নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ উল হক আবির

সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯) ৭।শহরনামা (উপন্যাস, মাওলা ব্রাদার্স, ২০২২), ৮। মুরাকামির শেহেরজাদ ও অন্যান্য গল্প (অনুবাদ, ২০২৩), ৯। নির্বাচিত দেবদূত(গল্পগ্রন্থ, ২০২৪), ১০। দেওয়ানেগির চল্লিশ কানুন/ফরটি রুলস অফ লাভ (অনুবাদ, ঐতিহ্য, ২০২৪)

সাজিদ উল হক আবির › বিস্তারিত পোস্টঃ

নির্বাচিত দেবদূত

১৬ ই জুলাই, ২০২৫ রাত ১০:৫৩

ব্লগের শিরোনামে যে শব্দগুচ্ছ দেখলেন, সেটা আমার ১০ম বই (৫ম ছোটগল্পের সংকলন) এর নাম। অনুবাদ প্রকাশনী থেকে প্রকাশিত আমার এই বইটি এ বছর মর্যাদাপূর্ণ কালি ও কলম তরুণ কথাসাহিত্যিক এর মর্যাদা এনে দিয়েছে।

এই ব্লগে গল্প লিখে আমার গল্প লেখার হাতেখড়ি। আপনারা খেয়াল করলে দেখবেন, আমার ব্লগের পরিচিতি অংশে খানিকটা মজা করেই লেখা আছে - ' এই ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে বিশাল মাপের ঝাঁকি দেয়ার জন্য নিজেকে প্রস্তুত করিতেছেন' ইত্যাদি। এই পরিচিতির অংশটুকু কিন্তু আমি ব্লগটি খোলার সাথে সাথেই, আজ হতে ১২ বছর আগে লিখেছিলাম।

একটা সাহিত্য পুরস্কার আমাকে বাংলা সাহিত্যকে ঝাঁকি দেয়ার উপযুক্ত করে তোলে নাই নিঃসন্দেহে। কিন্তু, এটা ইঙ্গিত, আমার যাত্রা ঠিক পথে আছে।

ব্লগের প্রথম দিনগুলিতে যারা আমার গল্প পড়ে আমাকে নিয়মিত উৎসাহ দিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

আমাকে দোয়ায় স্মরণে রাখবেন।

আগামী ২৬ জুলাই সন্ধ্যায় আমাকে ধানমণ্ডি ২৭ এ বেঙ্গল বুকসে এ সম্মাননা, এবং পুরষ্কার বাবদ ২ লাখ টাকার একটি চেক প্রদান করা হবে।

আপনাদের নিমন্ত্রন জানাচ্ছি।

মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৫ রাত ১১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার প্রতি শুভকামনা।

বেঙ্গল বই আমার বাসার কাছেই।

২| ১৬ ই জুলাই, ২০২৫ রাত ১১:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! দারুন খবর অভিনন্দন আপনাকে।

৩| ১৬ ই জুলাই, ২০২৫ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: দারুন সংবাদ। অভিনন্দন আপনাকে।

২৭ নম্বর বেঙ্গল বুক একদম আমার বাড়ির কাছে। ২৬ তারিখ যদিও শনিবার, একটু বিজি থাকব তারপরেও সময়টা বলবেন। দেখা যাক, এক টক্কর দিয়ে আসা যায় কিনা!

৪| ১৭ ই জুলাই, ২০২৫ রাত ২:৩২

সৈয়দ কুতুব বলেছেন: অভিনন্দন আপনাকে ।

৫| ১৭ ই জুলাই, ২০২৫ রাত ৩:২৩

কামাল১৮ বলেছেন: দোয়াকরি সাহিত্যে নোবেল পান।তাহলে ইউনুসের সাথি হতে পারবেন।একজন শান্তিতে আরেকজন সাহিত্যে।দুই মানিক জোড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.