নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

আসুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর থেকে। আর জিতে নিন একটি সার্টিফিকেট

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯



আসুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ডিপ ফ্রীজ থেকে। নামটা উচ্চারণ করতে বেশ ঝামেলা হচ্ছে আমার, আপনারা নিজের মতো করে উচ্চারণ করে নিবেন। গ্রাম শহর যাই হোক নাম হচ্ছে "ওইমায়াকন"
Oymyakon (means “non-freezing water”)



রাশিয়ার সাখা অঞ্চলের একটি ছোট গ্রাম,লোক সংখ্যা প্রায় ৫০০ জন। এটাই পৃথিবীর সবচেয়ে শীতলতম বসতিপূর্ণ এলাকা। সাইবেরিয়ার কলিমা হাইওয়ে থেকে তোমতোর ২০ মাইল দক্ষিনপশ্চিমে অবস্থিত। এখানে সহজে পৌছানোর কোনো ব্যবস্থা নেই। এ অঞ্চলটি Stalin's Death Ring নামে পরিচিত। এবং পৃথিবীর কোনো জনবসতিপূর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এখানেই যা মাইনাস ৭১ ডিগ্রী সেলসিয়াস


সীমাহীন বরফ রাজ্যের প্রকৃতি দৃষ্টিনন্দন ও খুবই মোহময়। এখানকার সূর্যাস্ত পৃথিবীর সুন্দরতম সূর্যাস্তগুলোর মধ্যে একটি।

সারা বছর এই এলাকা সাদা বরফে ঢেকে থাকে,এবং অর্থনীতি সেই ঐতিহ্যবাহী পশম শিল্প ও আইস ফিশিং। গড় তাপমাত্রা মাইনাস ৫০ডিগ্রী ফারেনহাইট। শীতকালীন সময়ে দিনের আলো থাকে মাত্র ৩ ঘন্টা, আর গ্রীষ্মকালীন সময়ে দিনের দৈর্ঘ্য হয় ২১ ঘন্টা। এইখানে থাকার কোনো হোটেল নেই,তবে কিছু কিছু পরিবার অতিথীদের রাতে থাকার ব্যবস্থা করে দেয়। তবে মজার ব্যাপার হলো এখানকার মেয়র আগত যে কোনো ভ্রমনকারীকেই এ জায়গা ভ্রমনের জন্য সার্টিফিকেট প্রদান করেন। Oymyakon loves visitors; the mayor will give any guest a certificate celebrating a visit to the “Pole of the Cold.”

মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

মেনন আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো,ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ এত ঠান্ডা সহ্য করে পড়ার জন্য।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

হেডস্যার বলেছেন:
মজাই তো !!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক,,,,,যাইতে পারলে ভাল হইতো।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: বাহ বাহ বেশতো।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: হা ভাই । বেশই ।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

মামুন রশিদ বলেছেন: পোস্ট পড়ে শীতে জমে গেছি!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: আমার ও ব্যাপক ঠাণ্ডা লাগছে।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আহা বেশ মজার তো, খুব ভালো লাগলো। পোস্টে +++++++++++

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা ভাই এত ঠাণ্ডা মধ্যেই আপনার মজা লাগল। আমি তো জমে গেলাম। প্লাস এঁর জন্য ধন্যবাদ।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

আছিফুর রহমান বলেছেন: একটা সার্টিফিকেট বাগাইতে পারলে খারাপ হইতো না।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: ঠিকই বলছেন ভাই। চলেন রওনা দেই।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ওরি বাবা ! B:-) B:-) B:-)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: ওরি মা !

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

আমি নিন্দুক বলেছেন: উরিবাবা @ অভিভাই।

উরিবাবা ---- কি ঠান্ডারে...

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: উইন্টার কাল ঠাণ্ডা একটু লাগবেই। হি হি হি।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ওইখানে গেলে বাচমু না :)

সূর্যাস্তের ছবি, আইসে ঘিরে থাকা পথ কিন্তু হেব্বি সুন্দর।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: নারে ভাই বাঁচবেন না কেন? মোটামুটি শীত বস্ত্রের একটা গোডাউন গায়ে চাপাতে হবে।।।।।।।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

পথহারা নাবিক বলেছেন: যাইতে মুন চায়!!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: মুন চাইলে চলেন যাওয়ার একটা প্লান বানাই

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

সুমন কর বলেছেন: গড় তাপমাত্রা মাইনাস ৫০ডিগ্রী ফারেনহাইট। :|

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

মাহবুবুল আজাদ বলেছেন: তাই তো দেখতেছি।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

