নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ
আমাদের ব্রাহ্মণবাড়ির্সি সাহিত্যে একটি প্রবাদ আছে— ‘সাতজন কবির সাহিত্যকর্ম রেখে যদি বাকি সাহিত্য দুনিয়া থেকে মুছে ফেলা হয়, তবু ফার্সি সাহিত্য টিকে থাকবে। এই সাতজন কবির অন্যতম শেখ সাদি।’ ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। তার ১৫টি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দিবে।
১. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।
২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।
৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
৪. এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।
৫. হিংস্র বাঘের উপর দয়া করা নীরিহ হরিনের উপর জুলুম করার নামান্তর।
৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না।
৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।
৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।
৯. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।
১০. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।
১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।
১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।
১৩. ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|
১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|
১৫. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।
জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ
আমাদের ব্রাহ্মণবাড়ির্সি সাহিত্যে একটি প্রবাদ আছে— ‘সাতজন কবির সাহিত্যকর্ম রেখে যদি বাকি সাহিত্য দুনিয়া থেকে মুছে ফেলা হয়, তবু ফার্সি সাহিত্য টিকে থাকবে। এই সাতজন কবির অন্যতম শেখ সাদি।’ ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। তার ১৫টি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দিবে।
১. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।
২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।
৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
৪. এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।
৫. হিংস্র বাঘের উপর দয়া করা নীরিহ হরিনের উপর জুলুম করার নামান্তর।
৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না।
৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।
৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।
৯. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।
১০. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।
১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।
১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।
১৩. ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|
১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|
১৫. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪১
আদিল ইবনে সোলায়মান বলেছেন: এটা আসলেই অনস্বীকার্য @মেহেদী হাসান হাবিব
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪০
আদিল ইবনে সোলায়মান বলেছেন: থ্যাংকস @সনেট কবি
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের প্রচলিত বাক্যাদি নিশ্চয় শেখ সা'দীর আগেও প্রচলিত ছিলো; তেমন কিছু না
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২৮
আদিল ইবনে সোলায়মান বলেছেন: তাহলে আর অার অমুক অক্সিজেনের আবিষ্কারক,,, অমুক হাইড্রোজেনের আবিষ্কারক বলে লাভটা কি!!!! @চাঁদগাজী
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সা'দী কি আবিস্কার করেননি, তিনি সাহিত্যিক ছিলেন
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
আদিল ইবনে সোলায়মান বলেছেন: Carl Wilhelm Scheele (1771) এর জন্মের আগেও অক্সিজেন ছিল। ১৭৭৭ সালে Antoine Lavoisier এর অক্সিজেনের নাম দেওয়ার আগেও অক্সিজেনের নাম অক্সিজেনই ছিল।
Henry Cavendish এর জন্মের আগেও হাইড্রোজেন ছিল। তাই বলে কি আমরা তাদেরকে এগুলোর আবিষ্কারক বলি না!!!
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: উপদেশ গুলো খুব সুন্দর।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
আদিল ইবনে সোলায়মান বলেছেন: সত্যই বলেছেন
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১
মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রিয়তে রাখলাম। সত্যিকার্থেই শেখ সাদির অবদান সাহিত্যে অনস্বীকার্য।