![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যাহারে স্বপনে দেখিতে চাই,
যদিও তাহারে স্বপনে দেখিতে পাই অনেক পরে।
তথাপি তাহার মুখটি থাকে যে ঢাকা,
নতুবা আমি চাহিনা তাহার পানে।
কহেনা সে কথা
আমার পানে চেয়ে,
ব্যস্ত সে সদা
কাহার জন্য ওরে ?
বিদায়ের বেলা
ক্ষণিকের তরে,
অবয়ব তাহার
ঘুরোঘুরি করে,
চাহিতে পারিনা
তবুও তাহার পানে।
তথাপি আমার স্বপন যেন শুধুই তাহাকে ঘিরে,
যদিও সে নিস্পৃহ থাকে জেনে।
©somewhere in net ltd.