নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যা সান অফ দ্য গুড আর্থ

হয়তো একদিন হারাবো ঐ মেঘের দেশে , হয়তো শ্রাবণের কোন এক সন্ধ্যায় , বারি হয়ে ঝরবো তোমাদের এ আঙিনায় ।

অ্যা সান অফ দ্য গুড আর্থ › বিস্তারিত পোস্টঃ

চাওয়া

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

অবশেষে সকাল হলো । দীর্ঘ রাত্রির পর একটি শীতের সকাল ।

আশপাশ কুয়াশা আর আবছা অন্ধকারে ছেয়ে আছে ।

বেশকিছু দিন হলো দেশ জুড়ে শৈত্য প্রবাহ বইছে । হাড় কাঁপানো শীতে জবুথবু জনপদ ।

অনেকটা বাধ্য না হলে আজকাল কেউ বাইরে যেতে চায় না ।

ইতোমধ্যে ঠান্ডা প্রকোপজনিত রোগে মানুষ মরতে শুরু করেছে ।



ছোট্টমেয়ে 'মানসী' তার বাবা মায়ের সাথে শুয়ে আছে ।

যদিও অনেক আগেই তার ঘুম ভেঙেছে ।

দরজায় কেউ নক করেছে বলে মনে হলো ।

মাকে জানাতেই মা বললো কোনো ভিখারী হবে হয়তো ।



"কি যে পেয়েছে এরা ! সাঁঝ সকাল বুঝেনা ; হুট করে হাকডাক শুরু করে দেয় । তুমি শুয়ে থাকো ।"



তার এভাবে শুয়ে থাকতে ভাল লাগছে না ।

এদিকে দরজায় থেমে থেমে নক হচ্ছে-



ঠক্ ঠক্ ঠক্ ঠক্.............



ছোট্ট মেয়েটা নিঃশব্দে উঠে পড়ে ।

চেয়ার টেনে তাতে পা রেখে ছিটকিনিটা হাতের নাগালে নিয়ে আসে । দরজা খুলে দেয় ।





একটুখানি ফাঁক করে একটা অপরিচিত অবয়ব দেখতে পায় ।

ক্লান্ত জীর্ণশীর্ণ দেহে কুচকে যাওয়া চামড়া । চোখগুলো কোটরে ঢুকে গেছে । হাত-পা আর খালি গায়ের দিকে তাকালে মনে হয় একটা জীবন্ত কঙ্কাল যেন নিষ্পলক চেয়ে আছে তার দিকে ।

ছোট্ট মেয়েটা ভয় পেয়ে যায় ।

অবয়বটাকে উদ্দেশ্যে করে জিজ্ঞেস করে-



"কে তুমি ?"



অবয়বটা মুখ নাড়ে, যেন কিছু বলতে চায় ।

তার ক্ষীণ কন্ঠস্বরে শুনা যায়-



"আমি ক্ষুধা বলছি"



মেয়েটা জানতে চায়-



"কি চাই তোমার ?"



অবয়বটা বলে ওঠে-



"আমার শীতবস্ত্র চাই।"











('ক্ষুধা' অবয়বটি এদেশের দরিদ্র মানুষগুলোর পরিচয় বহন করে । দারিদ্রের যাঁতাকলে নিষ্পেশিত এই বিশাল জনগোষ্ঠীর নিকট অভাব একটা নিত্যনৈমত্তিক ব্যপার । ক্ষুধা যন্ত্রণায় কাতর হয়েও তারা পাথর চেপে দিনপাত করে ।

তাই শীত আসে এদের জন্য একধরনের বাড়তি যন্ত্রণার চাবুক হয়ে ।

ক্ষুধা যন্ত্রণার চেয়ে শীতের তীব্রতা কোনো অংশেই কম নয় বরং বেশিই হয়ে থাকে। )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.