![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা মানে
আঁখির পানে চেয়ে
তোমার মনের
কথা বুঝা ।
ভালবাসা মানে
তোমার মাঝে
আমার আমিকে খোঁজা||
ভালবাসা মানে
তোমার চুলে গুঁজা
ঐ লাল ফুল ,
ভালবাসা মানে
রঙীন স্বপ্ন আর
ছোট ছোট ভুল||
ভালবাসা মানে
তোমার কাজল ধুয়া
কপোল গড়ানো
অশ্রু জল ।
কোনো বর্ষণ
মুখর সন্ধ্যায়
মনের গহীনে
লুকানো ব্যথা ,
হৃদয়টা টলোমল||
©somewhere in net ltd.