![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নর্থ সাউথ ইউনিভার্সিটি আমার কাছে ‘দিল্লি কা লাড্ডু’ টাইপ! যারা এই ভার্সিটিতে পড়ে, তাদের কপাল খারাপ। যারা পড়ে না, তাদেরও কপাল খারাপ!
বহুদিন আগে থেকেই দেখছি, বাইরের মানুষজন এই বিশ্ববিদ্যালয় নিয়ে একটা খেলা খেলে। ‘যেমন খুশি তেমন ভাবো’ খেলা। হাজারটা গুঞ্জন, গুজব, রটনা...। এনএসইউ তে ভর্তি হওয়ার আগে আমিও খুব আগ্রহ নিয়ে শুনতাম। এখন যে শুনি না, তা না। মাঝে মাঝেই আজব আজব প্রশ্ন শুনতে হয়, আমিও খুব আগ্রহ নিয়ে উত্তর দেই। যেমন:
প্রশ্নকর্তা: আচ্ছা, নর্থ সাউথের পোলাপান বেশিরভাগই নাকি ড্রাগ নেয়? ভার্সিটির ভিতরেও নাকি চলে?
আমি: অবশ্যই চলে! এইটা কোন ব্যাপার? শোনেন, আমাদের ভার্সিটিতে ছোটখাটো একটা মাঠ আছে। সেখানে গাজা চাষ হয়। যার যখন ইচ্ছা, তুলে তুলে খায়। এছাড়া আমাদের ভার্সিটির ক্যান্টিনে সিঙ্গারা-সমুচার পাশাপাশি ইয়াবা, ফেনসিডিল এগুলাও পাওয়া যায়। সুলভমূল্যে। ছেলে, মেয়ে, ফ্যাকাল্টি - সবাই একসাথে খায়।
প্রশ্নকর্তা: তোমাদের ভার্সিটির ছেলে মেয়েরা নাকি জামা কাপড় একটু কম পরে?
আমি: এইসব ভুয়া খবর কোথ্থেকে পান, বলেন তো? আমাদের ভার্সিটিতে তো জামা-কাপড় পরাই নিষেধ। ভার্সিটিতে ঢোকার সময় আমরা জামা-কাপড় খুলে বাইরে রেখে তারপর ঢুকি। সবাই জন্মদিনের পোষাকে ঘোরাফেরা করে, শুধু গলায় আইডি কার্ডটা ঝুলানো থাকে।
প্রশ্নকর্তা: আচ্ছা, নর্থ সাউথে বিবিএ করতে নাকি ৫০ লাখ টাকা লাগে?
আমি: কি যে বলেন! ভর্তি ফী-ই তো ১ কোটি টাকা! আর আমরা সেমিস্টার ফী দেই কেজি হিসাবে। সেমিস্টারের শুরুতে এ্যডমিনের লোকজন দাড়িপাল্লা নিয়ে বসে থাকে। আমরা বস্তা ভরে টাকা নিয়ে যাই। প্রতি কোর্সের বিনিময়ে এক কেজি ৫০০ টাকার নোট।
..... ইত্যাদি ইত্যাদি। ইদানিং বোধহয় নতুন কিছু প্রশ্নও শুনতে হবে। উত্তরও রেডি আছে।
প্রশ্নকর্তা: তোমাদের ভার্সিটিতে নাকি প্রচুর জঙ্গি? শিবির, হিজবুত তাহরীর ভরা?
আমি: অবশ্যই। ভার্সিটির ভিতরে ঢুকলে দেখবেন। পোলাপান সব কাবলি পরে থাকে। গলায় ঝুলে উজি মেশিনগান! গেরিলা ট্রেনিং হয় নিয়মিত। ইরাক, আফগানিস্তানের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ। ভার্সিটির বেজমেন্টে একটা গোপন সুড়ঙ্গ আছে, সেদিক দিয়ে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে হাজার হাজার জঙ্গি আসে। বোমা, ককটেল - এইসব তো আমাদের কাছে কুটির শিল্প....
মানুষজনকে এতো কথা বোঝানোর কি দরকার, আমি বুঝলাম না। যারা বোঝার এমনিতেই বুঝবে। যে না বোঝার, চাঁদে গিয়ে মুড়ি খা......
