নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

আমার একলা পৃথিবী

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬





আমার একলা পৃথিবীর অসীম শুন্যতায় আমি এক নই,

আছে আমার স্বপ্ন,আছে ভাল লাগা,আছে আমার শৈশবের গল্প-বয়ে চলা ছোট নদী,

কাঁদা মাখা মাঠ,আছে কচু পাতার ছাতার তলে বৃষ্টিতে দাপাদাপি,

আছে তোমার দুই বেণী দোলানো গাল ফুলিয়ে কান্না,আর আমার দুষ্টুমির হাসি।

আমাদের শৈশবে ইট পাথরের গল্প,ছিল খুবই অল্প।

এখন আমরা মহানগরের পথে,বিস্তৃত ভাবনার পরিমন্ডলে,

কর্মে ধর্মে জীবন দর্শনের নানা বর্ণে,

এলোপাথারি ছোটাছুটি। এখানে আমার গল্প নেই,খেলার সাথী নেই,

নেই মেঠো পথ আর বাধানো পুকুর।

এখানে আছে শুধু সহস্র জনের ভীড়ে,নিসঃঙ্গতায় ঘিরে, বাসায় ফেরা।

ভাবের বিনিময়ে,সুখের অভিনয়ে,ক্লান্ত জীবন পড়ছে নুয়ে,এভাবে নিজের কাছে ফেরা।

এখানে ব্যস্ততা আছে,আছে এগিয়ে যাবার নিষ্ঠুর দৌড়,

আবার দিন শেষে, বিষন্ণতায় পিষে আকাঙ্খার ভগ্নাংশে বাস্তবতায় ফেরা।

কে কার খোঁজ রাখে,হয়তো রাখে, কে বা জানে, তবে

জেনে রেখো আমি আছি তোমাদের দলে,

যাদের পথ জুড়ে কাটা আছে, কষ্ট আছে, হতাশার চোখের জল আছে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ও কবি,,,,,,,,,,কবিতা খানিতো দারুন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: দিলেন তো ফুলিয়ে। এখন আমার কি হবে। এনিওয়ে অনেক ধন্যবাদ, ভাল লাগল

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

ইমরান-উল-ইসলাম বলেছেন: জেনে রেখো আমি আছি তোমাদের দলে,
যাদের পথ জুড়ে কাটা আছে, কষ্ট আছে, হতাশার চোখের জল আছে ।
বাহ .।.।.।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

মাহবুবুল আজাদ বলেছেন: হে ভাই এখকার জীবন ধারাটাই এমন।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:
শৈশবের কথা মনে করিয়ে দিলেন :(

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: আসলে ওই শৈশবটাই ছিল জীবনের সবচেয়ে সরল স্বার্থহীন নিরমল আনন্দের স্মৃতি। ভেবে দেখেন আজকের দিনের মতো এতো জটিলতা ছিলনা,না ছিল এতো আশঙ্কা আর হতাশা। আফসোস ওইসব স্মৃতি হাতড়ে ই বাকি জীবন কাটাতে হবে।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই আপনার সাথে দেখা হলনা। আশা করি আবার আসলে দেখা হবে।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত কবিতা হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: কি যে বলেন কবি, আপনার লেখার্র যে গভীরতা তাতে মাঝেমাঝে নিজের লেখা প্রকাশ করতে ইচ্ছে করেনা।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: জেনে রেখো আমি আছি তোমাদের দলে,
যাদের পথ জুড়ে কাটা আছে, কষ্ট আছে, হতাশার চোখের জল আছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: এদের দলটা অনেক ভারী । আর আবেগের মূল্য দিতে জানে তারা।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার হয়েছে!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ কাভা ভাই। ভালো থাকুন নিরন্তর।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লেগেছে !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: হুমম শুনে আনন্দিত হইলাম। ভালো থাকবেন।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৯

উদাস কিশোর বলেছেন: অসাধারন ।
খুব ভাল লাগলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

মাহবুবুল আজাদ বলেছেন: আমাদের শহরের বদ্ধ বাতাসে একটু হাঁফ ছাড়ার সুযোগ পাক সবাই।

১০| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৬

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকে দেখে বেশ ভাল লাগল। অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.