নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌমিক জামান

আমি স্বাধীনতা চাই

সৌমিক জামান › বিস্তারিত পোস্টঃ

ভারত থেকে চীন কি বাই রোড যাওয়া যায়?

২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৫

ভারত থেকে চীন কি বাই রোড যাওয়া যায়? আর গেলে কত দিন লাগে পারে বা কিভাবে কি করতে হবে কেউ জানেন কি?

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: সাধারণের জন্য খুব সম্ভব চীনের সাথে ভারতের কোন বৈধ স্থল যোগাযোগ নেই, যদি সিকিমের নাথুল পাস খোলা থাকে তবে ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশী হয়ে সিকিমের সিমানাতেই ঢুকতে পারবেন না মনেহয়। বাই রোড যেতে চাইলে নেপাল হয়ে যেতে পারবেন। ঐদিকে একটা রুট আছে হিন্দু তীর্থযাত্রীরা গরমের সময় মানস কৈলাস তীর্থে যায়। সেই রুট ধরে তিব্বতের লাসা চলে যাবেন তারপর লাসা থেকে সরাসরি বেইজিং এর ৫৬/৫৮ ঘন্টার ট্রেন জার্নি।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩১

সৌমিক জামান বলেছেন: অনেক ধন্যবাদ :) নেপাল থেকে কি সারা বছরই যাওয়া জায়?নাকি শুধু গরমের সময়?

২| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ সারা বছর যাওয়া গেলেও যেতে পারবেন না। রাস্তাগুলা সি লেভেল থেকে ১৪ থেকে ১৬ হাজার ফুট উপর দিয়ে। শীতের সময় টেম্পারেচার অনেক নিচে থাকে। স্থানীয় লোকজন ছাড়া শীতের সময় ওদিকটায় মনেহয় খুব একটা কেউ যায় না।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সৌমিক জামান বলেছেন: খাইসে!!! ভাই, মাউনট এভারেস্ট এর উপর দিয়া যাইব নাকি আবার? :P আর খরচ কেমন হবে জানেন কিছু? ধন্যবাদ

৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: একেবারে হিমালয়ের উপর দিয়ে যাইব। এই রুট ফলো করা মানে একেবারে হিমালয় ডিঙ্গাইয়া চীন যাওয়া। খরচ পত্র নির্ভর করে আপনার উপর। তবে বাংলাদেশী টাকায় ৪৫ থেকে ৬০ এর মধ্যে যেতে পারবেন আশা করা যায়। তবে আসার সময় ঐ রুট ধরে ফিরে আসার আর এনার্জি থাকবে বলে মনে হয়না। বেইজিং থেকে বিমানে চড়ে ঢাকা আসতে হবে।

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৩

সৌমিক জামান বলেছেন: আমিও তাই ভাবতেসি। যাওয়ার সময় এইভাবে যাবো, তবে আসার সময় কুনম।/গুয়াংজু থেকে বিমান এ চলে আসবো। ওয়ান ওয়েতে সর্বনিন্ম ভাড়া কত জানেন?

৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২

আলফা-কণা বলেছেন: apni tu mia bang, pani puni diya lafaya lufaya janga,,,,road a uthar dorkar ki,,,,

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৭

সৌমিক জামান বলেছেন: আরে ভাই, আমি তো কুনোব্যাঙ না ভাই

৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাঙ একটি উভচর প্রাণী :-P @আলফা-কণা

৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আলফা-কণা বলেছেন: apni tu mia bang, pani puni diya lafaya lufaya janga,,,,road a uthar dorkar ki,,,,


*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাঙ একটি উভচর প্রাণী :-P @আলফা-কণা


B-)

৭| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১১

আলফা-কণা বলেছেন: Gechege ajek amar mathada, :D Soumik re lekhte jaiya lekhci KONABANG re,,,, ajke, wholeday mejaj mujaj atu e goroma chilo je, ki lekhe ki likhe felchi,,,,bhy-janra, mind koiren na keo,,, please :D :D

৮| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: আশেপাশের কোন ডোবা নালায় ঘন্টা দুই মাথা ডুবাইয়া থাকেন তাইলেই মাথা ঠিক হইব। আমার জায়গা আপ্নেরে ২ ঘন্টার জন্যে ছাইড়া দিলাম। :D @ আলফা-কণা

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৪

সৌমিক জামান বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.