নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

আমি একলা কাঁদি একলা হাসি আমার একলা চলার ঢং, কয়লাখনি হৃদয়ে আমার রংধনুর রঙ

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২



অনাকাঙ্খিত মেঘদল আকাশ ছেয়ে আছে,
আর আমি আছি অনাগত রংধনুর প্রত্যাশায়।

অপ্রাপ্তির খোলশ পড়ে আছে চারপাশে, অতি সন্তর্পণে পা ফেলেও
দীর্ঘশ্বাস এড়িয়ে যাবার কোন পথ খোলা থাকল না।
অগত্যা হাহাকারের মিছিলে আমি দীর্ঘশ্বাসের স্লোগান দিয়ে যাচ্ছি।
ফের শুরু হয়ে গেল আমার অন্তর্দহন রাতের দুয়ার থেকে-
ভোরের কলতান পর্যন্ত। প্রজাপতির ডানায় কখনো বসন্ত খুঁজে দেখিনি,
তবুও পাতায় পাতায় সবুজের চিঠি আসে, আসে ঘর ছাড়ার আহবান।
আমি নির্বিকার, ঝড় এখনো আসেনি।



আমি সুরের বিলাপে ভগ্ন হই, বসন্ত বিতানে মৌন ধ্যান।
বেখেয়ালী বাতাস জানে, আমার একটা বাঁশি আছে।
আর আছে সুরের বাজারে অনেক ক্রেতা
গানের ফেরিওয়ালা হবার সাধ আমার কখনও হয়নি,
আমি শুধু সুর ভাসিয়েছি বাতাসে।

অতঃপর তুমুল ঝড় এসেছিল পাড়ার মোড়ে,
অভিমানী মেয়েটির চোখের কোণায় ছিল জলোচ্ছ্বাস।
আমার মেঘেরা নেমে এসেছে রাস্তায়, গতিহীন পথের
বাধানো ইট-একটা একটা করে উবে যেতে থাকল।
গহীন পথের পাঁজরে আঁটকে যায় আমার অসহায় দৃষ্টি,
ভাঙা মাস্তুলের ছেঁড়া পাল হয়ে জুড়ে থাকে
ফেনীল সমুদ্রের বুকে নীল প্রচ্ছদ হয়ে।



সেদিনের ঝড় থামার পর তোমার মোহময় দৃষ্টি
ঢেকে দিয়েছিল আকাশ,
আলোর পসরা ডুবে গিয়েছিল আধারের রাজত্বে।
আমিও পথ হারিয়ে ছিলাম হাজারো মানুষের মতো।
আমার ভয় ছিলনা, কোন সংশয় ছিলনা,
ছিল হৃদয়ের গহীনে নকশীকাঁথা
যেথায় ভালবাসার নকশার অন্ত ছিলনা, ছিলনা সূতোর কোন শেষ প্রান্ত।
আমি তোমার হাত ছুঁয়ে ছিলাম তারপর হৃদয়,
স্বার্থহীন, শর্তহীন স্পর্শ- কাঙ্খিত মাদকতায় অপ্রতুল শিহরণ।
ছিল অন্তরালে, অগোচরে জমে থাকা আগামীর স্বপ্ন,
তুমি দেখেছিলে আড়চোখে, যে চোখে জড়তা ছিলনা,
আর পেছন ফেরা হলনা, আমার জানালায় এখন রংধনু।
কবিতার পাণ্ডুলিপি আঁটকে গেল নির্ঘুম বন্দরে।
ছাড়পত্রের প্রেমিক প্রেমিকা জল কুয়াশা হয়ে ভেসে যেতে থাকল,
দূর থেকে আরও দূরে।
উদাস কবি এখনো সৈকতে,
আমরা হাসি তাচ্ছিল্যের হাসি,
আহা কবি - আহারে প্রেম।

মন্তব্য ৮৮ টি রেটিং +২১/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১১

নেক্সাস বলেছেন: অনাকাঙ্খিত মেঘদল আকাশ ছেয়ে আছে,
আর আমি আছি অনাগত রংধনুর প্রত্যাশায়।


একাহনেই একটা কবিতা। দারুন লিখেছেন শব্দের যাদুকর

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেক্সাস ভাই। প্রশংসায় মুগ্ধ হলাম।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
bah, besh LagLo.

