নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যা সান অফ দ্য গুড আর্থ

হয়তো একদিন হারাবো ঐ মেঘের দেশে , হয়তো শ্রাবণের কোন এক সন্ধ্যায় , বারি হয়ে ঝরবো তোমাদের এ আঙিনায় ।

অ্যা সান অফ দ্য গুড আর্থ › বিস্তারিত পোস্টঃ

জাগরণ

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫

আমি , আপনি কিংবা আর যেই হোন না কেন আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছি আর সবার সাথে যতই ভাব ধরি কিংবা সঙ সাজি না কেন লোকদেখানো টাইপ যে ব্যাপার গুলো থাকে সেটি পর্দার অন্তরালে অগোচরে হলেও একেবারে অগ্রাহ্য করার উপায় নেই ।

ব্যবহারকারীর সংখ্যা বিশাল জনগোষ্ঠির তুলনায় অতি নগন্যই বলা চলে । তবে সংখ্যায় নগন্য হলেও আমাদের মাঝে দিলখোলা , দেশপ্রেমী , সৎ, নিষ্ঠাবান , পরশ্রীকাতর..... ইত্যাদি ইত্যাদি মহান আদর্শবান কল্যাণ পিয়াসু জনগণের নজির কিন্তু ভুরি ভুরি । আমরা যদি সত্যিই এরকম হই তবে তো কথাই নেই । আর যদি আলগা ভাব ধরে নিজেদের মহত্ব জারি করার চেষ্টা করি তবে সেটা অবশ্যই চূড়ান্ত সর্বনাশের আলামত ছাড়া কিছু নয় । বুঝে নিতে হবে মিষ্টভাষী , বাকপটু আর কপটে ছেয়ে গেছে জনপদ । এখানে যেমন বুদ্ধিজীবীর অভাব নেই তেমনি আবার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট । আমরা এগিয়ে যাচ্ছি শুনে তালি বাজিয়ে তালু ব্যথা করে ফেলি কিন্তু আসলে ঠিক কোনদিকে এগুচ্ছি সেটা জানবার প্রয়োজন বোধ করি না বরং থু থু ছিটিয়ে আরেক দফা তালিয়া বাজাই , বাহ !!

আমরা কি শুধু চাপাবাজি আর নিজেদের ঢোলই পিটিয়ে যাচ্ছি নাকি নতুন কিছু করার প্রয়াসে এগিয়ে যাচ্ছি সেটা নিজেদের প্রশ্ন করলেই হয়তো জবাব পেয়ে যাব । আসুন , জনপ্রিয়তার মোহ আর মিথ্যার খোলস ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে আসবার আপ্রাণ চেষ্টা করি । শামিল হই সত্যিকারের নবজাগরনের অগ্রযাত্রায় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.