নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যা সান অফ দ্য গুড আর্থ

হয়তো একদিন হারাবো ঐ মেঘের দেশে , হয়তো শ্রাবণের কোন এক সন্ধ্যায় , বারি হয়ে ঝরবো তোমাদের এ আঙিনায় ।

অ্যা সান অফ দ্য গুড আর্থ › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষায় রইলাম হে বন্ধু

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

অন্ধকার জনশূন্য নিঝুম সে রাতে



আকাশে তারার মেলা , কেউ ছিল না সাথে ।



বিষন্ন চিত্ত আমার , হাঁটছিলাম পথে ।



পাঠিয়েছিলে ফুটন্ত কদম ,



তোমার আগমনী বার্তা ।









অবশেষে এসেছিলে তুমি ,



নেড়েছিলে কড়া দুয়ারে আমার ।



খোলা জানালায় দেখি তোমার রূপ ,



এখনো তুমি

অনন্ত যৌবনা।









তোমার আগমনে

মুখরিত জনজীবন



কোটি কোটি সত্ত্বায় জাগে,



ভালোলাগার শিহরণ ।









সোনার বাংলার অবারিত প্রান্তরে ,



ঝিলে ফুটা শাপলা আর রক্ত কমলে ,



জনাকীর্ণ গ্রাম্য হাটে , খেয়ার ঘাটে ,



বাঁশঝাড় , ডালিম আর মেহেদি শাখে ,



অচেনা সবুজ গাঁয়ের ভাঙা কুটিরে ,



তোমার স্পর্শ জাগায় প্রাণের স্পন্দন ।









ব্যস্ত শহরের

অলিতে গলিতে ,

বাড়ির ছাদে ,



রমনা পার্ক ,

বাংলা একাডেমী প্রাঙ্গন

আর শাহবাগের মোড়ে ।



শাপলা চত্বর , ফার্মগেট আর নীলক্ষেতের



সহস্র মানুষের ভীড়ে ।



ঘুমন্ত শহরের

নির্জন ফুটপাতে ,



নিয়ন আলোয় বা সোডিয়াম লাইটে



তোমার রূপ

সত্যিই মোহনীয় ।





গতিময় জীবন আর

ভাঙা-গড়ার খেলা



যার চলে যাবার সে তো চলেই গেছে ,



ভেঙেছে স্বার্থপরের মেলা ।



এতোকাল পরেও আমরা অটুট বন্ধন ,



তুমি এলেই স্মৃতিচারণ ,



হৃদয়ের ক্রন্দন ।



সেই সোনাঝরা দিনগুলো



ফিরে আর

আসবেনা কোনদিন



কচি মনের স্বপ্ন আর ফেলে আসা সুদিন ।









এতো দিন পর

এসেছিলে বন্ধু



হলো না যে আর দেখা !



ছোট্ট একটা ভুলে আর



হলো না যে কথা রাখা !









সামাজিকতার শিকল ছিঁড়ে মুক্ত বিহঙ্গটি -



আজ দূরে , বহুদূরে ।



অচেনা দ্বীপে

নির্বাসন তার,



ছোট্ট এক নীড়ে ।









অবশেষে তুমি

যাচ্ছ হে বন্ধু



হৃদয় যে

হাহাকার করে !



যাবার বেলা প্রকৃতিও আজ



ডুকরে ডুকরে কাঁদে ।









শ্রাবণের এই শেষ রাতে



অবশেষে

লিখলাম তোমায়।



' বিদায় ' - বলবনা বন্ধু



এসো তুমি আবার ,



স্মৃতির ঝুলিতে যে অনেক কথা



করব দুজনে সাবাড় ।









হয়তো নীপবনে

আবারও হবে দেখা



শুভ্র ফুল , সবুজ পত্রের নতুন শাখা ।



ভালবেসে বরণ

করব তোমায় ,



জাগ্রত করো আমার ঘুমন্ত সত্ত্বাকে



শীতল বারিধারায় ভিজিয়ে দিও



আমার সমস্ত শরীর ।



প্রতীক্ষায় রইলাম হে বন্ধু !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.