নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ উল হক আবির

সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯)

সাজিদ উল হক আবির › বিস্তারিত পোস্টঃ

মেলার প্রথম দশ দিনে আসা আলোচিত নতুন উপন্যাসের তালিকায় আমার উপন্যাস শহরনামাঃ বইমেলা নিয়ে প্রথম আলোর আজকের রিপোর্টে

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৬



আজ সকাল শুরু হোল এক অবিস্মরণীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে। প্রথম আলো খুলবার পর, পেছনের পাতায় বড় করে ছাপা হওয়া বইমেলার খবরে মেলায় আসা নতুন উপন্যাসসমূহের তালিকায় দেখি সবার প্রথমে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত আমার উপন্যাস শহরনামার উল্লেখ। পত্রপত্রিকায় লেখা কম ছাপা হয়নি এ পর্যন্ত, তবে নিজের নাম, নিজের সৃষ্টকর্মের নাম - বিষয়বস্তু হিসেবে উঠে আসতে এই প্রথম দেখা।

আজ বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় থাকবো। সহ ব্লগারদের বই সংগ্রহ করার ইচ্ছে আছে। দেখা হবার, আড্ডা দেয়ারও সুযোগ হবে আশা করি।

মাওলা ব্রাদার্সের প্যাভিলিয়ন ২৯ এ শহরনামা উপন্যাসটি পাওয়া যাচ্ছে।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: নিঃসন্দেহে এক অনির্বচনীয় অনুভূতি; দারুণ অভিজ্ঞতা। শুভকামনা আপনাকে ও আপনার সৃষ্টি 'শহরনামা'কে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৬

সাজিদ উল হক আবির বলেছেন: একদম, পদাতিক ভাই। পড়তে পড়তে যখন উপন্যাস আর আমার নাম দেখলাম, চিৎকার দিয়ে উঠসিলাম ঘর কাঁপিয়ে। কাউকে অনুরোধ তো করি নাই, এটা র‍্যানডম অনেস্ট একটা রিপোর্ট। ১০ দিনে নতুন ২৬টা উপন্যাস এসেছে, তার মধ্যে আমার উপন্যাসটা উল্লেখ করেছে সবার আগে। ৮ বছর হয়েছে প্রথম বই প্রকাশের। দিনের পর দিন মাটি কামড়ে কাজ করে গেছি। লেখা, প্রোডাকশন থেকে নিয়ে সবকিছু। তার স্বীকৃতি, যত স্বল্প পরিসরেই হোক, দেখলে নির্মল আনন্দ অনুভব হয়। দোয়া করবেন।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৮

গেঁয়ো ভূত বলেছেন: শুভকামনা আপনাকে ও আপনার সৃষ্টি 'শহরনামা' কে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫১

সাজিদ উল হক আবির বলেছেন: অনেক ধন্যবাদ!

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫২

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ! : )

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৭

ইসিয়াক বলেছেন:






অভিনন্দন সাজিদ ভাইয়া।
শুভকামনা সবসময়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

সাজিদ উল হক আবির বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই, অনেক শুকরিয়া। একদিন দেখা হয়ে যাবে ঢাকা শহরে, এই আশা রাখি। : )

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: অভিনন্দন

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৭

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ!

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৩০

গরল বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৭

সাজিদ উল হক আবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৯

ইসিয়াক বলেছেন:



যদি বেঁচে থাকি অবশ্যই দেখা হবে প্রিয় ভাইয়া। সেটা হতে পারে সামনের বইমেলাতে।
শুভকামনা সতত।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০২

সাজিদ উল হক আবির বলেছেন: ইনশাআল্লাহ ভাই। আপনার জন্যেও শুভকামনা। : )

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:২৬

সোহানী বলেছেন: অভিনন্দন। আপনি অবশ্যই ভালো লিখেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৪৮

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ আপা! ভালো আছেন আশা করি।

৯| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০০

খায়রুল আহসান বলেছেন: বিলম্বিত অভিনন্দন ও শুভেচ্ছা!

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৪

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ স্যার। কুশলে আছেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.