![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ শুনাব তোমায়
এক ভালবাসার গল্প ,
এক আবেগের গল্প ।
যেখানে থাকবে না
কোনো ছলনা আর
কলুষতার ছাপ ,
অবিশ্বাসের অভিশাপ ।
ব্যর্থতা আর
পরাজয়ের গ্লানি ,
চেপে রাখা কান্না ,
নির্মম কোনো উপসংহার ।
যেখানে কেউ ভাসাবে
তাদের বিশ্বাসের ভেলা ,
ভালবাসার আবেশে
জেগে উঠবে
ছোট ছোট স্বপ্নগুলো ।
হয়তো একটু
সুখের কান্না,
কখনো বা
অভিমানের মেঘ ।
ভালবাসার ব্যাপনে মুখরিত জীবনে থাকবে
এগিয়ে চলার আহ্বান
আর শুধুই
ভালবাসার জয়গান ।।
©somewhere in net ltd.