খেলা দেখতাম ।
একদিক থেকে দৌড়ে এসে হাত ঘুরিয়ে কেউ একজন বল ছুঁড়ে দিতো আর অপরজন সেটাকে গায়ের জোরে পিটিয়ে মাঠের বাইরে বের করে দেবার আপ্রাণ চেষ্টা করতো দেখে বেশ মজাই লাগতো । পরে অবশ্য জেনেছিলাম এটা ক্রিকেট খেলা ।
একদিন হামিদ ভাই এসে বললেন , 'কিরে খেলবি ?'
-'আমি তো পারি না ভাই ।'
'আয় তোকে শিখাই ।'
অতঃপর হাতেখড়ি ।
পরদিন নাকি ম্যাচ আছে ।
ম্যাচে হামিদ ভাইদের বিপক্ষ দলে পড়লাম ।
'কাল তোকে যা শিখিয়েছি মনে আছে তো ?'
-'হাঁ ভাই আছে ।'
'গুড । শোন , আমি যখন ইশারা করবো তখন তুই স্ট্যাম্পে ব্যাট লাগাবি । এই গুরুত্বপূর্ণ নিয়মটা তোকে জানাতে একদম ভুলে গেছিলাম রে ।'
-'আচ্ছা ভাইয়া ।'
ব্যাট হাতে দাঁড়ানোর কিছুক্ষণ পর হামিদ ভাইয়ের ইশারায় আমি একটু পিছিয়ে গিয়ে স্ট্যাম্পে ব্যাট লাগাতে দেরি করলাম না ।
কিছুই বুঝলাম না । আমার জায়গায় আরেকজন এলো । ভাইয়ের সাথে চোখাচোখি হল করেকবার ।
ভাই ইশারায় ডেকে নিয়ে হাসিমুখে পিঠ চাপড়ে বললো ,
'সাব্বাস'
'তুই তো ভালই শিখছিস।'
এইবার ফিল্ডিং এর পালা । খেলাও প্রায় শেষ ।
হামিদ ভাই ব্যাট করছেন। এক পর্যায়ে বল মাঠের বাইরে পাঠিয়েই ভাই দৌড়াতে শুরু করলেন আর সোল্লাসে কি যেন বলতে লাগলেন।
আমি এগিয়ে যেতেই তিনি স্বগর্বে বলতে লাগলেন ,
'ছোট ভাই , ৫০.....৫০..... আমি ৫০ করছি ।
আমি হাফপ্যান্ট চুরি করছি.....।'
কৌতুহলী আমি আবারো জিজ্ঞেস করলাম ,
-'ভাই আপনি কি করছেন বললেন?'
'আমি হাফপ্যান্ট চুরি করছি...।'
-'কার হাফপ্যান্ট চুরি করছেন ?'
বিস্ময় ভরা চোখদুটো আমার যেন কিছু খুঁজছিলো।
©somewhere in net ltd.