নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যা সান অফ দ্য গুড আর্থ

হয়তো একদিন হারাবো ঐ মেঘের দেশে , হয়তো শ্রাবণের কোন এক সন্ধ্যায় , বারি হয়ে ঝরবো তোমাদের এ আঙিনায় ।

অ্যা সান অফ দ্য গুড আর্থ › বিস্তারিত পোস্টঃ

দিন যায়

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯



দিন যায়



একটি একটি করে,



সময় রূপ মহাকাল



অপেক্ষা না করে ।



অনিশ্চিত পথ যাত্রায়



স্মৃতির ঝুলি ভরে ,



দুঃখ-সুখের



মিষ্টি হাওয়া আর



কালবৈশাখী ঝড়ে;



বাঁধন ছিঁড়ে ,



শৈশব উড়ে ,



তারুণ্য এসে



কড়া নাড়ে ,



রাঙায় জীবন



রঙীন করে ।



গোলক ধাঁধার



প্যাঁচে পড়ে,



জুয়াড়ীদের



জুয়ার ভীড়ে,



স্বপ্ন ভাঙে ,



স্বপ্ন গড়ে ।



সময় আসে



টনক নড়ে ,



স্মৃতির পাতায়



আঁচড় কাড়ে ।



অতীত স্মৃতির



ডিঙায় চড়ে



মনের আকাশ



মেঘলা করে



টাপুর টুপুর



বৃষ্টি পড়ে ।



এসো তুমি



এই নগরে,



নীপবনের



সবুজ নীড়ে,



যখন আমায়



মনে পড়ে ।



বাঁধব তোমায়



মায়ার ডোরে,



নদী তীরের



ছোট্ট ঘরে ।



বলতে পারি



হলফ করে,



একদা যখন



রব কবরে ;



নেত্র তোমার



জলে ভরে



কপোল বেয়ে



অশ্রু ঝরে ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.