![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি জ্বালা রে ভাই। ইন্ডিয়া যাবো, এম্বাসি থেকে বলে দিলো সোনালি/সিটি/ ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ডলার এন্ডরস করতে। গুলশান এ সিটি আর ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে গেলাম। ওরা বলতেসে ডলার এন্ডরস করতে গেলে ব্যাংক এ অ্যাকাউনট লাগবে। $১৫০ এর জন্য এখন আবার ২৫০০ টাকা দিয়ে কে অ্যাকাউনট খুলবে বলেন? আর সোনালি ব্যাংক এর কোন ব্রাঞ্চ এ ডলার এন্ডরস করা যায়, কেউ জানেন কি?
০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৩
সৌমিক জামান বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
অলস_ছেলে বলেছেন: ডলার এনডোর্স না করে প্রথমে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা টা নেন, এরপর যাওয়ার আগে যে কোনো মানি একসেন্জ থেকে ডলার এনডোর্স করে নিয়েন, বুদ্ধি দিয়ে কাজ করুন, বুঝলেনননন
০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮
সৌমিক জামান বলেছেন: ধন্যবাদ কিন্তু আমাকে একজন ভয় দেখাইসে যে আমি তো ছাত্র,আমি ব্যাংক স্টেটমেন্ট দিলে নাকি ভিসা পেতে ঝামেলা হতে পারে।আর আমার ব্যাংক এ অত টাকা পয়সা ও নাই, ট্রানজেক্সন ও ভালো না। ভিসা দেয়ার কোন সম্ভাবনা আছে?
৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭
রাতুল রেজা বলেছেন: ভাই, ইন্ডিয়ান এম্বেসি হল দুনিয়ার সবচেয়ে খারাপ এম্বেসি। আমেরিকা যাইতে অত কাগজ লাগেনা যতটা বাংলাদেশিদের ইন্ডিয়া যাইতে লাগে। সামান্ন কিসুতেই ঘেউ ঘেউ শুরু করে এম্বেসির লোকজোন। আমি ১ বছর আগে সিটি থেকে করিয়েছিলাম। ব্যাংক একাউন্ট খুলতে বলার তাদের কোনো অধিকার ই নেই। আর ইন্ডিয়ান এম্বেসিতে ডলার এন্ডোর্স না করলে ভিসা হবেনা হয়ত। আপনি সিটি ব্যাংকের অন্য শাখা যেমন কাওরান বাজার, ধানমন্ডি তে দেখতে পারেন। আমি কাওরান বাজার থেকে করিয়েছিলাম, একাউন্ট লাগেনি।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫
সৌমিক জামান বলেছেন: আমি গত বৃহস্পতি বার গিয়ে ছিলাম সিটি তে। কে জানে কি হইসে ওদের!! আমি ও জানতাম এন্ডোর্স করতে একাউন্ট লাগে না। যাওয়ার পর কথা শুনে মনে হল আমার ইন্ডিয়া যাওয়াই হবে না। দেখি, এইবার কাওরান বাজার যাবো। কি বলে ওরা। অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান তথ্য এর জন্য
৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৪
megher_kannaa বলেছেন: আমি যতটুকু জানি সিটি ব্যাংক থেকে ডলার এন্ডোর্স করতে ব্যাংকের সাথে একাউন্ট লাগে না। যে বলছে সেই অফিসার জানেই না। আপনি অন্য কোন শাখায় চেষ্টা করে দেখেন। চাইলে কলসেন্টার থেকে কনফার্ম হয়ে নিতে পারেন। ওদের নাম্বার ১৬২৩৪ ।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬
সৌমিক জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৯
অলস_ছেলে বলেছেন: আমি ও স্টুডেন্ট, এই ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া থেকে ঘুরে আসছি, ঐসব ভুয়া কথায় কান দিবেন না, একাউন্টে সর্বশেষ নূন্যতম ১৫,০০০টাকা দেখাতে হবে, এই টাকা যদি না থাকে তাইলে কারও কাছ থেকে নিয়ে ১দিনের জন্য রেখে তারপর দেখান। আমিও স্টেটমেন্ট দেখিয়ে ভিসা নিয়েছি তারপর যাওয়ার আগে এনডোর্স করেছি মানি একসেন্জ থেকে। আমার একাউন্টেও বরাবর ১৫,০০০ টাকার মত ছিলো লাস্ট ব্যালান্স।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৭
সৌমিক জামান বলেছেন: তাহলে তো ভালো ই হবে বস
৬| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৩
েবনিটগ বলেছেন: visa pawar oviggota janaben
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৭
সৌমিক জামান বলেছেন: অবশ্যই
৭| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৩
বিডি আইডল বলেছেন: আমি জীবনে প্রথম যখন বিদেশ যাই, ১০০/- দিয়ে ভূয়া এন্ডোর্সমেন্ট করেয়ছিলাম
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
গুল্টু বলেছেন: জনতা ব্যাংক লোকাল শাখা , হোটেল পুরবানি এর পাশে , মতিঝিল। ৬০০ টাকা নিবে।