![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলের অন্তরের
নিভৃত কোণে
বিচরণ ঘটে এক
কাল্পনিক সত্ত্বার ,
বাস্তবে যার দর্শন
শুধু অসম্ভবই নয় ,
অলৌকিকও বটে ।
মহান স্রষ্টার করুণায়
সত্যিই একদা
পেয়েছিলাম দর্শন ,
আমার সেই পরম আরাধ্য কাল্পনিক সত্ত্বার ।
স্বপ্ন-কল্পনা আর
বাস্তবতার সংমিশ্রণে
সে ছিল অনন্যা ,
এক আশ্চর্য ক্ষমতা আমাকে করেছিল সম্মোহিত ।
পবিত্র অনুভূতির ঝড়
বয়ে যেতো আমার
মনের আটলান্টিকে ।
অনুভূতি; সে তো স্রষ্টার এক নিরাকার সৃষ্টি
যা শুধুই অনুভবের;
যার রূপদানে অপারগ
সমগ্র সৃষ্টিজগত ।
তুমি ছিলে সেই
বৃষ্টিস্নাত সুবাসিত ফুল;
যার সুরভিত সুবাসে
মুখরিত হতো চারিদিক । আমার স্মৃতির ধূসর
পর্বতগাত্রে চাপা পড়া কিছু খন্ড খন্ড আশা
যার অস্তিত্ব শুধু
তোমার কাছেই প্রকাশ পেত;
অন্য সবার কাছে
যা ছিল আমাবস্যার চাঁদের মতোই দুর্লভ । তুমিই ছিলে আমার একমাত্র বিশ্বাসযোগ্য শ্রোতা ,তোমার কাছে
কিছু গোপন রাখব
সেই ক্ষমতা আমাকে
দেওয়া হয়নি আদৌ ।
আমি যেন এক জলন্ত আগ্নেয়গিরি , আমার স্বপ্নগুলো ছিল তার লাভা, প্রকৃতির মতোই নীরবে তুমি গ্রহন করতে
তার সবই ।
স্রষ্টার কিছু সৃষ্টির নিষ্ঠুরতায় প্রকৃতি তার
রূপ বদলাল ক্ষণে ক্ষণে , পরিনত হতে লাগল নির্জীব , কঠিন শিলাস্তরে আবৃত এক নিষ্ঠুর প্রান্তরে । আমার সেই অপরূপ সুন্দর প্রাণবন্ত প্রকৃতি
আজ শুধুই একটা
বিস্তীর্ণ বালুময় মরু প্রান্তর ব্যতীত কিছুই নয় ।
একদা যেখানে ঋতু তার রঙ বদলের খেলা
দেখাতো ক্ষণে ক্ষণে , যেখানে খন্ড খন্ড আশা আকাঙ্খার প্রতিফলন ঘটত প্রতিনিয়ত;
যেখানে একজনের দুঃখ-কষ্ট , আনন্দ-অনুভূতি আর স্বপ্নগুলো
বিকিরিত হতো সকলের অন্তরে অন্তরে ।
সেই মায়াময় , পবিত্র ও কোমল স্বপ্নজগতে আজ বিরাজ করছে রিক্ততা আর নিস্তব্ধতা ।
সেখানে আজ কেউ
কাউকে বুঝতে পারে না; স্বপ্ন খেলা করে না , প্রকৃতি তার রিক্ততা ব্যতীত
অন্য রূপের সমাহার ঘটায় না ।
সেখানে এখন মরুঝড় হয়, পরে প্রখর সূর্যকিরণে শুরু হয় জাহান্নামের আজাব । তবুও সেখানে ক্ষীণপ্রাণ কীটগুলো স্বপ্ন দেখে
এক পশলা বৃষ্টির;
যা হয়তো উষর-পাষাণ মরুপ্রান্তরকে ক্ষণিকের জন্য স্বপ্ন দেখাবে ,
অতীত স্মৃতিগুলো হয়তো ক্ষণিকের জন্য নিয়ে যাবে তলিয়ে দেবে আত্নবিস্মৃতির অতল গহ্বরে ।
হয়তো বা ক্ষীণপ্রাণ কীটগুলো আবার
সেই স্বপ্নজগতের চিন্তায় বিভোর হবে ।
কিন্তু তা হয়তো
অতীতের ন্যায় অন্তরে অন্তরে প্রতিফলিত হবে না, সুপ্তাবস্থাতেই আবার ঘুমিয়ে পড়বে পাষাণ
মরু প্রান্তরে ||
©somewhere in net ltd.