| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুকাল পর পদচারণা
তোমাদেরি আঙ্গিনায়।
কালের গর্ভে
হারিয়ে যাওয়া
ধূসর কোনো স্মৃতিকে।
অচেনা জনস্রোতের ভিড়ে খুঁজে ফিরি
কিছু পরিচিত মুখ,
চিরচেনা সেই
অমায়িক হাসি;
স্মৃতির পটে
আজও অমলিন।
প্রাচীর ঘেরা
অট্টালিকা সদৃশ
ধ্বংসস্তুপের মাঝে
খুঁজে বেড়াই সেই
অশ্বত্থ বৃক্ষকে,
দুর্গন্ধময় নর্দমার মাঝে
চঞ্চলা হরিণীর মতো বয়ে চলা নদীকে।
হিজলের বনে
ফুটে থাকা গন্ধরাজ,
নীলাভ আকাশের পটভূমিতে
শুভ্র কাশের বন।
মাথার ওপর
একটুকরো আকাশ,
চৈত্রের রাতে সেথায়
সহস্র তারার হাতছানি।
কৈশরের সেই দীঘিটি,
পূর্ণিমার চাঁদ
তাতে রূপ দেখে
হেসে কুটি কুটি।
বিলের পাশে দাঁড়িয়ে থাকা সেই কদম গাছগুলো,
শ্রাবণের রাতে আর
সুবাস ছড়ায় না।
গম্বুজের মাথায়
অস্তগামী সূর্যের অবয়ব।
অবসন্ন দেহের ভারে পরিশ্রান্ত পদযুগলে
হেঁটে চলি
পিচঢালা পথের 'পরে।
অজস্র নিয়ন আলোর সমারোহে
আজও খুঁজে ফিরি
ঝোপের মাঝে
সেই জোনাক পোকাগুলো।
©somewhere in net ltd.