নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যা সান অফ দ্য গুড আর্থ

হয়তো একদিন হারাবো ঐ মেঘের দেশে , হয়তো শ্রাবণের কোন এক সন্ধ্যায় , বারি হয়ে ঝরবো তোমাদের এ আঙিনায় ।

অ্যা সান অফ দ্য গুড আর্থ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নচারণ

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

আমি যাহারে স্বপনে দেখিতে চাই,



যদিও তাহারে স্বপনে দেখিতে পাই অনেক পরে।



তথাপি তাহার মুখটি থাকে যে ঢাকা,



নতুবা আমি চাহিনা তাহার পানে।



কহেনা সে কথা

আমার পানে চেয়ে,



ব্যস্ত সে সদা

কাহার জন্য ওরে ?



বিদায়ের বেলা

ক্ষণিকের তরে,



অবয়ব তাহার

ঘুরোঘুরি করে,



চাহিতে পারিনা

তবুও তাহার পানে।



তথাপি আমার স্বপন যেন শুধুই তাহাকে ঘিরে,



যদিও সে নিস্পৃহ থাকে জেনে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.