নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

আমার মরণ চান্নি পসর রাইতে যেন হয়

েফরারী এই মনটা আমার

আিম আমার েদশেক ভােলাবািস

েফরারী এই মনটা আমার › বিস্তারিত পোস্টঃ

দোষ তোমাদের নয়।দোষ তোমাদের.......!!! ;) ;) ;)

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

ব্লগে কেউ কেউ আছে যারা কোন পোস্টের সাথে একমত হতে না পারলে অশ্লীল ভাবে গালাগালি করে।অনেক চিন্তা ও গবেষনা করে দেখা গেছে এই সমস্ত লোককে মোটেই দায়ী করা যায় না।দায়ী তাদের .... ।

দেশ বিদেশের সমাজ বিজ্ঞানীগণ এবং মনো বিজ্ঞানীগণ পিতা মাতার অবৈধ সন্তানদের কতগুলি সাধারণ বৈশিষ্ট বর্নণা করেছেন। প্রথমত: তারা কথায় কথায় অশ্লীল বাক্য ব্যবহার করে যাকে আমরা সোজা বাংলায় বলি- অকথ্য ভাষায় গালি গালাজ। এরা খুবই অধৈয্য প্রকৃতির এবং সন্দেহ প্রবন হয়ে থাকে। কখনো কখনো তারা অতিমাত্রায় অত্যাচারী হয়ে ওঠে আবার একই ব্যক্তি প্রতিকুল পরিবেশে- নিজেকে ছোট করতে করতে পশুর পর্যায়ে নিয়ে যায়। তাদের বিবেক বলতে তেমন কিছু থাকে না। ফলে তাবৎ বিশ্বে অনাদীকাল থেকে পিতা মাতার অবৈধ সন্তানরা সমাজ, রাষ্ট্র এমনকি পরিবার কর্তৃক পরিত্যক্ত হয়ে আসছে।

এরা অশালীন আচরন করে,কারন তাদের িপতা-মাতা আদব শিখায় নাই।তারা যে ভ্রান্ত পথে আছে তাদের আচরনই তার প্রমান।

তাই কবি বলেছেন,

"কুকুরের কাজ কুকুর করেছে

কামড় দিয়েছে পায়,

তাই বলে কি মানুষের তারে

দংশানো শোভা পায়।"

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

কোজাগরী চাঁদ বলেছেন: ভালো কথা।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

বেলা শেষে বলেছেন: একটা দেশের রাজনৈতিক অবস্থা সেই দেশের মানুষদেরও মানসিকতাকে প্রভাবিত করে। আপাতত বাংলাদেশ থেকে খুব ভাল কিছু আশা করাটা ঠিক হবে না।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

েফরারী এই মনটা আমার বলেছেন: সাইয়্যিদুল মুরসালিন,ইমামুল মুরসালিন,হাবীবুল্লাহ্‌ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সম্পর্কে বিশুদ্ধ ইল্‌ম অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ।
এবারর পর্বঃ তিন. নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আহলিয়া হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ফাযায়িল-ফযীলত ও পবিত্রতা সম্পর্কে আলোচনা।

চার.হায়াতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হওয়ার কারণেই উনার আহলিয়া আলাইহিন্নাস সালাম উনাদেরকে বিবাহ করা হারাম ।

পাঁচ.সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আহলু বাইত শরীফ ও আওলাদ আলাইহিমুস সালাম উনাদের ফযীলত ।
Click This Link
আমি উপরের টেক্সট্‌ সহ লিন্কটি বিভিন্ন পোস্টে দেওয়ায় কিছু ----অশ্লীভাবে কমেন্ট করায় post টি করতে বাধ্য হলাম।

৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

দালাল০০৭০০৭ বলেছেন: কেমন আছেন?

৫| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:৩৮

প্রিয় জন বলেছেন: আপনি কি ওয়াচে নাকি ভাই নতুন পোস্ট দেখি না

৬| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:১১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.