| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
েফরারী এই  মনটা আমার
	আিম আমার েদশেক ভােলাবািস
সারা দেশের প্রায় ৭০ লাখ নতুন ভোটারের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ আজ বুধবার থেকে শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ থেকে কেবল ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জের ভোটাররা জাতীয় পরিচয়পত্র পাবেন। পরে ফরিদপুরসহ অন্যান্য জেলায় বিতরণ করা হবে। এ কার্যক্রম শেষ হবে ৩১ অক্টোবর
নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, 'আমাদের লক্ষ্য প্রত্যেকে যেন নিজের জাতীয় পরিচয়পত্র পান।                                                                         সূত্র Click This Link । প্রশ্ন হলো জাতীয় পরিচয়পত্র নাকি ভোটার  আই ডি  কার্ড   বিতরণ হবে ? যদি জাতীয় পরিচয়পত্র হয়ে  থাকে তবে কেন  বাংলাদেশে  জন্মগ্রহণ করে জন্ম সূত্রে এই দেশের নাগরিক হয়ে, জাতীয় পরিচয়পত্রের জন্য ১৮ বছর অপেক্ষা করতে হবে  ?            
 
২৩ শে ডিসেম্বর, ২০১৩  রাত ১২:৫৯
েফরারী এই মনটা আমার বলেছেন: জন্মনিবন্ধন আর জাতীয় পরিচয়পত্র দুইটা ভিন্ন বিষয় ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৩  সকাল ১০:৪৭
সোহেল রনি বলেছেন: এটা অবান্তর প্রশ্ন।
জন্মনিবন্ধন সনদ তো আছেই -১৮ দর জন্য।