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্যেও বেশ ভাল লাগল। অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

কেউ নেই বলে নয় বলেছেন: হাহাকার হইছে ভাই। ++

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

মাহবুবুল আজাদ বলেছেন: হাহাকার শেষ হয়ে যাক, উচ্ছলতা ফিরে আসুক জীবনের প্রতিটি প্রান্তে।

ভাল থাকবেন।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

সুলতানা রহমান বলেছেন: শিরোনামটা এত্ত ভাল হয়েছে!
হাত ছুয়ে কেন হৃদয় ছোয়া?
আহারে! কবির দুঃখে আমার চোখে ও জল এসে গেল :(( :((

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: সুলতানা আপু আপনার জন্য অপেক্ষায় ছিলাম, কখন আসবেন আর আমার লেখাটা ধন্য করবেন।

অতঃপর আপনি আসলেন,
কবিতার শিরোনামে বাঁকা চাঁদ দিলেন ঝুলিয়ে,
আর আমি আছি খুশিতে দাঁত কেলিয়ে। হি হি

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: বেশ সাবলীল কবিতা । ভাল লেগেছে খুব ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জানবেন, ভাই আপনার লেখার কাছে আমার লেখা তো চুনোপুঁটি। আপনার লেখার যে ধার-অসাধারণ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । আপনি অনেক মজা করে কথা বলেন !

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাদের মত ভাল ব্লগাররা আছেন বলেই ভাল আছি। আপনার মন্তব্যে আমার মুখে একটা চাঁদের মত হাসি ফুটল। আমি যারপরনাই আনন্দিত।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

কাবিল বলেছেন: আমি একলা কাঁদি একলা হাসি আমার একলা চলার ঢং,
কয়লাখনি হৃদয়ে আমার রংধনুর রঙ


চমৎকার শিরোনাম সহ কবিতা ভাল লাগলো।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ কাবিল। আপনার পদচারনা আমার ব্লগের প্রাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনাম ছোট থাকলেই ভালো লাগে ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

মাহবুবুল আজাদ বলেছেন: এরপর থেকে ছোটই রাখব। ভাল থাকবেন।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

স্পর্শিয়া বলেছেন: শিরোনাম এবং কবিতা দুই দুই এর তুলনা।

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

মাহবুবুল আজাদ বলেছেন: মন্তব্যে উৎসাহের জোয়ার দিয়ে গেল। ভাল থাকবেন। সদা শুভ কামনা।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ! শুভকামনা রইলো।

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। ভাল থাকবেন।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

তিমিরবিলাসী বলেছেন: খুব ভাল লেগেছে।

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল তিমির বিলাসী। ভাল থাকবেন।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

গেম চেঞ্জার বলেছেন: আমার ভয় ছিলনা, কোন সংশয় ছিলনা,
ছিল হৃদয়ের গহীনে নকশীকাঁথা
যেথায় ভালবাসার নকশার অন্ত ছিলনা, ছিলনা সূতোর কোন শেষ প্রান্ত।
আমি তোমার হাত ছুঁয়ে ছিলাম তারপর হৃদয়,
স্বার্থহীন, শর্তহীন স্পর্শ- কাঙ্খিত মাদকতায় অপ্রতুল শিহরণ।


কবিতা ভাল হয়েছে। সাবলীল সুখপাঠ্যে +

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: মন্তব্যে ধন্য হলাম গেম চেঞ্জার ভাই, ভাল থাকুন সব সময়।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: কবিতার শিরোনাম অনেক সুন্দর।

সাথে কবিতাও চমৎকার।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা ছড়িয়ে গেলেন কবিতার প্রাঙ্গনে, আমি মুগ্ধ। ভাল থাকবেন।