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩০
সৌমিক জামান বলেছেন: আমি ভাই শান্ত ই আছি। কিন্তু ভাদা গুলা ই যতো ঝামেলা পাকায়
২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২১
অসাদুল ইসলাম বলেছেন: আমাদের জাতিগত একটা সমস্যা আছে। দেয়ালের অন্য পাশ না দেখলে সেটা সম্পর্কে নানা ধরনের কথাবার্তা চালাতে থাকি। কোন দিন দেখার চেষ্টাও করি না। অনেকটা চীনাদের হিমালয় পর্বত নিয়ে প্রচলিত গল্পের মত। তারা এক সময় ভাবত এইটাই পৃথিবীর শেষ প্রান্ত। এর পর আর কিছু নাই।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২
সৌমিক জামান বলেছেন: ৫ জন এরেস্ট হওয়ার পর আমি মনে হয় ৫০০ জনের কাছে ইন্টার্ভিউ দিসি এইগুলা নিয়া। হাতের ৫ টা আঙ্গুল সমান না রে ভাই। এইটা সবাই জানি, বুঝি। কিন্তু ক্যান যেন মানতে সমস্যা।
৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪
ইউআরএল বলেছেন: সুলাইমান হাসান বলেছেন: থাক ভাইজান। আপনি শান্ত হোন।
বি কুল
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫
সৌমিক জামান বলেছেন: কুল ই আছি ভাই
৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১
বাগসবানি বলেছেন: ভাই আপনেতো বাংলাদেশের !! দেশটাতো পুরাটাই জামাতশিবিরে ভরা ।
নর্থসাউথ তো বানানোই হইছে এইসব আকাম-কুকাম করার জন্য । বাংলাদেশের বাকি সবাই তো ধোয়াতুলসী পাতা ।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৮
সৌমিক জামান বলেছেন: ভাইজান, ভাদারা সাবধান। আর কোন ভার্সিটি তে আকাম কুকাম কম হয় বলবেন?
৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১
টানিম বলেছেন: আহারে বেচারা । মাথা গরম কইরে লাভ নাই ।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫
সৌমিক জামান বলেছেন: মাথা গরম না রে ভাই। ইন্টার্ভিউ দিতে দিতে কাম সারা
৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১
সৌমিক জামান বলেছেন: প্লান করসি, আজকের লিখাটা ফটোকপি করে আমার বাসার গেট, রুম এ টাঙাইয়া দিব। কেমন হবে?
৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫
নাইমুল ইসলাম বলেছেন: jotoi bitorko protijogita hok na keno...akta bishoy e sobay akmot...ta holo----man is mortal--------lulzZ! sobar chaglami sesh hoye jabe akdin soO mathar mundu take eisob ajaira polapaner Q er ans dite dite use na kore akhon theke bastobotar bash diben asha kori!
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫০
সৌমিক জামান বলেছেন: বাপের ছেলে, দারুন দিলে । কিন্তু ভাদা গুলা যে বাস্তবতা বুঝে না। কারন অদের কপাল এ কোনও দিন এন এস ইউ তে ঢোকার চান্স নাই । স, সব ভাদা রা আবার মুরি খা
৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভাই দেখি সেলিব্রেটি হইয়া গেলেন -- ভাই কোন কোন চ্যানেলে দেখাইবো ?
আফসুস মোর ইন্টাভিউ একটাও নিলো না কেউ
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫১
সৌমিক জামান বলেছেন: ভাই যে, আমি ইন্টার্ভিউ এর .... অস্থির। আর আপনি কোন সেলিব্রেটি
৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫০
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: সুলাইমান হাসান বলেছেন: থাক ভাইজান। আপনি শান্ত হোন।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩
সৌমিক জামান বলেছেন: কুল ই আছি ভাই
১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫১
হানিফঢাকা বলেছেন: ভাই কোন ব্যাচ?
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫২
সৌমিক জামান বলেছেন: ক্যান ভাই? বাঁশ দিবেন?
১১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫১
সীমানা ছাড়িয়ে বলেছেন: একটা ভার্সিটি তুলে যা তা কথাবার্তা বলা হেট করি। ভাল খারাপ ঘটনা সব ভার্সিটিতেই ঘটতে পারে। অনেকেই পাবলিক/প্রাইভেট ইস্যু নিয়ে ক্যাচাল করে, যেটা আমি চূড়ান্তরকম হেট করি।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩
সৌমিক জামান বলেছেন: আমরা বাঙালি। আর কিছু লিখলাম না ভাই। বুঝে নেন
১২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৬
হানিফঢাকা বলেছেন: বাশ দিমু কেন? আমিও Ex-NSU. সেই জন্য জিগাই
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৮
সৌমিক জামান বলেছেন: আমি ভাই ১১১ ব্যাচ এর।
১৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৮
হানিফঢাকা বলেছেন: Ok thanks. I am 012 batch.
