![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট ভ্রমনের ইচ্ছে আছে এই মাসের শেষে। ছাত্র মানুষ। বেশি টাকা পয়সা নাই। তামাবিল, শ্রীমঙ্গল, লাউয়াছড়া, আরও কিছু ঘোরার ইচ্ছে আছে। ৩ দিনের প্লান। বাজেট যত কম সম্ভব। বড়জোড় ৬০০০/৭০০০ টাকা। থাকব শাহজালাল বিশ্ববিদ্যালয় এর হল এ।শর্টকাটে ঘোরার একটা বুদ্ধি দেন আর সস্তায় খাওয়া+ঘোরার বুদ্ধি দেন ভাই ও বোনেরা।যদি ঢাকায় আসি,তাহলে ৭রঙা চা খাওয়াবো আপনাদের (মানে ছবি দেবো)। ধন্যবাদ
২| ১০ ই মে, ২০১৪ সকাল ৮:৫১
মোমের মানুষ-৩ বলেছেন: ৬/৭ হাজার টাকায় সুন্দর ভাবে ভ্রমন শেষ করতে পারেন
৩| ১০ ই মে, ২০১৪ দুপুর ১২:০১
স্বপ্নখুঁজি বলেছেন: আর কদিন পরর বর্ষায় গেলে খুব উপভোগ করতে পারতেন। জাফলং যেতে পাহাড়ি ৩-৪টা ঝর্ণাধারা পাশাপাশি দেখতে পেতেন। মাধবকুন্ডের পানিও তখন চরম থাকে। আর রাতারগুল তার নিজস্ব রুপ ধারণ করে। ৬-৭ হাজার এ আপনার উল্লেখ করা জায়গা গুলো হয়ে আরো থাকার কথা। তবে মাধবকুন্ডের পথে চা বাগান পড়ে। শ্রীমঙ্গল তাই আমি বাদই দিতাম। আপনার ভ্রমণ আনন্দদায়ক হোক।
৪| ১০ ই মে, ২০১৪ দুপুর ১২:১০
লিমন আজাদ বলেছেন: এই টাকায় খুব ভালভাবেই ঘুরতে পারবেন। যেহেতু হোটেল ভাড়া নেই। আশাকরি এতো টাকা লাগবেও না। শুভকামনা।
৫| ১০ ই মে, ২০১৪ রাত ৮:৩১
শফিউল আলম চৌধূরী বলেছেন: প্রথম কথা বর্ষার সময় যান, তাহলে হাওড়, রাতারগুল সহ অন্য সব কিছু দেখেই মজা পাবেন।
দ্বিতীয় কথা, আপনার যদি ৪জন এক সাথে যান, তাহলে জোস হবে। খরচ অনেক কমবে, সময় অনেক বাচঁবে। বাসে যদি খরচ করেন ৫০টাকা, সময় লাগবে ৩ঘন্টা, সেখানে ৪জন সিএনজিতে পার হেড ৮০টাকা খরচ করলে সময় লাগবে ১ঘন্টা। আশাকরি বুঝতে পারছেন। যদি ফটোগ্রাফির ইচ্ছা থাকে, তাহলে সিএনজি বেষ্ট। কারণ যেখানে সেখানে থামাতে পারবেন।
আবার ঐ সময় গেলে দর্শনীয় স্থানে যেহেতু প্রচুর মানুষ যায়, তাই ভাড়াও কম লাগে।
তৃতীয় কথা, হোটেলের পিছে হুদা কামে এত্তো এত্তো টাকা নষ্ট করবেন না। কারণ থাকাটা হবে শুধু রাত্রে।
আমরা কিছুদিন আগে ৩জন এক সাথে গিয়েছিলাম। এবং একজন সিলেটি গেষ্ট নিয়েছিলাম। ৪দিন থাকা খাওয়া ঘোরা কেনাকাটা সব মিলায় আমাদের খরচ আসছিল ৩,৫৭০ টাকা করে। মানে খরচ দিছি ৩জন, ঘুরছি ৪জন। তাই আপনার ৬/৭ হাজার টাকায় সুন্দর ভাবে সব হয়ে যাবার কথা।
মিস করবেন না: পাচঁভাই রেষ্টুরেন্টের খিচুড়ি; রাতার গুল; বরিশালের এক লোকের বানানো আচার (খালি গন্ধ শুঁকবেন, খাইবেন না... পস্তাইবেন), নিকোবিনার আচার নিয়ে আসবেন (পারলে আমার জন্য ২টা আইনেন)।
সিলেটে যেয়ে যেই জিনিষ সব থেকে অসহ্য লাগছে, তা হল ঐখানে কোন দোকানে চা বানাইতে পারে না। কোন স্বাদ বা গন্ধ নাই। অবাক হইছিলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ সকাল ৭:১১
পংবাড়ী বলেছেন: ৬০০০/৭০০০ টাকায় কি দেখার ও কি করার ইচ্ছা সেটার ব্রেক-ডাউন দিন; তখন সাহায্য করা সম্ভব হবে।