নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যা সান অফ দ্য গুড আর্থ

হয়তো একদিন হারাবো ঐ মেঘের দেশে , হয়তো শ্রাবণের কোন এক সন্ধ্যায় , বারি হয়ে ঝরবো তোমাদের এ আঙিনায় ।

অ্যা সান অফ দ্য গুড আর্থ › বিস্তারিত পোস্টঃ

পদচারণা

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩



বহুকাল পর পদচারণা

তোমাদেরি আঙ্গিনায় ।



কালের গর্ভে

হারিয়ে যাওয়া

ধূসর কোনো স্মৃতিকে ।



অচেনা জনস্রোতের ভিড়ে খুঁজে ফিরি

কিছু পরিচিত মুখ,



চিরচেনা সেই

অমায়িক হাসি ;



স্মৃতির পটে

আজও অমলিন ।









প্রাচীর ঘেরা

অট্টালিকা সদৃশ

ধ্বংসস্তুপের মাঝে



খুঁজে বেড়াই সেই

অশ্বত্থ বৃক্ষকে,



দুর্গদ্ধময় নর্দমার মাঝে

চঞ্চলা হরিণীর মতো বয়ে চলা নদীকে ।



হিজলের বনে

ফুটে থাকা গন্ধরাজ,



নীলাভ আকাশের পটভূমিতে

শুভ্র কাশের বন ।









মাথার ওপর

একটুকরো আকাশ,



চৈত্রের রাতে সেথায়

সহস্র তারার হাতছানি ।



কৈশরের সেই দীঘিটি,



পূর্ণিমার চাঁদ

তাতে রূপ দেখে



হেসে কুটি কুটি ।



বিলের পাশে দাঁড়িয়ে থাকা সেই কদম গাছগুলো,



শ্রাবণের রাতে আর

সুবাস ছড়ায় না ।









গম্বুজের মাথায়

অস্তগামী সূর্যের অবয়ব ।



অবসন্ন দেহের ভারে পরিশ্রান্ত পদযুগলে



হেঁটে চলি

পিচঢালা পথের 'পরে ।



অজস্র নিয়ন আলোর সমারোহে



আজও খুঁজে ফিরি

ঝোপের মাঝে



সেই জোনাক পোকাগুলো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.