![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে সেই
খেয়াপারের নদী
এপার-ওপারের বন্ধন ।
মধ্যগগন, তেজোদীপ্ত সূর্য, হৃদয়ে হাহাকার, ক্রন্দন ।
পদচিহ্ন বিহীন কাদামাটি, যৌবন বিহীন বাঁক ।
যেখানে কোলাহল নেই
মাছরাঙা, শঙ্খচিল, শালিকের ঝাঁক ।
স্রোতের কুলু কুলু ধ্বনি
প্রাণের কোনো স্পন্দন ।
কেবলই শূণ্যতা,
নিরবিচ্ছিন্ন নীরবতা ।
ফেলে আসা পথের
ক্লান্তি ভুলি
ওপারের প্রতীক্ষায় ।
পরিশ্রান্ত জীবন ঘোড়ায় আকস্মিক লাগাম ।
ক্লান্তিহীন অপেক্ষা ।
শেষ বেলা,
অখন্ড অবসর ;
প্রতীক্ষা, শুধুই প্রতীক্ষা ।
রঙের দুনিয়া,
বিবর্ণ স্মৃতি ।
যেন গল্পের সেই মেষপালক, যে
দিক দর্শনে যায়
শেষে হারায় সব ।
অসুন্দরের মাঝে
সৌন্দর্যের আকর্ষণ ;
বাহ্যিক আবরনে
রূপের দর্শন ।
বায়োস্কোপে ক্ষণিকের বিনোদন,
গোলক ধাঁধায় জীবনের অর্থ খোঁজা ।
এ যেন চিরন্তন সত্য
ভুলে থাকার এক
ব্যর্থ প্রয়াস ।
মর্ত্যের খেলাঘর
যেন মায়াময় রূপনগর । বাঁশের পাতায় সুর তোলা, হৃদয়হীনার বক্ষে
ফুল ফুটাবার ব্যর্থ প্রয়াস । রূপের স্তুতি, চন্দ্রের উপমা। শামুকের খোলসে
সাজানো সংসারে যেন
মাতাল হাওয়া,
ক্ষণিকের রেশ,
সভ্যের মাঝে
অসভ্যের ছদ্দবেশ ।
সভ্যতার ক্রমবিকাশ,
জ্ঞানের শাখা ;
নখদর্পনে আমার ।
তোমার বানী ,
স্পর্শ করা হয়ে উঠেনি বহুকাল ।
সোনালী শৈশব,
যৌবনের উত্তাল তরঙ্গ ;
রূপ-রস-গন্ধে ভরা
মরীচিকার সঙ্গ ,
নিয়েছি দু'হাত ভরে ।
তোমার দেওয়া
উর্বর ভূমি তাই
আজও অনাবাদী ।
আম্র কাননে
আমের মুকুল,
সাজানো বাগানে
প্রস্ফুটিত ফুল,
মধু আহরণে ব্যস্ত ভ্রমর । ঝরে পাতা,
ঝরে ফল,
বিবর্ণ পুষ্প,
ভ্রমরহীন কমল ;
প্রকৃতির খেলা ।
বেলা শেষে আমি
নিঃস্ব, হতাশ
আমার পূজারীদের কাছে
আজ মুল্যহীন,
ভাঙাকুলা ।
তোমার দেওয়া পবিত্র দেহ পাপে ক্ষত-বিক্ষত ।
কলুষিত আত্না,
অসংখ্য সীলমোহর ।
দর্পনে কুচকানো চামড়া, দেখি কদর্য প্রতিবিম্ব ।
শেষ মুহূর্ত,
তোমায় স্মরি ;
ওপারে দ্বার,
অদূরে ছোট্ট তরী ।
খেয়াপারের আকাশে মেঘ, মিশকালো আধাঁর।
অবিরাম বর্ষণ,
মুছে যায় ফেলে আসা পদচিহ্ন ।
©somewhere in net ltd.