![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাটাক্ষণ দাদা দাদা করিতে করিতে (যেন) মুখে ফেনা তুলিয়া ফেলা,
যেন দাদা ব্যতিত (আর) কিছুই নাই এই জগত সংসারে ...
দাদা বলিতে সজ্ঞান আর দাদা বিনে অজ্ঞান,
দিবারাত্রির লুকোচুরি, ঘোমটার আড়াল, ঘুরোঘুরি,
সপ্নাঙ্গনে মথের উড়োউড়ি।
সকলে শুধাইলো-
"ওগো অষ্টাদশী... এইরূপ মাখামাখি তো সুবিধার নয় হে ! ..."
~"ছিঃছিঃ দিদি ! কি সব ছাইপাশ ভাবো না তোমরা...!
দাদা ভাইয়ের বন্ধুবর তো (আমার) দাদাই হইবে,
মিছে কি?"
-"আজ্ঞে হ্যা,
যথার্থই বলিয়াছ।"
এমনি করিয়া দিবস রজনী গত হয়, দেখিতে দেখিতে পৌষ ফাগুনের পালাও ক্রমে শেষ হইয়া আসে, হারাইয়া যায় বেশ কিছু সময় ।
(অতঃপর) কোনো এক চৈতালীর দ্বিপ্রহরে গোচর হইলো যে সেই দাদাই (এখন) তাহার জীবনসঙ্গী হইয়াছে ।
দিদিরা কহিল-
"কি হে কণ্যা !
একি হইল !!
~ (অষ্টাদশী লাজুক হাসিয়া বলিলো);
"(দাদার) বন্ধুবর বলিয়া তো আর আপন দাদা ছিল না;
বলো মিছে কি ? "
- (দিদিরা মাথা নাড়ায়);
"সেই ভালো, সেই ভালো॥ আশীর্বাদ করি, সুখী হও....."
©somewhere in net ltd.