নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

বোঝেও না বোঝার পথে

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১





সখ্যতা ছিল ,সঙ্গে এলোমেলো কথোপকথন,কখনো শঙ্কার মেঘ,কখনো স্বপ্নালু রোদ।

বৃত্ত বলয়ের মাঝে ঘুরপাক খায় খেয়ালী তরী,বৈঠাহীন বিন্দুর পানে।

সত্য কথার কাথা,সু্ক্ষ সেলাই উদাসী দর্জির হাতে,মুক্তির ত্রানে।

সময়ের সুশোভন আচরণ,পাতানো ভাবের আভরণ,

খোলসের নিচে নিজেকে দেখো,অজান্তে মগ্ন কার গানে।

অতপর :

আমাদের জানার মাঝে কেয়ার কাটা ছিল,

বাতাসে ছিল রাখালী বাঁশির সুর,ছিলনা

আলতা পায় কোন কৃষান বধুর মত নিষ্পাপ লাজুকতা ,

তবুও মায়া ছিল অমলিন,বোঝেও না বোঝার আর ভাললাগার

বিস্তর ব্যাবধানের দুই প্রান্তে আমরা কতটা সুখী?

অস্থিরতার মাঝ মাঠে প্রশ্নটা তোমার জন্য

রেখে গেলাম,দু পা এগিয়ে ,যদি দেখো দুঃখি তবে

এসো-আমি এখনো অপেক্ষার সঙ্গায়।

আর যদি সুখের অনুভুতি দেখো

তবে আমি হাটছি আমার পথে ইতিহাসের কোনো এক কাব্যে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কবিতা ভালো লেগেছে। কেয়া ফুল দেখেছেন কখনো অথবা কেয়া ফল :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: মনে হয় দেখিনি, তবে বিস্তর কেয়ার বন দেখেছি।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার!

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: হুমম তাই নাকি,তারপর কেমন আছেন?

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা ভালো লেগেছে খুব।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: যাক প্রশংসায় স্নাত হলাম, তবে ভাই আপনার লেখা অসাধারণ,
মাঝে মাঝে খুব ঈর্ষা হয়।
কিন্তু কিছু করার নাই।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

শামীম সুজায়েত বলেছেন: খুব ভাল লাগলো। প্রচ্ছেদটি দারুণ লেগেছে।

ভাল থাকবেন।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: ইমেজটা আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। যাই হোক আপনার ভালালাগায় শুভেচ্ছা । ভালো থাকবেন ,,শুকরিয়া।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৫

সুপান্থ সুরাহী বলেছেন:
মাহবুবুল আজাদ ভাই বহু বহু দিন পর আপনাকে...

কবিতা ভাল লাগছে...


আছেন কেমন?

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা আপনার লেখার যে গভীর ভাব আর শব্দের ফুলঝুড়ি,
তাতে আমার কবিতা অঙ্কুরেই বিনাশের পথ ধরে। তাই অনেক সময়
লেখার খেই হারিয়ে ফেলি। ভালো থাকুন ।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১০

লাবনী আক্তার বলেছেন: বিস্তর ব্যাবধানের দুই প্রান্তে আমরা কতটা সুখী?
অস্থিরতার মাঝ মাঠে প্রশ্নটা তোমার জন্য
রেখে গেলাম,দু পা এগিয়ে ,যদি দেখো দুঃখি তবে
এসো-আমি এখনো অপেক্ষার সঙ্গায়


চমৎকার লেখা। কেয়া ফুল খুব ছোট বেলায় দেখেছিলাম। কেয়া ফুলের কথা শুনে আমার শৈশব মনে পড়ল। কি মধুর ছিল সে সময়।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: নিঃশ্বাস অবশিষ্ট আছে বলে এখনো কিছু আবেগ মাঝে মাঝে
অস্তমান সূর্যের মত উকি দেয় লাল আভায় জড়িয়ে, বিশালতার ফাঁকে
ম্রিয়মান আলো,তবুও তো আলোর সংগায় তা। তথাপি জীবন।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

সায়েম মুন বলেছেন: একটা পরিপূর্ণ কবিতা। খুব ভাল লেগেছে।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার প্রশংসার চাহিদা ব্যাপক,
সীমাহীন উৎসাহের জোগান দেয়।

ভাল থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.