![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতেই অবাক লাগে, ৭০ বছরের একজন বৃদ্ধ নিরলস ভাবে সেবা করে যাচ্ছেন এই দেশের মানুষের।জিনি গ্রামে ডাক্তার ভাই নামে পরিচিত। হুম। আমি যার কথা বলছি, তাকে হয়ত অনেকেই চিনবেন না। তিনি হচ্ছেন ডাক্তার এদ্রিক বেকার। জন্ম বাংলাদেশ থেকে ১১০০০ কি.মি দূরে নিউজিল্যান্ডে। ১৯৬০ সালের মেডিক্যাল গ্র্যাজুয়েট নিরলস ভাবে ১৯৮৪ সাল থেকে কাজ করে যাচ্ছে টাঙ্গাইল এর কাইল্লাকুরী নামের গ্রামে। বছরে একবার জন্মভূমিতে যান এই চিরকুমার।সেখান থেকে সংস্থান করেন তার এই দাতব্য হাসপাতাল এর ৭৫% খরচ, বাকিটা বিভিন্ন দেশ থেকে আসে।
কি আছে তার ওই হাসপাতালে?
আছে ফ্রি চিকিৎসা, ফ্রি জরুরি সেবা, ফ্রি দরকারি ঔষধ।
আমাদের দেশের ডাক্তারদের কলসাইন হচ্ছে কসাই। অথচ আরেক মহাদেশের এক লোক এসে আমাদের দেশের জনগনের সেবা করছে।
আসুন, আমরাও আমাদের দেশের লোকের মুখে হাসি ফোঁটাই আমাদের যথা সাধ্য চেষ্টা দিয়ে।
বিদ্রঃ যদি কেউ তাকে কিছু সাহায্য করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ওয়েবসাইটে দেওয়া ই মেইল এ যোগাযোগ করতে পারেন।
ফেসবুক ফ্যান পেজঃ https://www.facebook.com/kailakuri
ডাক্তার এদ্রিক বেকার এর ওয়েব সাইটঃ http://www.kailakuri.com/
১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৮
সৌমিক জামান বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই জুন, ২০১৪ রাত ১০:১৬
আলম 1 বলেছেন: দুর্দান্ত পোস্ট
১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৮
সৌমিক জামান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৩৬
গোল্ডেন গ্লাইডার বলেছেন: আসুন, আমরাও আমাদের দেশের লোকের মুখে হাসি ফোঁটাই আমাদের যথা সাধ্য চেষ্টা দিয়ে।++++++++