![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আিম আমার েদশেক ভােলাবািস
একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে রক্ষার জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ১১ ডিসেম্বর ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
কিন্তু প্রশ্ন হলো কেন একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে রক্ষার জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উদ্যোগ নিয়েছিলো ?
কারন অনুসন্ধানে জানা যায় যে, - জামাতে ইসলাম এরা ইসলামের কোন দল নয়,এরা জামাতে মওদুদী। এরা ইহুদি- আমেরিকার দালাল। এদের মুল প্রতিস্ঠাতা আবুল আ'লা মওদুদী ছিলো প্রথমে ব্রিটিশদের এজেন্ট,পরে মার্কিন গোয়েন্দা সংস্হা সিআইএ এর এজেন্ট হয় । এই তথ্য জানা যায় সাবেক সোভিয়েত ইউনিয়ন এর গোয়েন্দা সংস্হা কেজিবি কর্মকর্তা দোমিত্র মিত্রোখিন রচিত "মিত্রখিন আর্কাইভ" হতে।
আরো জানা যায় সে সৌদি আরবে গিয়ে মার্কিন তেল কোম্পানী গুলোর মাধ্যমে সিআইএ হতে অর্থানুকুল্য লাভ করতো।যা আজো অব্যহত আছে ।
এইরকম সারাবিশ্বে বহু নামধারী ইসলামী সংগঠন পরিচালিত হয় সিআইএ এবং এধরনের গোয়ন্দা সংস্হা গুলোর পৃষ্ঠপোষকতায়। ইহুদি- আমেরিকা এদের মাধ্যমে তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ।এই জন্যই এরা ইসলাম প্রতিষ্ঠার দোহাই দিয়ে জিহাদের জিগির তোলে,তাদের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ইসলামকে অভিযুক্ত করার সুযোগ করে দেয়।মুলতঃ তারা তাদের পশ্চিমা প্রভুদের নীলনক্শাই বাস্তবায়ন করে ।
ঠিক একই কথা প্রযোজ্য তথাকথিত হেফাজতে ইসলাম নামধারী ধর্মব্যবসায়ীদের ক্ষেত্রে।তারাও সৌিদ দালাল সরকারের মাধ্যমে মার্কিন-পশ্চিমাদের অর্থানুকুল্য লাভ করে ও তাদের এজেন্ডা বাস্তবায়ন করে।একসময় জেএমবি নামক সন্ত্রাসী সংগঠন এই ক্বওমী (হেফাজতে ইসলাম নামধারী) মাদ্রাসা হতে উদ্ভব হয়েছিলো।তারা একসময় শ্লোগান দিয়েছিল "আমরা হবো তালেবান,বাংলা হবে আফগান।"
এদের মাধ্যমে বিশ্ব সন্ত্রাসী মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিই এ কথা প্রতিষ্ঠা করতে চায় ইসলাম মানেই সন্ত্রাসবাদ বা টেররিজম,মুসলমান মাত্রই টেররিস্ট বা সন্ত্রাসী। মুসলমানদের এই পৃথিবী হতে নির্মূল করতে হবে ,নয়তো সারা বিশ্বে শান্তির আশা করা দূরাশা মাত্র।
এই অজুহাতে সমগ্র বিশ্বের মুসলমানদের ও ইসলামের আজ সবচেয় বড় শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে বিশ্ব সন্ত্রাসী মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি।বিশ্ব সভ্যতাকে রক্ষা করতে টেররিজম দমনের নামে ইসলাম এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা সহ তাবত পশ্চিমা শক্তি। তারা তাদের অত্যাধুনিক সমর শক্তি নিয়ে প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ছে একের পর এক মুসলিম দেশের উপর ।চৌদ্দশত বছর যাবত পুষে রাখা প্রবল আক্রোশে বিমান-ক্ষেপনাস্ত্র-ড্রোন হামলায় শহীদ করছে লক্ষ লক্ষ সাধারন মুসলমান।
তাই এইটাই স্বভাবিক আমেরিকা সহ ইহুদীসংঘ তাদের নীল নক্শা বাস্তবায়নকারীদের রক্ষা করতে চাইবে।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
মেনন আহমেদ বলেছেন: হয়তো আপনার জানার ভুল আছে,
জামাত আর হেফাযত একেবারে দুই মেরু।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩
বেলা শেষে বলেছেন: রসুনের যেমন জামাত ও হেফাজত উভয়ের গোড়া একই .......And what about "Indian Jamat-e-Islam" "Indian-Tablig"......So your origin is not hier in Bangladesh but origin is from India, so you have to origin from your Grand - Father "Lord Clive"....., you have to stand up inside of "India" not in Bangladesh.!!!
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: অন্যেরা দালালী জানাতে গিয়ে বরং আপনার পরিচায়টাই প্রকাশ করে দিলেন। ধন্যবাদ।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনারাও পারেন ও মহশয়।অন্যেরা দালালী জানাতে গিয়ে বরং আপনার পরিচায়টাই প্রকাশ করে দিলেন।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৩
পথ হারা নাবিক বলেছেন: কিরে দেওয়ান মাগীর পালা কুকুর!! আর কতো আমাদের মহানবীকে নিয়ে মজা করবি!! মুসলমানদের ২ টা ঈদ তোর দেওয়ান মাগী আমার এইটা কোন ঈদ আনলো রে!! ব্লক কইরা কোনো লাভ নাই!! একবার ব্লক কইরা কিছু করতে পারছছ!! কুকুর কুকুর!!
৩০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২২
েফরারী এই মনটা আমার বলেছেন: কবি বলেছেন,
"কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তাই বলে কি মানুষের তারে
দংশান শোভা পায়।"
দেশ বিদেশের সমাজ বিজ্ঞানীগণ এবং মনো বিজ্ঞানীগণ পিতা মাতার অবৈধ সন্তানদের কতগুলি সাধারণ বৈশিষ্ট বর্নণা করেছেন। প্রতমত: তারা কথায় কথায় অশ্লীল বাক্য ব্যবহার করে যাকে আমরা সোজা বাংলায় বলি- অকথ্য ভাষায় গালি গালাজ। এরা খুবই অধৈয্য প্রকৃতির এবং সন্দেহ প্রবন হয়ে থাকে। কখনো কখনো তারা অতিমাত্রায় অত্যাচারী হয়ে ওঠে আবার একই ব্যক্তি প্রতিকুল পরিবেশে- নিজেকে ছোট করতে করতে পশুর পর্যায়ে নিয়ে যায়। তাদের বিবেক বলতে তেমন কিছু থাকে না। ফলে তাবৎ বিশ্বে অনাদীকাল থেকে পিতা মাতার অবৈধ সন্তানরা সমাজ, রাষ্ট্র এমনকি পরিবার কর্তৃক পরিত্যক্ত হয়ে আসছে।
এরা অশালীন আচরন করে,কারন তাদের িপতা-মাতা আদব শিখায় নাই।তারা যে ভ্রান্ত পথে আছে তাদের আচরনই তার প্রমান।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনারাও পারেন ও মহশয়।