নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

এসো আমরা বেঁচে থাকি বেঁচে থাকার ছলে

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭


শান্ত নদীর জলে ঢিল ছোড়ার আগে বুঝিনি আমার ও যে তরঙ্গ আছে, আছে অনুভূতি,
ছোট ছোট ঢেউ কাঙ্খিত স্বপ্নের প্রতিলিপি।
অবেলায় যে বীণ বাজে,স্পন্দন বোঝায় সাজায় উচ্ছলতার দৃষ্টি, জাগায় জোয়ার,
আবেগের জীর্ণ তীর্থে মৌন মনের দুয়ার-খোলা পড়ে ছিল এতকাল আসোনি কেন ,
কেন তবে আজ বিদায় বেলা আড়ালে-অশ্রু লুকানোর মিথ্যে বাহানায় মগ্ন।
দিনালোয় হাসির তটরেখায় তরী বেয়ে,আমরা আঁকি বিমূর্ত জীবন রং বেরংএ,
ভেজা আচলে সুখী মুখ মোছে চোখ,রাতের কোলে নিঃসঙ্গতায় ভাসায় বুক।
জীবন কাকে বলে? সুখ তার কোন কালে? ভুলে যাই জীবন, ভুলে যাই সুখ,
এসো আমরা বেঁচে থাকি বেঁচে থাকার ছলে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! খুব চমৎকার !

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

সায়েম মুন বলেছেন: এসো আমরা বেঁচে থাকি বেঁচে থাকার ছলে।
----সুন্দরম!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দরম- শব্দটা অনেক গভীরভাবে টাচ করে .যাই হোক ধন্যবাদ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: জীবন কাকে বলে? সুখ তার কোন কালে?
ভুলে যাই জীবন, ভুলে যাই সুখ,
এসো আমরা বেঁচে থাকি বেঁচে থাকার ছলে।

চমৎকার।+

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: সেলিম ভাই কেমন আছেন....।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

লাবনী আক্তার বলেছেন: ভেজা আচলে সুখী মুখ মোছে চোখ,
রাতের কোলে নিঃসঙ্গতায় ভাসায় বুক।
জীবন কাকে বলে? সুখ তার কোন কালে?
ভুলে যাই জীবন, ভুলে যাই সুখ,
এসো আমরা বেঁচে থাকি বেঁচে থাকার ছলে।

চমৎকার লেখা। সত্যি বেঁচে থাকার ছলেই বাঁচতে হবে আমাদের।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

মাহবুবুল আজাদ বলেছেন: প্রতিনিয়ত নিজের সাথে অভিনয়, কর্মময় জীবন আর ব্যাক্তিগত জীবন সব জায়গায় ই মুখোশের আড়ালে। তাই বেঁচে থাকার ছলেই বেঁচে থাকা।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওল্ড ইজ গল্ড!

কবিতায় একটা প্রাচীন গন্ধ আছে। ভালো লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

মাহবুবুল আজাদ বলেছেন: তাই নাকি ভাইজান। তারপর দিনকাল কেমন যাচ্ছে?

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

শাপলা নেফারতিথী বলেছেন: ভুলে যাই জীবন, ভুলে যাই সুখ,
এসো আমরা বেঁচে থাকি বেঁচে থাকার ছলে।

সুন্দর..

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: কেমন আছ? ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.