নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌমিক জামান

আমি স্বাধীনতা চাই

সৌমিক জামান › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্যঃ

১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬

একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য হাত পাতছি। কাঁঠাল বাড়ি উচ্চ বিদ্যালয়, শিবচর, মাদারীপুর এর ইংলিশ এর সহকারী শিক্ষক আতিয়ার রহমান দুরারোগ্য কান্সারে আক্রান্ত। আর্থিক ভাবে নিঃস্ব এই মানুষটি নিরলস ভাবে চেষ্টা করেছেন সমগ্র শিবচরের ছেলেমেয়েদের শিক্ষিত করার জন্য। বিনা পারিশ্রমিকে তার কাছে থেকে শিক্ষা নেয়া দরিদ্র ছাত্রছাত্রীর সংখ্যা নেহায়েত কম নয়। আজ হটাত করে সেই মানুষ গড়ার কারিগর এর পথচলা থেমে যাচ্ছে। তার পরিবারে আর্থিক ভাবে সচ্ছল কেউই নেই। একমাত্র ছেলে ক্লাস ৮ এ পড়ে। মেয়েরাও ছাত্রী। কেউই স্কুল এর গণ্ডি পার হয় নি এখিবন।একবার অপারেশন করে নিঃস্ব এই মানুষটি।



একবার অপারেশন করার পরও সুস্থ হয়নি এই দুর্বার মানসিকতার অধিকারী মানুষটি। এখন ডাক্তার বলেছে ৪ টা কেম- থেরাপি দেওয়ার জন্য। প্রতিটির দাম ২৬০০০ টাকা। ৪ টা কেম এর দাম ১০৪০০০ আর সাথে আনুসাংগিক খরচ আরও ৪৫০০০ টাকা। মোট ১৪৯০০০ টাকা। ইতিমধ্যে আমরা বন্ধুরা মিলে ২২০০০ টাকা দিয়েছি।আর মাত্র ১২৭০০০ টাকা দরকার এই মানুষ গড়ার কারিগর কে বাঁচাতে। মাত্র ৫০ টাকা করে দিলেও ২৪৫০ জন মানুষের দানে বাঁচতে পারে এই মানুষটির জীবন। কারো হয়ত এক বেলার সিগারেটের দাম এই ৫০ টাকা। ১০০ টাকা করে দিলে ১২৫০ জন মানুষের সাহায্যে বাঁচতে পারে এই শিক্ষকের জীবন।



আমরা কি পারিনা এই মানুষটির জীবন বাঁচিয়ে তুলতে? পারিনা আবার তার শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা বাড়াতে?



আপনাদের দশের সাহায্যের বেচে জেতে পারে আমাদের এই প্রান প্রিয় শিক্ষকের জীবন।

বিকাশে টাকা পাঠালে রেফারেন্স এ আপনার নাম্বারটা দিবেন, যাতে করে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি।



যোগাযোগ ও সাহায্য পাঠাবার ঠিকানা-



Atiar Rahman

Account number: S/424

Agrani Bank Ltd

Barhamgonj Branch,Shibchar,Madaripur.



বিকাশ

০১৭২৪৪০১৫২৮(আতিয়ার রহমান)

০১৯৭৫৬৫৫৬০০(সৌমিক জামান)

০১৭৭৭৮২৮৪১২(আল-আমিন)

০১৭১৯২৮৪৭০৮( রাসেল আহমেদ)



ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং

০১৭২৪৪০১৫২৮-৬ (আতিয়ার রহমান)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সামুতে অনেকে অনেকভাবে সাহায্য পেয়েছেন। আশা করি উনিও পাবেন, ব্লগাররা এগিয়ে আসবেন ইনশা আল্লাহ্‌।

১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

সৌমিক জামান বলেছেন: তাই যেন হয়। আমিন। :)

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩

অর্জুনের তীর বলেছেন: যখনই কোনো ক্যন্সার-আক্রান্তকে দেখি আমি শুধু চিৎকার করে একটা কথাই বলতে চাই - দয়া করে কেমোথেরাপি-কেই ক্যান্সারের একমাত্র চিকিৎসা হিসেবে ভেবে নেবেন না।অন্তত এই সাইটটিতে যান একবার ভুল বুঝবেননা। আপনাদের অর্থ সংগ্রহকে আমি নিরুৎসাহিত করছি না। বরং আমিও চাচ্ছি উনার চিকিৎসার অর্থ যোগাড় হয়ে যাক। কিন্তু ক্যান্সারের চিকিৎসা একটি জটিল ব্যাপার। আশা করি উনার শুভাকাঙ্খী হিসেবে কেমোথেরাপি শুরুর আগে নিচের বইগুলো একটু দেখবেন।The Complete Guide to Alternative Cancer Treatment Cancer Survivor Stories Cancer - Step Outside the Box

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.