![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের রিলে রেস যদি
হঠাত্ই থেমে যায় ,
স্বপ্নগুলো রাঙিয়ে যায়
যার যার প্রিয় কোনো
রঙতুলির আঁচড়ে ,
আমার না হয়
নীলসবুজই থাক ,
সারাটাদিন এই
কাশফুলে ছাওয়া
নদীতীরেই কেটে যাক ।
তবে হারিয়ে যাক
সে ইঁদুর দৌড় ,
স্বপ্নহীন চোখে স্বপ্ন আঁকা
আর স্বপ্নহারাকে
ফের স্বপ্ন দেখানো ।
©somewhere in net ltd.