![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথে ঘাটে প্রায়শঃ আমরা কিছু মানসিক ভারসাম্যহীন মানুষের সম্মুখীন হই । এরা পাগল/পাগলি হিসেবেই সুপরিচিত । হিসেব করলে পাগলিদের সংখ্যাই হয়তো বেশি হবে । মৃত্যুর পর এদের কোনোরূপ হিসাব নেয়া হবে না ।
সর্বোপরি নিরপেক্ষ হয়েও আমাদের সভ্য মানুষগুলোর অত্যাচারের পরিসীমা থেকে এদেরও নিস্তার মেলে না । কোনো কোনো ক্ষেত্রে হয়তো রাস্তার বেওয়ারিশ কুকুরের চেয়েও নিকৃষ্ট আচরন পায় এরা । এদের "ফিঙ্গারিং" না করলে যেন অনেকের নির্মল বিনোদন পূর্ণতা পায় না ।
২০০৪ এ একটা ঘটনা প্রত্যক্ষ করেছিলাম । চট্টগ্রামের স্টিলমিল এলাকাতে কিছু লোক এক পাগলিকে অযথা বিরক্ত করছিলো । এক পর্যায়ে সে যেন হঠাৎই ভয়ঙ্কর হয়ে ওঠে । আশপাশের দোকানগুলোতে ভাঙচুর করে , অনেক নিরীহ পথচারীকে ইটের টুকরো দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দেয় । কোনোরকম গা বাঁচিয়ে ফিরেছিলাম সেদিন। মূলত এরপর থেকেই ভারসাম্যহীন কাউকে দেখলে একধরনের ভয়ানক "ফোবিয়া" কাজ করে ; কপাল চুইয়ে খুনঝরা সেই (কিঞ্চিৎ বিভৎস) দৃশ্য স্মৃতিকে নাড়া দেয় । এরূপ পরিস্থিতিতে তাই "এবাউট টার্ন" থিউরিটা কাজে লাগাতে ভুল করি না কখনো ।
২০০৭ এর দিকে রাজধানীর গ্রীনরোডে এক মহিলাকে দেখতে পেতাম । উল্লেখ্য যে যতবারই সেই পথ ধরে যেতাম ততবারই সে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতো আর সম্মোহিতের মতো ধীরে ধীরে যেন আমার পানেই এগিয়ে আসতো । ঠিক চার বছর পর ২০১১ এর নভেম্বরে একই পথে হাঁটছিলাম । অসংখ্য মানুষের ভীড়ে সেই রহস্যময় মহিলাটি যেন হঠাৎ করেই সামনে দৃশ্যমান হয়েছিলো ! সেই শীতল দৃষ্টি আর অদ্ভূত হাসির আড়ালে এক হিমশীতল অনুভূতি মাখামাখি হয়ে আছে । সম্মোহন করা চাহনি নিয়ে যেন আগের মতোই এগিয়ে আসছিলো ধীরে ধীরে . . .
ভারসাম্যহীন যে কোনো কিছুই আজকাল অনেকখানি বিচলিত করে দেয় ; নেশাখোরই হোক কিংবা হোক সেটা তারছেঁড়া কোনো বিরক্তিকর ব্যক্তিত্ব ।
(কনফেশন- একাডেমী লাইফে মাঝে মাঝে মনে হতো শ্রদ্ধেয় টিএইচকে স্যার যেন এদিকেই তাঁর জ্বলন্ত দৃষ্টি নিয়ে নিষ্পলক চেয়ে আছেন !)
©somewhere in net ltd.