লিখেছেন বলেছেন: বেশ তো

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: জি ভাই, অনেক বেশ

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

এমদাদ হোসেন জাবেদ বলেছেন: মাইনাচ ২৫ - ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপভোগ করলাম।
শীতের কি কঠিন তীব্রতা ........ :-<
গরমে থাকা অনেক আরামের, শীত অনেক কষ্টের। তবে সবচেয়ে ভালো আমাদের দেশ যেখানে বেশীর ভাগ সময়ই মানুষ একটা সুন্দর তাপমাত্রায় থাকতে পারে।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: আমার সীমানা মাইনাস ১৭। এর নিচে ঠাণ্ডা পাইনি। এটা ঠিক আমাদের দেশের তাপমাত্রা তুলনামুলক ভাল এত ঠাণ্ডার চেয়ে।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

এ কে এম রেজাউল করিম বলেছেন: এত ঠান্ডা !!!
ওখানে যারা বাস করে তাদের আয়ের উৎস কি তাতো উল্লেখ করা হয়নি পোস্টে ? ফসলাদি উৎপন্ন হয়কি ? বিস্তারিত জানতে ইচ্ছা করে।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: পশম শিল্প ও আইস ফিশিং।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

হাসান মাহবুব বলেছেন: জায়গাটা দেখতে খুব সুন্দর। কিন্তু থাকে কীভাবে মানুষজন!

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: কেমনে আর, তাদের ওই পরিবেশেই জন্ম ওই খানেই বসবাস সো নো প্রবলেম

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ইখতামিন বলেছেন:
ওখানে অনেক শীত

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক মানে ব্যাপক। আমদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০

তুহিন নেওয়াজ বলেছেন: কে কে গেছেন এখানে ঘুরতে??

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: আমার জানা মতে কেউ নাই। তবে সুযোগ পাইলে যাবার ইচ্ছা আছে একবার।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

লেখোয়াড় বলেছেন:
আমার পক্ষে কোন দিন ওখানে যাওয়া সম্ভব না।

আপনাকে ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: কেন ভাই,,,,,,,?

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

কালীদাস বলেছেন: মাত্র চেক করলাম, -৩২ ডিগ্রি সেল। ওয়েদার ফোরকাস্ট বলছে আগামী সপ্তাহে -৪০ এর নিচে চলে যাবে!!

শুধু হিটিং সিসটেম দিয়ে এই টেম্পারাচারে সারভাইভা করা সম্ভব না, প্লাস হিটিং সিসটেমের কিছু সাইড এফেক্ট হওয়ার কথা বদ্ধ ঘরে।

ইন্টারেস্টিং পোস্ট, থ্যাংকস ফর শেয়ারিং :)

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: ঠিকই বলছেন। অনেক ধন্যবাদ আপনাকেও ভাল থাকবেন।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

আনোয়ার ভাই বলেছেন: খুব মজা পেলাম। সম্ভব হলে যাব একবার।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: হুমম। খুবই সুন্দর । আমার ও যাওয়ার ইচ্ছা আছে।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাইতে মুঞ্চায়!!!

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: চলেন নেক্সট আড্ডা টা ওই খানেই দেই।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

ঢাকাবাসী বলেছেন: যেতে হবে যদি বাঁচি। সুন্দর পোষ্টের জন্য লেখককে ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

মাহবুবুল আজাদ বলেছেন: মরার চান্স আছে নাকি ভাই।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওরে বাপরে এত ঠান্ডা !!

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যাঁ এতই ঠাণ্ডা। কিছু করার নাই।

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

লাবনী আক্তার বলেছেন: শীতলতম শহর ঘুরেতো একদম শীতল হয়ে গেলাম। :P :P

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

মাহবুবুল আজাদ বলেছেন: আমিও ঠাণ্ডায় কাঁপছিলাম।

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
-৭১°সে !! আমাদের তো ১৩,১৪ তেই অবস্থা খারাপ হয়ে যায়।

সূর্যাস্তের ছবি ২টা মুগ্ধ করসে, নৈঃস্বর্গিক ||

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: আমার কাছেও ও দারুন লেগেছে।

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬

শুঁটকি মাছ বলেছেন: ঠান্ডারে!!!!!!! পোস্ট পড়ে আরো শীত লাগছে।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

মাহবুবুল আজাদ বলেছেন: আমার বাসায় তো স্নো-পড়ছে।

২৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ইকরাম বাপ্পী বলেছেন: তারা কী খায়? সারাদিন কি ঘরেই থাকে??

একটা সার্টিফিকেট পাইলে মন্দ হয়না... ... কিন্তু সেটা পাইলে তা দিয়া কী করা যাবে??

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: সার্টিফিকেট পাইলে মন্দ হয় না ভাই। স্মৃতি হিসেবে বাধিয়ে রাখবেন। যখনই স্মৃতি মনে পরবে,তখনই ঠাণ্ডা লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.