![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আিম আমার েদশেক ভােলাবািস
সোমবার সকাল ৯টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল মন্তব্য করেন "একদলীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচন হতে হবে সব দলকে নিয়ে। একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন দেশবাসী কখনো মেনে নেবে না।"এইডা আম্লীগ হইতেই পারে না ,কেননা আম্লীগ হইলে এই কথা স্বীকার যাইতো না।ঐ অনুষ্ঠানে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর আমির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, নুসরাত জাহান মুন্নী ও রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা উপস্থিত ছিলেন।
অনেকে আশ্চার্য হইলেও আমি হই নাই ।কারন আম্লীগ-বিম্পিতে এই রকম বহু ছদ্মবেশী জামাতী লুকিয়ে আছে ।আর খেয়াল করে দেখুন অনুষ্ঠানটি ছিলো বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান।আজ যেখানে জামাতীরা সাংগঠনিকভাবে দেশ ও জাতীর বিরুদ্দে যুদ্ধ ঘোষনা করেছে , সেখানে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির উপস্হিত থাকে কি করে ?
Click This Link
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০২
েফরারী এই মনটা আমার বলেছেন: হুমম ।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৫
মাজহারুল হুসাইন বলেছেন: "একদলীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচন হতে হবে সব দলকে নিয়ে। একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন দেশবাসী কখনো মেনে নেবে না।" >>> শুধু মাত্র আওয়ামীলীগই মেনে নেবে । কারণ আওয়ামীলীগ এখন একটা কাল্টের মত । নেতার কথাই পালনীয় । এতে জাহান্নামে গেলেও কিছু এসে যায় না ।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৪
েফরারী এই মনটা আমার বলেছেন: হাসু বল , খা লেদা বল ,
এরশাদ বল, গু আজম বল,
কিছুই রইবে না- রে
সব ...রা ভাইসা যাইব
বংগপোসাগরে।।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৭
পাঠক১৯৭১ বলেছেন: ওৌলো ফাকড-আপ জামাতী।