নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

আমার মরণ চান্নি পসর রাইতে যেন হয়

েফরারী এই মনটা আমার

আিম আমার েদশেক ভােলাবািস

েফরারী এই মনটা আমার › বিস্তারিত পোস্টঃ

এইডা আম্লীগ হইতেই পারে না

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

সোমবার সকাল ৯টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল মন্তব্য করেন "একদলীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচন হতে হবে সব দলকে নিয়ে। একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন দেশবাসী কখনো মেনে নেবে না।"এইডা আম্লীগ হইতেই পারে না ,কেননা আম্লীগ হইলে এই কথা স্বীকার যাইতো না।ঐ অনুষ্ঠানে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর আমির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, নুসরাত জাহান মুন্নী ও রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা উপস্থিত ছিলেন।

অনেকে আশ্চার্য হইলেও আমি হই নাই ।কারন আম্লীগ-বিম্পিতে এই রকম বহু ছদ্মবেশী জামাতী লুকিয়ে আছে ।আর খেয়াল করে দেখুন অনুষ্ঠানটি ছিলো বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান।আজ যেখানে জামাতীরা সাংগঠনিকভাবে দেশ ও জাতীর বিরুদ্দে যুদ্ধ ঘোষনা করেছে , সেখানে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির উপস্হিত থাকে কি করে ?

Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: ওৌলো ফাকড-আপ জামাতী।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০২

েফরারী এই মনটা আমার বলেছেন: হুমম ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৫

মাজহারুল হুসাইন বলেছেন: "একদলীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচন হতে হবে সব দলকে নিয়ে। একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন দেশবাসী কখনো মেনে নেবে না।" >>> শুধু মাত্র আওয়ামীলীগই মেনে নেবে । কারণ আওয়ামীলীগ এখন একটা কাল্টের মত । নেতার কথাই পালনীয় । এতে জাহান্নামে গেলেও কিছু এসে যায় না ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৪

েফরারী এই মনটা আমার বলেছেন: হাসু বল , খা লেদা বল ,
এরশাদ বল, গু আজম বল,
কিছুই রইবে না- রে
সব ...রা ভাইসা যাইব
বংগপোসাগরে।। =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.