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৬
সৌমিক জামান বলেছেন:
১৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১২
মিনহাজুল হক শাওন বলেছেন: বি কুল, তয় উপস্থাপনার ধরন ভাল্লাগছে।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৭
সৌমিক জামান বলেছেন:
১৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লাস্ট ঘটনাটি! হতাশাজনক। এটুক বলতে পারি। কারন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর মধ্যে এর ইমেজ একটু আলাদা।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২১
সৌমিক জামান বলেছেন: ভাই রে, ঢাকা বিশ্ববিদ্যালয় এর হল থেকে যদি এ কে ৪৭ ও পুলিশ পায়, ঐটা dose't matter।
১৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৫
ফকির সাইঁ বলেছেন: যারা এই কোয়েশন গুলা করে তারা কোন টাইপের ভোদাই সেটা বলার ওপেকখা রাখে না----
তবে আপনাদের নিজেদের বেপারে বাড়িয়ে বাড়িয়ে কথা বলা ফলও কিনতু এগুলা !!! [এটা ওসিকার করতে পারবেন না, এক্সামপল না দিলে বুঝবেন না---আপনাদের বিবিএ'র এক ছেলে গলপ ছারলো তাদের নাকি এভরিডে এক্সাম দিতে হয়! যাহোক ইরিলিভেনট একটা কথা বললাম বুঝানোর জননো।]
আমাদের সবারই একটা পোবলেম আছে, নিজেদের বড় আর ওননোদের ছোট ভাবা----আপনার লেখাটা ঠানডা মাথায় একবার পড়ুন,বুঝতে পারবেন।
আসুন আমরা যার যতটুকু রেসপেকট,তাকে ততটুকু রেসপেকট দিতে শিখি, আমরা যত বড় তত বড়ই বলি নিজেদের কে:--- সামগরিকভাবে আমরা সবাই চাপাবাজি বনধ করি।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৭
সৌমিক জামান বলেছেন: এই প্রশ্ন গুলা জেনে জেনে করে ভাই। কিছু মনে করবেন না, ভাই যদি সরকার বিশ্ববিদ্যালয় এ পড়েন, তাহলে আপনার এই প্রাইভেট গুলা সম্পর্কে ভুল ধারনা আছে।আমাদের ৩ মাস এ একটা বই আস্ত খাওয়ায়। আর পাবলিক এ সেম বই ই ৬ মাস এ খাওয়ায়। আর কিছু বলব না। আশা করি বাংলাদেশ এ ১ম ক্লাস কোনও বে সরকারি বিশ্ববিদ্যালয় এ আপনার বন্ধু আছে। বাকি কিছু জানার থাকলে তাকে বললে ই পাবেন। ধন্যবাদ
১৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৯
অন্ধ জনা বলেছেন: ভাই বাদ দেন । সব রকম মানুষ ই আছে।আর বিষয় টা এন এস ইউ এর মত একটা ভার্সিটি নিয়ে বলেই এত কচলাকচলি।সাধারন মানুষের চিন্তার ও বাইরে ছিল। আপনারা কি কখন ও ভাবছিলেন বলেন? সুতরাং ব্যপার না । ভালভাবে লেখাপড়া করেন।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৩
সৌমিক জামান বলেছেন: সেটা ঠিক ভাই। কিন্তু বারাবারি এর তো একটা লিমিট আছে। ভালো লাগল আপনার মন্তব্য পড়ে
১৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৯
হানিফঢাকা বলেছেন: @ফকির সাইঁ : I had a class in BBA. It was Corporate Finance (Finance 440). We had to give quiz every day on that course. May be he mean it.
I agree with you rest of the comments.
১৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৪
অন্ধ জনা বলেছেন: একটা কথা বাদ পড়ছে উপভগ্য লেখনীর জন্য ৫ম ভাললাগা। ধন্যবাদ , ভালথাকবেন।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৮
সৌমিক জামান বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা
২০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩২
ফকির সাইঁ বলেছেন: @হানিফঢাকা :: You mention here--- that is nothing but an example so we should not generalize it, right.
you can't image how many stress goes on the guys who study in APECE,DU, but i'm confident you never heard about that.
