![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
দেশে ন্যায় বিচার যে নেই, তা নতুন করে আর বলবার কিছু নেই। '৭১ এর পরে '২৪ গেল। এখন মনে হচ্ছে আম ছালা দুটো দেশবাসী খোয়ালো। আজ সকালে যে নিজউটা পড়ে মন ব্যাথায় কুকড়ে উঠল, সেটা হল একজন প্রমাণিত সরকারী পোষাক ধারী খুনি কে ঊচ্চ আদালত জামিন দিল।
বস্তুত: সেই কুলাঙ্গার এসআই আকবর নিকট ভবীষ্যতে বেকসুর খালাস পাবে, সাময়ীক বরখাস্ত হওয়া চাকরি ফিরে পাবে, টাকার পাহাড় গড়বে, হয়ে উঠবে ওসি প্রদীপ বা হারুন।
এসআই আকবর কে কেন ফাঁসি দেয়া হল না, আমি বুঝিনা। চোখের সামনে দোকান থেকে শতশত মানুষের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল। ১১ জন সাক্ষী দিল, পোস্ট মর্টেম রিপোর্টে নির্যাতনে মৃত্যু প্রমানিত হল, সিসি ক্যামেরায় সুস্থ্য মানুষকে ঢুকিয়ে মৃত মানুষ হিসেবে বের করা হল... আর কি প্রমান লাগে উচ্চ আদালতের? ছি ! ধিক্কার জানাই।
যে টুকু আশা ভরসা ছিল আদালত প্রাঙ্গনের উপর, পুলিশের পোষাকের উপর, সেটুকুও আজ গেল। মানুষ কম দু:খে আইন নিজের হাতে তুলে নেয় না। মব জাস্টিস এমনি এমনি বানের পানিতে ভেসে আসে না...
এই সেই সুদর্শন খুনী
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের জামিন
১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০২
অপলক বলেছেন: ভাবাভাবির কিছু নাই। সেও ছাড়া পাবে। দেশটা একদিন মেক্সিকো হয়ে যাবে মনে হচ্ছে...
২| ১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪১
খাঁজা বাবা বলেছেন: আদালতের কর্মকান্ডের উপর কঠোর নজরদারী দরকার, যাতে কেউ কারসাজির রায় দিতে না পারে।
আমাদের আদালতে শুধু দরিদ্র অসহায় মানুষ আটকে যায়, শক্তিমানেরা বেড়িয়ে যায়।
আদালতে প্রচুর টাকার লেনদেন হয়।
১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৭
অপলক বলেছেন: ঘটনা সত্য...
৩| ১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২৯
ইসলামী জ্ঞান বলেছেন: ধিক্কার জানাই
১২ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২০
অপলক বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৯
বিজন রয় বলেছেন: ঊচ্চ আদালতের উপরেও ভরসা কমে গেল................. শুধুমাত্র উচ্চ আদালতের উপর? আর কোনোকিছুর উপর নয়?
১২ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
অপলক বলেছেন: "উপরেও" শব্দটা সেজন্যেই ব্যবহার করেছি। মানে, আরও অনেক লম্বা লিস্ট আছে।
৫| ১২ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৭
সুলাইমান হোসেন বলেছেন: @ইসলামি জ্ঞানের সাথে আমিও হাজারবার ধিক্কার জানাই অপদার্থ জাস্টিস কে
১২ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮
অপলক বলেছেন: দু:খের বিষয়, আমাদের ধিক্কার জায়গা মত পৌছায় না...
৬| ১২ ই আগস্ট, ২০২৫ রাত ৯:২০
জুল ভার্ন বলেছেন: দেশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে......
১২ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৩৯
অপলক বলেছেন: গোদের উপর অনেক ফোঁড়া ছিল। সব পেকে ফাঁটতে শুরু করেছে... দেশের যে অবস্থা এখন প্রতিকার করা খুব টাফ।
৭| ১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৪
রানার ব্লগ বলেছেন: এই দেশ বাদরের হাতে রুটি ভাগের দেশ।
১৩ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৪
অপলক বলেছেন: দারুন বলছেন...