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


কবিরা অনুভবে বুঝেন বিশ্বকে

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: আয় হায় ভাই কি যে বলেন। আপনারা আছেন বলেই তো আমরা কিছু একটা। অনেক অনেক কৃতজ্ঞতা চাঁদগাজী ভাই।

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: আমি একলা কাঁদি একলা
হাসি আমার একলা চলার ঢং,
কয়লাখনি হৃদয়ে আমার রংধনুর
রঙ

শিরোনামটাই অসাধারন।কবিতা আরো অসাধারন।দারুণ লেগেছে।বরাবরের মতোই মুগ্ধ হলাম সুপ্রিয় লেখক।ভালো থাকুন সবসময়

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার উৎসাহ আগামী দিনের পথ চলার শক্তি হয়ে জীবন টাকে আরও সুন্দর আর সুগম করে দিচ্ছে, ধন্যবাদও কম হয়ে যাচ্ছে।

কৃতজ্ঞতা আন্তরিকতার আকাশ থেকে, ভাল থাকবেন।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

নিমগ্ন বলেছেন: অনেক ভাল লাগল কবিতাটি। :)

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


শিরোনামই এখানা কাব্য!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: অশেষ ধন্যবাদ

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

উল্টা দূরবীন বলেছেন: আহ! কি সুন্দর করে লিখেছেন। অসাধারণ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: আহ কি মনোরম করে মন্তব্য করলেন, খুশি হয়ে গেলাম দূরবীন ভাই।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

রানার ব্লগ বলেছেন: দূর থেকে আরও দূরে।
উদাস কবি এখনো সৈকতে,
আমরা হাসি তাচ্ছিল্যের হাসি,
আহা কবি - আহারে প্রেম।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই ;)

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *মন্তব্যকারীর সংখ্যাতেই প্রমান হয় আপনি কত বড় মাপের কবি,কবিতার গাঠনিক সৌকর্ষেও স্বাক্ষ্য মেলে,যাক বেশি বেশি পোষ্ট করলে আমার ছোট কবিরা ভীষন উপকৃত হতাম*ধন্যবাদ*

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: দাদা আপনার মন্তব্যে অনেক সন্মানিত বোধ করছি। বড় কিছু কিনা জানিনা, তবে সবার ভালবাসা পাই এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আপনার এই কথাগুলো আমাকে আগামী দিনের জন্য আরও ভীষণ ভাবে অনুপ্রাণিত করে রাখবে, সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

আলোরিকা বলেছেন: কবিতার শিরোনাম পড়ে মাথায় একটা গান ঘুরঘুর করছে -

আমার একলা আকাশ
থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ
চিনেছে তোমার কাছে এসে.....

অলস মেঘলা মন, আমার আবছা ঘরের
কোণ
চেয়ে রইত,ছুঁতে চাইতো,
তুমি আসবে আর কখন ...........

অদ্ভুত সুন্দর শিরোনামের কবিতাটি ভাল লেগেছে । অনেক শুভ কামনা ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: গানটা আমার অনেক ভাল লাগে। ভাল থাকুন নিরন্তর।

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

কল্লোল পথিক বলেছেন: অসাধারণ কবিতা চমৎকার হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ কল্লোল ভাই। অনেক উৎসাহ পেলাম, কাঙ্খিত মানুষদের মাঝে আপনি একজন যাদের আমি আমার ব্লগের প্রাণ মনে করি।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

মুক্ত সকাল বলেছেন: আমি একলা কাঁদি একলা হাসি আমার একলা চলার ঢং, কয়লাখনি হৃদয়ে আমার রংধনুর র

অসাধারণ একটি কবিতা উপহার দিলেন
ধন্যবাদ

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগায় নিজেকে সার্থক মনে হচ্ছে। ভাল থাকুন নিরন্তর।

