নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌমিক জামান

আমি স্বাধীনতা চাই

সৌমিক জামান › বিস্তারিত পোস্টঃ

বাংলার চোর/ ছ্যা চড়া রাজনীতিবিদ দের প্রতি

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

(আমি জানি না,আমার এই লিখা কোন রাজনীতিবিদ পড়বেন কি না, পড়লে তারা বা আদও শোধরাবে কি না। )



প্রথমে ই শোক প্রকাশ করছি রাষ্ট্রপতি এর মৃত্যু তে। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে।



হে আমাদের মহান চোর/ ছ্যা চড়া রাজনীতিবিদ রা, আপনারা চুরি করে করে নিজেদের কে জনগন এর কাছে কি হয়েছেন টা আপনারা ভালো জানেন। আজ জনগন আপনাদের নামের উপর জুতা মারে,গালি দেয়। কিন্তু আপনাদের মদ্ধে কেও কেও আছেন অনেক সন্মানিত পরিবার এর সদস্য। ক্যান আপনাদের মা বাবা কে গালি খাওয়ান? কাল আমাদের রাষ্ট্রপতি মারা গেলেন। সবাই তার জন্য শোক প্রকাশ করল। আর আপনাদের মতো রাজনীতিবিদ আজ মরলে জনগন খুসি হবে। যদি ও মোহাম্মাদ জিল্লুর রহমান ছিলেন আওয়ামী লিগ এর নেতা। কিন্তু তার জন্য সব দল ই শোকাহত। যেমন ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া, আব্দুল মান্নান ভূঁইয়া। এরা জনগনের নেতা,দেশ এর নেতা। এদের কাজ জনগন মনে রাখবে। নতুন প্রজন্ম এদের মনে রাখবে। আর আপনাদের মতো নেতা দের প্রতি আমাদের নতুন প্রজন্মের বিতৃষ্ণা তো জানেন। তাই সময় থাকতে ভালো হন। এই সকল নেতাদের মতো হতে চেষ্টা করুন। কত বছর আর বাঁচবেন? বড় জোর ৯০ বছর। এর পর? কই থাকবে আপনাদের আলিশান বাড়ি, গাড়ি? এর থেকে জনগনের মনে আসুন, আজীবন জনগন ভালবাসবে, মনে রাখবে, সন্মান করবে।আর আপনার ছেলে- মেয়ে, নাতি-নাত্নিদের শুনতে হবে না চোরের বেটা বা বাটপার এর নাতি। নেলসন ম্যান্ডেলা, চে গুয়েভারা, আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী, এ কে ফযলুল হক এদের কেওই বকা দেয় না। সন্মান করে,ভাল বাসে। তাই, আমি বাংলাদেশ এর ওই সব রাজনীতিবিদ দের বলব, একটু ভালো হন দয়া করে। সময় গেলে তখন শত চেষ্টা করলে ও সন্মান ফেরত পাবেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.