![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে থাকে আমার কল্পনাতে ,
আমার নিউরনে
আর নিউরনের প্রতিটা অনুরননে ।
আমার স্বপ্ন - কল্পনাতে ,
আবেগ অনুভূতি
আর চেতনাতে ;
কাব্য কবিতায়
আর স্মৃতির ধুলো পড়া
ধূসর পান্ডুলিপিতে ।
সে থাকে আমার পাশে ,
হয়তো অদৃশ্য
নতুবা ছায়াসঙ্গীনী হয়ে ;
আমার আমিতে
জীবনে মরনে ।
আর আমার শুকিয়ে যাওয়া
হৃদয় মাঝে -
হয়তো স্বর্গের ফুল হয়ে ।।
©somewhere in net ltd.