![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক স্বপ্ন, কারো দুহাত ভরা কারো আহ্বান, প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা নিয়ে ঠিক ৫ বছর আগে ঢাকা নামের এই শহরের স্থায়ী বাসিন্দা হওয়া।এখনও আমার স্বপ্নগুলো সত্যি করার জন্য অবিরাম ছুটে চলা।
বাবা-মা এস.এস.সি এর আগে আমাকে হাতছাড়া করতে চাননি। আমিও চাইনি তাদের বাহুডোর ছেঁড়ে আসতে। কিন্তু কারো অসীম আহ্বানে মূলত ঢাকায় আমার আগমন,শুধু তার সানিগ্ধ পাওয়ার জন্য।
আজ পাঁচ বছর পর মনে মনে ফিরে গেলাম আমার সেই ছোট বেলায়। ইসস!!কত্ত সুন্দর দিন ছিল!!! সাথে এখন পর্যন্ত পাওয়া- হারানোর একটা ছোট হিসেব ও হয়ে গেল। এখন আর কেউ আম্মুর মত করে প্রতি মিনিটে মিনিটে খোঁজ নেয় না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না আমার পড়ার টেবিলে আব্বু টাকা রেখে যায়।ছোট বোনটাও বলেনা ভাইয়া আজ স্কুল থেকে আসার সময় আমাকে নিয়ে আসিস।আর ৩ অপদার্থ মিলে পদ্মার পাড়ে সন্ধ্যা বেলায় পাল তোলা মিটি মিটি আলো জ্বলা নৌকাগুলো দেখা হয় না। সাঁতার মনে হয় ভুলেই গিয়েছি।সাইকেল নিয়ে হইনা আগের মত "অদ্ভুত সেই ছেলেটি". বড্ড সুন্দর ছিল দিনগুলো।
এই কংক্রিটের জঙ্গলে আর মন বসছে না। পাড়ছিওনা এই কংক্রিটের শহরের মায়া কাটাতে,কারন আমার এই পথচলা আমার চূড়ান্ত সাফল্য আসা পর্যন্ত বজায় রাখতে হবে।
এই নিরন্তন পথচলায় অনেককে সাথে পেয়েছি,হারিয়েছিও নেহায়েত কম নয়।তার মধ্যেই আমার এই অবিরাম ছুটে চলা এখনও।
কোন কাজের নাকি Happy Ending না হলে নাকি ওই কাজটা অসম্পূর্ণ।যদি এই কথাটা সত্যি হয়, তবে আমার আর পারি দিতে হবে আরও অনেক পথ।কারন, I have to prove myself.
নিজের জন্য নিজের শুভ কামনা রইল সামনের দিনগুলোর জন্য। জানিনা, কতটুকু সামনে যাবো। তবে আমার চেষ্টা থাকবে আপ্রান —
১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৪
সৌমিক জামান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেস্ট অফ লাক ব্রাদার!