নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

আমার মরণ চান্নি পসর রাইতে যেন হয়

েফরারী এই মনটা আমার

আিম আমার েদশেক ভােলাবািস

েফরারী এই মনটা আমার › বিস্তারিত পোস্টঃ

জামাতে ইসলাম নয়,এরা জামাতে মওদুদী বলেই আমেরিকা সহ ইহুদীসংঘ তাদে রক্ষা করতে চায় । তারা এদের মাধ্যমে তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

জামাতে ইসলাম এরা ইসলামের কোন দল নয়,এরা জামাতে মওদুদী। এরা ইহুদি- আমেরিকার দালাল। এদের মুল প্রতিস্ঠাতা আবুল আ'লা মওদুদী ছিলো প্রথমে ব্রিটিশদের এজেন্ট,পরে মার্কিন গোয়েন্দা সংস্হা সিআইএ এর এজেন্ট হয় । এই তথ্য জানা যায় সাবেক সোভিয়েত ইউনিয়ন এর গোয়ন্দা সংস্হা কেজিবি কর্মকর্তা দোমিত্র মিত্রোখিন রচিত "মিত্রখিন আর্কাইভ" হতে।আরো জানা যায় সে সৌদি আরবে গিয়ে মার্কিন তেল কোম্পানী গুলোর মাধ্যমে সিআইএ হতে অর্থানুকুল্য লাভ করতো।

এইরকম সারাবিশ্বে বহু নামধারী ইসলামী সংগঠন পরিচালিত হয় সিআইএ এবং এধরনের গোয়ন্দা সংস্হা গুলোর পৃষ্ঠপোষকতায়। ইহুদি- আমেরিকা এদের মাধ্যমে তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ।এই জন্যই এরা ইসলাম প্রতিষ্ঠার দোহাই দিয়ে জিহাদের জিগির তোলে,হইহুদি- আমেরিকা এদের মাধ্যমে তাদের গোপন ীন অজুহাতে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ইসলামকে অভিযুক্ত করার সুযোগ করে দেয়।মুলতঃ তারা তাদের পশ্চিমা প্রভুদের নীলনক্‌শাই বাস্তবায়ন করে ।

যেখানে হাদীছ -এ বলা হয়েছে,"মুসলমান ঐ ব্যক্তি,যার হাত ও যবান হতে অপর মুসলমান নিরাপদ।"

তাই যারা ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে,গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে ,লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি করেছে-লুটপাট করেছে এবং আজকে যারা ঐ সমস্ত অপরাধীকে রক্ষার জন্য একই রকম মানুষকে নৃশংসভাবেবোমা মেরে হত্যা করে -জুলুম করছে তারা কি করে ইসলামের অনুসারী হতে পারে ।

অথচ হাদীছ -এ বলা হয়েছে " ঐ ব্যক্তি সবচেয়ে গরিব - যে ক্বিয়ামতের দিনে পাহাড় পরিমাণ নেকী নিয়ে উঠবে, মনে করবে সে নিশ্চিত জান্নাতী। কিন্তু এরপর তার একের পর এক পাওনাদাররা আসবে। যাদের হক্ব সে নষ্ট করেছে। যাদের উপর সে জুলুম করেছে । তখন তার নেকি দ্বারা তাদের সে হক্ব আদায় করা হবে। এরপরও আরো পাওনাদার বাকি থেকে যাবে। তখন বাকি পাওনাদারদের ( যাদের হক্ব সে নষ্ট করেছে ) গুনাহ তার উপর চাপিয়ে দেয়া হবে। কিছুক্ষণ পূর্বে যে ব্যক্তি ছিল নিশ্চিত জান্নাতী এখন সে ব্যক্তি হয়ে পড়বে নিশ্চিত জাহান্নামী।”

ইসলামের পরিভাষায় হক্ব দু'প্রকার ।এক-হক্কুল্লাহ্‌ অর্থ্যাৎ আল্লাহ্‌পাকের হক্ব , দুই-হক্কুল ইবাদ অর্থ্যাৎ বান্দার হক্ব ।বলা হয়েছে তওবা করলে হক্কুল্লাহ্‌ অর্থ্যাৎ আল্লাহ্‌পাকের হক্ব ক্ষমা পাওয়া যায় , কিন্তু হক্কুল ইবাদ অর্থ্যাৎ বান্দার হক্ব আল্লাহ্‌ ক্ষমা করেন না , যতক্ষন পর্যন্ত যার হক্ব সে ক্ষমা না করবে ।

আর তাই জামাতে ইসলাম এরা ইসলামের কোন দল নয়,এরা জামাতে মওদুদী।

এরা ইহুদি- আমেরিকার বন্ধু।

এদের মাধ্যমে বিশ্ব সন্ত্রাসী মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিই এ কথা প্রতিষ্ঠা করতে চায় ইসলাম মানেই সন্ত্রাসবাদ বা টেররিজম,মুসলমান মাত্রই টেররিস্ট বা সন্ত্রাসী। এদের এই পৃথিবী হতে নির্মূল করতে হবে ,নয়তো সারা বিশ্বে শান্তির আশা করা দূরাশা মাত্র।

মুসলমান মাত্র এ কথা কারোই অজানা নাই যে,সমগ্র বিশ্বের মুসলমানদের ও ইসলামের আজ সবচেয় বড় শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে বিশ্ব সন্ত্রাসী মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি।বিশ্ব সভ্যতাকে রক্ষা করতে টেররিজম দমনের নামে ইসলাম এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা সহ তাবত পশ্চিমা শক্তি। তারা তাদের অত্যাধুনিক সমর শক্তি নিয়ে প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ছে একের পর এক মুসলিম দেশের উপর ।চৌদ্দশত বছর যাবত পুষে রাখা প্রবল আক্রোশে বিমান-ক্ষেপনাস্ত্র-ড্রোন হামলায় শহীদ করছে লক্ষ লক্ষ সাধারন মুসলমান।

আর এই বিশ্ব সন্ত্রাসী মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিই তাদের পরিপূর্ণ কুটনৈতিক শক্তি ব্যয় করেছিলো তাদের '৭১ এর নীল নক্‌শা বাস্তবায়নকারী কুখ্যাত জামাতে মওদুদীর কসাই কাদের মোল্লাকে রক্ষা করার জন্যে।

আশ্চার্য হওয়ার কিছ নেই,এইটাই স্বভাবিক আমেরিকা সহ ইহুদীসংঘ তাদের নীল নক্‌শা বাস্তবায়নকারীদের রক্ষা করতে চাইবে।

বুঝে নিন তারা কতটুকু ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: আগে নিজের ধর্ম সম্পর্কে জানুন তারপরে ইসলাম বা জামাতে ইসলাম সম্পর্কে মন্তব্য করুন !

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

েফরারী এই মনটা আমার বলেছেন: ওরে ছাগু দুরে গিয়ে ল্যদা। ;) ;) ;)

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

েফরারী এই মনটা আমার বলেছেন: ওরে ছাগু দুরে গিয়ে ল্যদা। ;) ;) ;)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

নিভৃত পথচারী বলেছেন: আপনার লেখায় নতুন তথ্য পেলাম। ধন্যবাদ। জাঝাকাল্লাহু খাইরান..

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

েফরারী এই মনটা আমার বলেছেন: ধন্যবাদ :)

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: Click This Link

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

েফরারী এই মনটা আমার বলেছেন: ছাগুর গায়ে আগুন লেগেছে বুঝি ? :D :D :D

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

নৈকষ্য বলেছেন: লেখক কে ধন্যবাদ

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

েফরারী এই মনটা আমার বলেছেন: ধন্যবাদ B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.