![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শৈশবে স্বপ্নের ক্যানভাসে যেমন খুশি আঁচড় কাটা যায় । থাকে অবাধ স্বাধীনতা ; ভারহীন নিশ্চিন্ত জীবন । এ কারণেই হয়তো স্মৃতির ধূসর প্রান্তরে সময়গুলো আমৃত্যু স্বর্ণালীই থেকে যায় ।
একসময় সেই রঙতুলির ওপর কারো (প্রত্যক্ষ/পরোক্ষ) কর্তৃত্ব এসে পড়ে ; হোক সেটা সংসার কিংবা কর্মক্ষেত্রে । এটা যেমন পরাধীনতা হতে পারে না তেমনি এতে অবাধ স্বাধীনতাও থাকে না । আবার কর্তব্য বলা হলেও যেখানে যতো বেশি শর্ত জড়িয়ে যায় স্বাধীনতার সুখ ততো বেশি খর্ব হয়ে আসে ।
জীবনকে উৎসর্গ করার মাঝেও হয়তো একধরনের স্বর্গসুখ থাকতে পারে । একশ্রেণীর উভয়চর মানুষের কেউ কেউ সেটা উপলব্ধি করে থাকেন হয়তো ।
অতিক্ষুদ্র সময়ের প্রতিটি বাঁকে মানুষগুলো জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পাক এই কামনা...
©somewhere in net ltd.