নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

আমার মরণ চান্নি পসর রাইতে যেন হয়

েফরারী এই মনটা আমার

আিম আমার েদশেক ভােলাবািস

েফরারী এই মনটা আমার › বিস্তারিত পোস্টঃ

পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে চীন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩২

বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ৯৫ শতাংশ রপ্তানি পণ্যে এ সুবিধা দেওয়া হবে বলে তিনি জানান। এটি কার্যকর হলে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি কমবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যাপারে তাঁর সরকারের সিদ্ধান্তের কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে ওয়াং ই শেখ হাসিনাকে চীন সফরেরও আমন্ত্রণ জানান। হাসিনা বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব পেলে আগামী মাসেই তিনি চীন সফর করতে পারেন। তাৎক্ষণিকভাবে ওয়াং ই চলতি মাসের মধ্যেই সব পদক্ষেপ গ্রহণের কথা বললে শেখ হাসিনা আগামী মাসেই স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে চীন সফরের আগ্রহের কথা জানান।



বৈঠক সূত্র জানায়, ওয়াং ই শেখ হাসিনাকে বলেছেন, চীনে নতুন সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়।



বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, 'ইকোনমিক করিডর গড়ে তোলার ব্যাপারে চীন আগামী মাসেই একটি প্রতিনিধিদল বাংলাদেশে পাঠাবে। এই করিডর গড়ে তোলা গেলে সংশ্লিষ্ট চারটি দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে। ওয়াং ইর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, 'চীন বিশ্বাস করে ভৌগোলিক বিচারে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, 'আমরা সব সময় চীনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মনে করি।' তিনি চীনে শুল্কমুক্ত পণ্য রপ্তানির প্রসঙ্গ উত্থাপন করলে চীনা পররাষ্ট্রমন্ত্রী তাতে সম্মত হন এবং দ্রুত এ প্রস্তাব কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। ওয়াং বলেন, এ দুটি প্রস্তাব কার্যকর হলে দুই দেশের এবং দুটি রাজনৈতিক দলের মধ্যকার সম্পর্কও জোরদার হবে।'



ব্রিফিংয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন বলেন, 'চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠক আমাদের প্রস্তাবে হয়নি, চীনের প্রস্তাবে হয়েছে। কাজেই এসব তাঁরা মন থেকেই বলেছেন বলে আমাদের বিশ্বাস।' বাংলাদেশ মিশনের প্রথম সেক্রেটারি (প্রেস) মামুন অর রশিদ সে সময় উপস্থিত ছিলেন।



লিংক ঃhttp://www.kalerkantho.com/national/2013/09/26/6734



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১১

এহসান সাবির বলেছেন: ভালো খবর, ব্লগে স্বাগতম।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সায়েদা সোহেলী বলেছেন: এই জাতিয় সকল সুখবর ই আমার কাছে মরিচিকা মনে হয় ।


এনিওয়ে ,
শুভেচ্ছা রইলো ফেরারী মন

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

েফরারী এই মনটা আমার বলেছেন: :)

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭

েফরারী এই মনটা আমার বলেছেন: @সায়েদা সোহেল, নিরাশ হবেন না আপু । নিশ্চয় আমরা একদিন করবো জয়। শুভেছ্ছা জানানোর জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.