নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=যায় চলে যায় সময় পাখি=

০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৯


সময় যেন উড়াল পাখি
যায় উড়ে যায় হাত বাড়ালে,
সময় যেন গহীন গুহা
যাই হারিয়ে ঠায় দাঁড়ালে।

সময় যেন অচীন পাখি
মন বাড়ালে যায় না ছোঁয়া;
সময় যেন অলীক শূন্য
আনমনাতে মন যায় খোঁয়া।

একটুখানি আলসেমীতে
পেরেশানি দিয়ে সময়;
দুর্ভাবনায় ফেলে দিয়ে
ক্ষণ করে দেয় ঠিক অয়োময়।

কেমন করে যাচ্ছে সময়
যায় না তারে ধরা ছোঁয়া;
সময় হলো কঠিন দামী
নয় কখনো হাতের মোয়া।

সময় হল চড়ুই পাখি
উড়ে যেতে বসে থাকে,
অগুছালো রেখে আমায়
সময় পালায় কোন সে ফাঁকে।

সুযোগ পেলে যায় উড়িয়া
সময় হল ময়না টিয়া,
একটুখানি আলসেমিতে
কী যে করে আমায় নিয়া।

শাসন বারণ মানে না সে
সুখগুলোকে অতীত করে
সময় কোথায় যায় হারিয়ে,
আমায় রেখে একলা ঘরে।
======================
©কাজী ফাতেমা ছবি
০৩-১১-২৪

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৭

আরোগ্য বলেছেন: সময় খুবই ভারী জিনিস, বহন করা নয়তো সোজা।

২| ০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.