![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াশার পরত ভেদ করে উঁকি দেয়া এই আলো আঁধারির লুকোচুরী যেন এরূপ থমথমে পরিবেশেও নিউরনে এক নতুন অনুরননের সারিন্দা বাজায় , উষ্ণ রক্তস্রোত দাপাদাপি করে বেড়ায় শিরা উপশিরায় , ধমনীতে। দিন দিন পরিস্থিতি কঠিন হতে কঠিনতর হয়ে পড়েছে । এতোদিন যারা হাসি ঠাট্টা করে কিছুই হয়নি এমন ভাব ধরে বসে থাকতো তাদের শুভ্র ভ্রু যুগলের সন্ধিক্ষণে চিন্তার বলিরেখা আজ অস্পষ্ট নয় ।
বেঁচে থাকার তাগিদে প্রতিনিয়তই আমাদের অনিশ্চয়তার পানে ছুটে যেতে হয় ; এ যেন অত্যাচারী প্রভুর শিকলে বাঁধা এক একটা কুকুরের জীবন ।
তাই আজ বেরিয়েই পড়লাম । 'সাধারন মানুষ' লিখা প্ল্যাকার্ডটা ঝুলিয়ে । মোড়ের মাথায় একদল কুকুরের সাথে চোখাচোখি হয়ে গেল । তাদের লকলকে জিভ আর শীতল চাহনিতে প্রতিনিয়ত হিংস্রতা খেলা করে । প্রত্যেকটির গলায় বিভিন্ন দলের নাম লিখা প্ল্যাকার্ড ঝুলছে ।
কি অদ্ভূত !!
বাস স্টপেজে খুঁজতে লাগলাম কোনো পরিচিত মুখ । নেই ।
আজ সবার গলাতেই প্ল্যাকার্ড শোভা পাচ্ছে । আমাদের প্রাণপ্রিয় দলগুলোর প্ল্যাকার্ড । আগন্তুকদের কারো কারো চোখমুখে পৈশাচিক উৎফুল্লতা , কারোর বা এই ক্ষণিকের আগন্তুকের প্রতি একধরনের পরিহাস ভরা অদ্ভূত মুখভঙ্গি ।
যার যার প্ল্যাকার্ডে লিখা নামটির সাথে মিলে যাওয়া বাহনটিতে তারা একে একে উঠে পড়ে ।
আমি বুক বাঁধি গন্তব্যে পৌঁছানোর মতো এক প্রকারের দুরাশা নিয়ে ।
কুকুরগুলো যে পিছু নিয়েছিলো খেয়ালই ছিল না । আমি স্রোতের বিপরীতে হাঁটি , সহস্র জনতার ভিড়ে নিজেকে আড়াল করতে চেষ্টা করে যাই আপ্রাণ । তবু শেষ রক্ষা আর হয় না । তারা দলবেঁধে আমায় ঘিরে রাখে । চিরপরিচিত একটা সাইরেনের আওয়াজ আমার ইন্দ্রিয় গুলোকে হঠাৎ জাগ্রত করে তোলে। নিভু নিভু শিখাটি যেন জ্বলে উঠতে চায় শেষ বারের মতো ।
চারিদিক থেকে ছুটে আসে অসংখ্য পুলিশ । বৃত্তের মতো ঘিরে রাখে চতুর্দিক থেকে । তাদের গলায় ঝুলানো প্ল্যাকার্ডে সেই নামগুলো !
দপ করে জ্বলে উঠা দীপ শিখাটি আবারো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এক সময় দ্যুতিহীন হয়ে পড়ে । তারা একে একে রাইফেল তাক করে । যে কোনো মুহূর্তে হয়তো একঝাঁক বুলেট এসে ঝাঁঝরা করে দেবে ।
আমি দেয়ালে দাঁড়ানো ঐ পথশিশুটির দৃষ্টির গভীরতা মাপতে চেষ্টা করি । মৃদু বাতাসে দোল খাওয়া ঐ কৃষ্ণচূড়ার কচি পাতাগুলো আমাকে যেন শেষবারের মতো মুগ্ধ করতে চায় ।
নীড়ে ফেরা জোড়া শালিকের উড়ে যাওয়ার পানে দৃষ্টির শেষ সীমানা অবধি অপলক চেয়ে থাকি।
তোমরা কি কেউ বলতে পারবে কবে মিলবে সেই কাঙ্খিত মুক্তি ??
©somewhere in net ltd.