২১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৮
ফকির সাইঁ বলেছেন: ভাই আমি বে-সরকারী বিশ্ববিদ্যালয় বিরুদধে নোই, জাপানের লোক সংখা আমাদের সমান, তাদের বিশ্ববিদ্যালয় আছে ৭৪০ এর উপর, আমেরিকায় লোক আমাদের দিগুন কিনতু বিশ্ববিদ্যালয় আছে আমাদের ৪০গুনের ও বেশী, আর ওদের টপ টেন তো বলতে গেলে সবগুলোই বেসরকারী বিশ্ববিদ্যালয় :: আশাকরী বুঝাতে পেরেছি যে আমি আরো আরো বিশ্ববিদ্যালয় চাই---
একই সাথে এটাও বলতে চাই আমাদের এখোনো ইয়ার সিসটেম, মানে হোলো একটা সাবজেকট এক বছর ধরে পড়তে হয়, তবে হা একটা সাবজেকটের জননো মিনিমাম ৪/৫ বই---- গড়ে ৮/৯ টা, মনে আছে একটা বিষয়ে একজন টিচার ২২ টা বই পড়িয়েছিলেন এটা এক্সামপল.....আর সিলেবাসের কথা বলাই যাবে না এখানে, মানুষজন ভয় পাবে,এমনিতেই....
এবার মেপে দেইখেন !
এবার কথায় আসি, আশুন আমরা সবাই সবাই কে রেসপেকট করতে শিখি :: আমরা সবাই সবার স হ যোগী, ভালো-খারাপ সব খানেই থাকে, দুই চারটা কুলাংগারের জননে হাজার হাজার ইনোসেনট কে দোষ না দেই।
আমাদের এক্সপেরিয়েনস থেকেই বলছি জাসট ফরগেট ইট, এন এস ইউ
এন এস ইউ ই থাকবে
২২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৩
নেমলেসবেসট বলেছেন: মানুষের কথায় কান দিয়েন না
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১১
সৌমিক জামান বলেছেন:
২৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৪
অশান্ত কাব্য বলেছেন: দেশে কতকিছু নিয়া কত কথাই তো হয়... সব কথা গায়ে মাখলে চলে !!! দিলাম না পাত্তা ওইরকম কথার... আমি খারাপ হইলে খারাপ, ভাল হইলে ভাল । আমি জানি আমি কি... থার্ড পারসনের কথায় কান দেওয়ার কি দরকার ।
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৬
সৌমিক জামান বলেছেন: ধন্যবাদ মন্তব্য এর জন্য
২৪| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৮
স্বপ্নবাজ পথিক বলেছেন: এটা কি আপনার লিখা? নাকি কপি-পেস্ট?
সোর্সতো দিতে পারতেন অন্তত...
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৭
সৌমিক জামান বলেছেন: ভাই এইটা আমাদের লেখা।
২৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
নূরূল ইমরান বলেছেন: ভাই, আমার একটা প্রশ্নের উত্তর দেন প্লিজ?
আপনাগো ভার্সিটি টে স্পা আছে ? শইল বানায়া দেয় ?
২৬| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
আল ইফরান বলেছেন: ভাইরে, গরিব দেশের একটা বিশ্ববিদ্যালয় মানে একটা ছোটোখাটো মানচিত্র।
সেই মানচিত্রে ৬৪ জেলার সবধরনের মানুষ আসবে পড়াশুনা করতে।
কেউ হিজচুতিয়া, কেউ ছাগু, কেউ BAL অথবা চাচাদল করবে।
No matter whether it's NSU or DU.
আর কে কি করলো বা না করলো অথবা কে কি বললো না বললো তা নিয়া এতো মাথা ঘামানোর কিছুই নাই।
নিজের কাজটা (আই মিন পড়াশুনা) ঠিকমত কইরেন।
যারা আপনারে এইসব কথা বলতেছে তারা আপনার টিউশান ফী দেয় না।
এইসব বা*ছিড়া পাবলিকের আজাইরা প্যাচাল থাইকা দূরে থাইকা নিজের বাপ-মায়ের এবং দেশের মুখ উজ্জ্বল করার চেস্টা করেন।
দেশের উন্নয়নে আমাদের সবাইকে কাধে কাধ মিলে কাজ করতে হবে।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
সৌমিক জামান বলেছেন: অশেষ সালাম রইলো দাদা
২৭| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
স্বপ্নবাজ পথিক বলেছেন: ভাই, কিছু মনে করবেন না প্লিজ।
আসলে আমার জানা মতে আমার খুব কাছের এক বন্ধু এই লিখাটি লিখে যা পরবর্তীতে অনেকে শেয়ার করেছে বা কপি-পেস্ট করেছে।
তাই জানতে চাইলাম । আসলেই কি আপনার লিখা?
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০
সৌমিক জামান বলেছেন: এই লিখাটা আমাদের লেখা। একা আমার না। আমরা কিছু বন্ধু ও কিছু বড় ভাই ও ছিল আমাদের সাথে। ধন্যবাদ
২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৬
আসাদ রানা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২০
সুলাইমান হাসান বলেছেন: থাক ভাইজান। আপনি শান্ত হোন।