![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
দেশে ন্যায় বিচার যে নেই, তা নতুন করে আর বলবার কিছু নেই। '৭১ এর পরে '২৪ গেল। এখন মনে হচ্ছে আম ছালা দুটো দেশবাসী খোয়ালো। আজ সকালে যে নিজউটা পড়ে মন ব্যাথায় কুকড়ে উঠল, সেটা হল একজন প্রমাণিত সরকারী পোষাক ধারী খুনি কে ঊচ্চ আদালত জামিন দিল।
বস্তুত: সেই কুলাঙ্গার এসআই আকবর নিকট ভবীষ্যতে বেকসুর খালাস পাবে, সাময়ীক বরখাস্ত হওয়া চাকরি ফিরে পাবে, টাকার পাহাড় গড়বে, হয়ে উঠবে ওসি প্রদীপ বা হারুন।
এসআই আকবর কে কেন ফাঁসি দেয়া হল না, আমি বুঝিনা। চোখের সামনে দোকান থেকে শতশত মানুষের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল। ১১ জন সাক্ষী দিল, পোস্ট মর্টেম রিপোর্টে নির্যাতনে মৃত্যু প্রমানিত হল, সিসি ক্যামেরায় সুস্থ্য মানুষকে ঢুকিয়ে মৃত মানুষ হিসেবে বের করা হল... আর কি প্রমান লাগে উচ্চ আদালতের? ছি ! ধিক্কার জানাই।
যে টুকু আশা ভরসা ছিল আদালত প্রাঙ্গনের উপর, পুলিশের পোষাকের উপর, সেটুকুও আজ গেল। মানুষ কম দু:খে আইন নিজের হাতে তুলে নেয় না। মব জাস্টিস এমনি এমনি বানের পানিতে ভেসে আসে না...
এই সেই সুদর্শন খুনী
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের জামিন
১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০২
অপলক বলেছেন: ভাবাভাবির কিছু নাই। সেও ছাড়া পাবে। দেশটা একদিন মেক্সিকো হয়ে যাবে মনে হচ্ছে...
২| ১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪১
খাঁজা বাবা বলেছেন: আদালতের কর্মকান্ডের উপর কঠোর নজরদারী দরকার, যাতে কেউ কারসাজির রায় দিতে না পারে।
আমাদের আদালতে শুধু দরিদ্র অসহায় মানুষ আটকে যায়, শক্তিমানেরা বেড়িয়ে যায়।
আদালতে প্রচুর টাকার লেনদেন হয়।
১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৭
অপলক বলেছেন: ঘটনা সত্য...
৩| ১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২৯
ইসলামী জ্ঞান বলেছেন: ধিক্কার জানাই
৪| ১২ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৯
বিজন রয় বলেছেন: ঊচ্চ আদালতের উপরেও ভরসা কমে গেল................. শুধুমাত্র উচ্চ আদালতের উপর? আর কোনোকিছুর উপর নয়?
৫| ১২ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৭
সুলাইমান হোসেন বলেছেন: @ইসলামি জ্ঞানের সাথে আমিও হাজারবার ধিক্কার জানাই অপদার্থ জাস্টিস কে
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: জিকে শামিম, শিবির কেডার নাসির এরা যেভাবে ছাড়া পেয়েছে আকবর ও সেভাবে পেয়েছে। ওসি প্রদীপের কি হয় তাই ভাবছি।