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

গুলশান কিবরীয়া বলেছেন: " ...পাতায় পাতায় সবুজের চিঠি আসে , আসে ঘর ছাড়ার আহবান । "- অসাধারণ ।
আপনি পারেনও , এত সুন্দর করে লিখলে আর কোন কাজে মন বসে না , শুধুই কবিতা পাঠে সময় গড়িয়ে দিতে ইচ্ছে হয়।
দারুণ অনুভূতি .... :)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: ক্ষুদ্র এ লেখা আপনার অনুভূতি ছুঁয়ে গেল, এখন মনে হচ্ছে ধন্য এ লেখা, অপূর্ণ ছিল এখন পূর্ণতা দিয়ে গেলেন। কবিতার আঙিনায় প্রাণ সঞ্চার করে গেলেন, কৃতজ্ঞতার ভাষা হারিয়ে ফেলেছি। অনেক অনেক শুভ কামনা।

২৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

আবু শাকিল বলেছেন: দারুন সব শব্দ দিয়ে অসাধারন লিখেছেন।পড়ে মুগ্ধ হয়েছি।প্রতিটা লাইন যেন নিজের হয়ে কথা বলছে।
ধন্যবাদ ভাইয়া :)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মুগ্ধতা আমার লেখার আবেদনকে আরও প্রাণোচ্ছল করে গেল। ভাল থাকবেন।

২৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: টাইপো আছে কিছু।
কবিতা লেখা ভীষণ কঠিন কাজ আর আপনারাএই কাজটিই করেন কত অবলীলায়!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: কি যে বলেন, হয়তো চেষ্টা করি তাই হয়ে যায়। যাই হোক অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

২৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

হাসান বিন নজরুল বলেছেন: আহা কবি - আহারে প্রেম...

এই আফসোস গুলোই হয়ত যুগে যুগে কবি সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে!

গুস্তাখী মাফ করবেন-

কবিতার শিরোনাম গুলো ছোট করলে ভালো হত বলে আমার মনে হয়।

আবার বলি প্লিজ গুস্তাখী মাফ করবেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা বেশ ভাল বলেছেন। আর গুস্তাখীর কোন কারণ নেই, আপনার মতামত সাদরে গৃহীত ।

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪

তুষার কাব্য বলেছেন: আমি একলা কাঁদি একলা হাসি আমার একলা চলার ঢং, কয়লাখনি হৃদয়ে আমার রংধনুর রঙ

বাহ ! শিরোনামই ভেতরে টেনে নিয়ে আসলো । দারুন লেগেছে ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় উৎসাহের যোগান দিয়ে গেলেন, কৃতজ্ঞতা আন্তরিক চিত্তে।

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১০

আরজু পনি বলেছেন:

আপনার পোস্টে প্রথম দিকে মন্তব্য করে বেশি মজা পাই ।

একবার পড়ে নীরবে ভালো লাগা জানিয়ে গিয়েছিলাম, নেটের গতির কারণে খুব বাজে অবস্থায় আছি ।
টিকমতো মনোযোগ দিতে পারছি না ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০

মাহবুবুল আজাদ বলেছেন: আপু লেখাটা পাবলিশ করার আগে কয়েক ঘণ্টা অপেক্ষা করেছি, কারণ কি জানেন আপনি অনলাইনে ছিলেন না তাই।

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

আমার সৌভাগ্য । B-) !:#P

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: হাজার হোক আপুর জন্য ভাইয়ের পক্ষ থেকে ক্ষুদ্র একটা উপহার এটা- সামান্য একটু অপেক্ষা।

৩১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৯

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগার চমৎকার কবিতা, সাথের ছবিগুলো তাকে আরও আকর্ষণীয় করেছে, অনেক অভিবাদন প্রিয় মাহবুবুল আজাদ ভাই,বিজয়ের শুভেচ্ছা রইলো ...

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: লিটন ভাই আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। ভাল লাগল আপনাকে আমার কবিতায় পেয়ে।

৩২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২০

আমি নাহিয়ান বলছি বলেছেন: ভালো লাগলো..................