৮| ১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৩
কিরকুট বলেছেন: দিনে দিনে বহু বাড়িতেছে দেনা শুধিতে হইবে ঋন ।
১৩ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৬
অপলক বলেছেন: আমি তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ উন্নতির পথে দেখছি। গত আগস্টে ছিল ৫বিলিওনের নিচে, আর ২৫ এর আগস্টে সেটা হয়েছে ২৭বিলিওন ডলার। এর ভেতরে বকেয়া বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং বিভিন্ন গার্মেন্টের বিলও শোধ দেয়া হয়েছে।
বৈষয়িক মন্দার ভেতরে রেমিটেন্স থেমে নেই। অবৈধ ব্যবসা অনেক কমেছে, গত রোজায় মানুষ নায্য মূল্যে খাবার খেয়েছে। এখনও ডিমের হালি ৪২টাকা, গত বছর খেয়েছেন ৫৬টাকা। যে চাল খেয়েছি গত বছর ৮০টাকায়, এখন ৬৫টাকা। খারাপ কি? ছোটরা বড়দের দেখে শেখে। লীগের বড় ভাইয়েরা লুটপাটের শিক্ষা দিয়ে গেছে, নতুন রা তো সে পথে হাটবেই। তবে সেটাও অবশ্যই খারাপ।
দেশে যোগ্য দল নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি: ইউনূস সরকার আরও ৫ বছর থাক। অথবা দেশ সেনাবাহিনী চালাক। যদিও আমাদের সেনাবাহিনী আগের সেই সেনাবাহিনী নেই। এটি এখন সুবিধাবাদী প্রফিটেবল অর্গানাইজেশন।
এদেশের ঋণ শোধ হবার নয়... ঋণ শোধ না হলে দেনা তো বাড়বেই।
৯| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫০
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: আমি তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ উন্নতির পথে দেখছি। গত আগস্টে ছিল ৫বিলিওনের নিচে, আর ২৫ এর আগস্টে সেটা হয়েছে ২৭বিলিওন ডলার। এর ভেতরে বকেয়া বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং বিভিন্ন গার্মেন্টের বিলও শোধ দেয়া হয়েছে।
বৈষয়িক মন্দার ভেতরে রেমিটেন্স থেমে নেই। অবৈধ ব্যবসা অনেক কমেছে, গত রোজায় মানুষ নায্য মূল্যে খাবার খেয়েছে। এখনও ডিমের হালি ৪২টাকা, গত বছর খেয়েছেন ৫৬টাকা। যে চাল খেয়েছি গত বছর ৮০টাকায়, এখন ৬৫টাকা। খারাপ কি? ছোটরা বড়দের দেখে শেখে। লীগের বড় ভাইয়েরা লুটপাটের শিক্ষা দিয়ে গেছে, নতুন রা তো সে পথে হাটবেই। তবে সেটাও অবশ্যই খারাপ।
দেশে যোগ্য দল নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি: ইউনূস সরকার আরও ৫ বছর থাক। অথবা দেশ সেনাবাহিনী চালাক। যদিও আমাদের সেনাবাহিনী আগের সেই সেনাবাহিনী নেই। এটি এখন সুবিধাবাদী প্রফিটেবল অর্গানাইজেশন।
এদেশের ঋণ শোধ হবার নয়... ঋণ শোধ না হলে দেনা তো বাড়বেই।
আপনি ইহজনমে বাজার নাম স্থানে পরিভ্রমন করেছেন? সম্ভাবত না । ৬৫ টাকায় কোন চাল শেষ এক বছরে কোথায় পাওয়া গেছে জানাবেন । অবশ্য আপনি বলেতি পারেন পচা মরা অস্বাস্থ্যকর চাল খেতে । যার দাম ৬৫ টাকা । তাও অনেক বেশি ।
১৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:১০
অপলক বলেছেন: বাজার করি বলেই বলতে পারছি। আমি সুপার মলে যাই না, স্বপ্নে যাই না, আমি অনলাইনে অর্ডার করি না/কাজের লোক দিয়ে বাজার করি না। গতর খাটাই, নিজের হাতে বাজার করি। আমাদের নাজিরশাইল বা জিরাসেদ্দ চাল লাগে না। আমার মিনিকেট/পাইজম/ইরি ২৮ হলেই চলে।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: জিকে শামিম, শিবির কেডার নাসির এরা যেভাবে ছাড়া পেয়েছে আকবর ও সেভাবে পেয়েছে। ওসি প্রদীপের কি হয় তাই ভাবছি।