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১০

মাহবুবুল আজাদ বলেছেন: নাহিয়ান ভাই শুভেচ্ছা জানবেন। অনেক অনেক ধন্যবাদ।

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২০

নিয়ার বলেছেন: স্থির বসে থেকে স্বপ্নের কাছকাছি অবস্থান। কবিতা ভালো লেগেছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার একটা মন্তব্যে - খুশির ঝিলিক দু চোখের আঙিনায়। অনেক ভাল লাগল আমার ব্লগ প্রাঙ্গনে আপনার বিচরণ।

৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনবদ্য!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: এক কথায় হাজার অনুপ্রেরণার উচ্ছ্বাস দিয়ে গেলেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

৩৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

মাহবুবুল আজাদ বলেছেন: আরে অভি ভাই। অনেক ভাল লাগল আপনাকে দেখে।

৩৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

বনমহুয়া বলেছেন: দারুন কবিতা।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: মাঝে মাঝে কিছু দারুণ উপলব্ধি আপনার লেখা থেকে নিয়ে আসি।

৩৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,



বেখেয়ালী বাতাস জানে, আমার একটা বাঁশি আছে। অদ্ভুত অভিমানী একটা লাইন ।


১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক কৃতজ্ঞতা বোধ করছি। ভাল থাকবেন।

৩৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

জুন বলেছেন: অভিমানী মেয়েটির চোখের কোণায় ছিল জলোচ্ছ্বাস।
এমনকি সুনামী হলেও কিন্ত কারো কিছু যায় আসে না মাহবুবুল আজাদ। সে তার নিজের আনন্দে বাশি বাজিয়ে চলে। অনেক অনেক ভালোলাগা আপনার কবিতায়। অবশ্য আপনার প্রতিটা কবিতাই অপুর্ব।
+

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্যে আমার লেখায় প্রাণ দিয়ে গেল, যার জন্য মনে হয় কিছু অপূর্ণতা ছিল আক্ষেপ ছিল, আজ আর তা নেই, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, ভাল থাকবেন আপু।

৩৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

সাহসী সন্তান বলেছেন: A beautiful name is greater than a lot of wealth (এক গাদা ধন সম্পদের চেয়ে একটি সুন্দর নামই যে অধিকতরও ভাল) সেটা আপনি প্রমাণ করলেন ভাই!


শুধু মাত্র নামকরণই যেটার সৌন্দর্য বহন করে, তার ভিতরের বিষয়টা আর কি বলবো? এক কথায় অসাধারন!



শুভ কামনা জানবেন!

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: কিছু সময় মানুষ নিজেকে হারিয়ে ফেলে, আমার অবস্থা ও তাই, আপনার প্রশংসায় আমি এতটাই মুগ্ধ যে আর কিছু বলতে পারছিনা।

৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

রাবার বলেছেন: আমরা হাসি তাচ্ছিল্যের হাসি,
আহা কবি - আহারে প্রেম।

চমৎকার।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল আপনাকে দেখে। অনেক ধন্যবাদ।

৪১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০৯

কে.এম. তারিফুজ্জামান বলেছেন: আমি একলা কাঁদি একলা হাসি আমার একলা চলার ঢং, কয়লাখনি হৃদয়ে আমার রংধনুর রঙ

২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

৪২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই।

৪৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি একলা কাঁদি একলা হাসি আমার একলা চলার ঢং, কয়লাখনি হৃদয়ে আমার রংধনুর রঙ

শিরোনামেই ডায়াবেটিস বাঁধায় দিলেন। =p~

কবিতায় অনেক অনেক ভালো লাগা জানবেন ভাই।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার বলেছেন।

আপনিও অনেক অনেক ভাল লাগা জানবেন সুপ্রিয় দিশেহারা রাজপুত্র

৪৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

মনিরা সুলতানা বলেছেন: পাতায় পাতায় সবুজের চিঠি আসে , আসে ঘর ছাড়ার আহবান
চমৎকার লাগলো
শুভ কামনা :)

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু , খুবই ভাল লাগল আপনাকে দেখে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.