নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

আবার আমার পৃথিবীটা বদলে যাবে

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২



আবার আমার পৃথিবীটা বদলে যাবে,
সময়ের কোঠর থেকে মুছে যাবে মুগ্ধতার ভোর সন্ধ্যা।
নিঃসঙ্গতার মাঝে আমি কোলাহলের চিত্র খুঁজে যাব,
আর অগোছালো রঙের উপর রেখে যাব আমার পদচিহ্ন,
আমাকে যে চলে যেতে হবে,
আমার নির্ঘুম রাত পাহারা দেবে আমার খোলা দুটি চোখ,
হয়তো তার সঙ্গী হবে কিছু নোনা জল।

দৃষ্টির পথ ঝাপসা করে স্বপ্নের গোঁড়ায় জমবে কিছু অজানা কুয়াশা।
শীতকালটা আমার বড্ড প্রিয় আর প্রিয় চাদরে মোড়া কিছু উষ্ণতা,
তবুও কুয়াশা- কেন যেন তার মাঝে একরাশ ভয়,
আমার জানা নেই অনুভূতির কোন ঘরে তার বসবাস,
হয়তো অজানাই থেকে যাবে, থাক।

আমাকে যে চলে যেতে হবে, এ যাওয়া দিন, মাস, বছরের বৃত্তে বন্দি।
দিন মাসের মাঝেই থাক, এর চেয়ে বেশি নয়, আমি ফিরে আসতে চাই,
আকুলতার কোন এক প্রান্তে এসে মনে হয় কেন জানি আমি
আবেগের সীমান্তে ঘুরে বেড়াই,
বিদায় শব্দটার সাথে আমার আজন্ম শত্রুতা, অথচ তার সাথেই
আমার বারবার দেখা হয়।

আমাকে হয়তো চলে যেতেই হবে- একটা মানুষ চলে গেলে কি হয়?
কেউ কাঁদবে ? মনে হয়না, আমাকে কেউ ভালবাসার কথা বলেনি,
কেউ হাসবে? মনে হয়না, আমাকে কেউ ভুলে যাবার পন করেনি।
তবে কার কি, আমার চলে যাওয়ায় কারো যদি কষ্ট হয়
সে একজনেরই হবে-সে কষ্ট আমার শুধু আমার।
ঝরে পড়া একটা পালক দেখে কজন ভাবে পাখির ইতিহাস
আর ভোরের গান,একদিন সব কিছু হারিয়ে যায় নির্জনতার পুকুরে,
এরপর শুধু নিরবতা, শুনশান নিরবতা।।

মন্তব্য ৮২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

ধমনী বলেছেন: আকুলতার কোন এক প্রান্তে এসে মনে হয় কেন জানি আমি
আবেগের সীমান্তে ঘুরে বেড়াই,
বিদায় শব্দটার সাথে আমার আজন্ম শত্রুতা, অথচ তার সাথেই
আমার বারবার দেখা হয়।

-- দারুণ।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা জানবেন। আন্তরিক কৃতজ্ঞতা।

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

জনম দাসী বলেছেন: শুধুই নিরবতা;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

কি লিখবো ভাষা স্তব্ধ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: স্তব্ধতা এখানে বিশদ মুগ্ধতার কথা জানান দেয়।
অনেক ভাল লাগল আপনাকে দেখে, ভাল থাকুন নিরন্তর।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

ফেলুদার তোপসে বলেছেন: যেতে নাহি দিব হায়,
তবু যেতে দিতে হয়
তবু চলে যায়...’’

এতো অভিমান কেন কবি!
চলে যাবে যেও, কষ্ট নিও না
চলে যাবে যাও,
যেতে যেতে কারো বুকে কষ্ট দিও না।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: চলে যাবার ইচ্ছে ছিল , তা আর হল কই? হবেনা আমার যাওয়া হবেনা, কষ্ট গুলো মুছে দিয়ে গেছে কবিতা, তাই আমি এখনো এখানে।
অনেক ভাল লাগল আপনার মন্তব্যে। ভাল থাকবেন

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম স্তবকটা অসাধারণ লেগেছে। + ওখানটাতেই।

শেষের দিকে
কেউ কাঁদবে ? মনে হয়না, আমাকে কেউ ভালবাসার কথা বলেনি,
কেউ হাসবে? মনে হয়না, আমাকে কেউ ভুলে যাবার পন করেনি।

দুইলাইনের গভীরতা বুঝতে দুই মিনিট স্তব্ধ হয়ে ছিলাম। পৃথিবীতে এমন কেউ থাকে কি যে কারো হাসির কারণ হয় না? এমনকি কান্নারও নয়!!!!! আর যদি থাকে সে ভয়াবহ অভাগা।

সব মিলে দারুণ।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২২

মাহবুবুল আজাদ বলেছেন: এতটা অভাগার কাতারে কেউ যেন না পড়ে। দুঃখবোধ কখনো কখনো বিষণ্ণতার শিখরে নিয়ে যায়, তবে ভালবাসা আছে, বদলে যাওয়া সব কিছুর মাঝেই ভালবাসার বিভিন্ন রুপ লুকিয়ে থাকে, শুধু একটু চোখ মেলে দেখার অপেক্ষা আর ধৈর্য।
ভাল থাকবেন ভালবাসার অঙ্গনে।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২

রুদ্র জাহেদ বলেছেন:
আবার আমার পৃথিবীটা বদলে যাবে,
...
আমাকে হয়তো চলে যেতেই হবে- একটা মানুষ চলে গেলে কি হয়?
কেউ কাঁদবে ? মনে হয়না, আমাকে কেউ ভালবাসার কথা বলেনি,
কেউ হাসবে? মনে হয়না, আমাকে কেউ ভুলে যাবার পন করেনি।
তবে কার কি, আমার চলে যাওয়ায় কারো যদি কষ্ট হয়
সে একজনেরই হবে-সে কষ্ট আমার শুধু আমার।
ঝরে পড়া একটা পালক দেখে কজন ভাবে পাখির ইতিহাস
আর ভোরের গান,একদিন সব কিছু হারিয়ে যায় নির্জনতার পুকুরে,
এরপর শুধু নিরবতা, শুনশান নিরবতা।।
লাইনগুলোর অনুভূতির কথা রাজপুত্র ভাই বলে দিয়েছেন।অসাধারন-সাবলীল ঘোরলাগা কবিতা
+++

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: কিছু ব্যাপার থাকে যা মানুষ সহজে এড়িয়ে যেতে পারেনা যেমন কিছু অকারন মন খারাপের ক্ষণ। তবে এখানে অনেক ভালবাসা আছে , এখানে আপনাদের মত একঝাঁক মানুষ আছে যাদের সত্যিকারের মন আছে নির্মল মমতা আছে। তাই ভাল আছি।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৯

কিরমানী লিটন বলেছেন: বিদায়ের বিরহ রাগিণী সুর ফুটে উঠেছে কবিতার প্রতিটি শব্দমালায়। চমৎকার বর্ণনার বুননে তা নান্দনিক রূপ পেয়েছে। অনেক অনেক ভালোলাগায় মনে থাকবে আপনার " আবার আমার পৃথিবীটা বদলে যাবে " চমৎকার কবিতাটি। অভিবাদন প্রিয় কবি, অনেক শুভকামনা ...

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: খুবই ভাল বলেছেন, আপনার কথাগুলো অনেক অনেক ভাল লাগার অনুভূতি নিয়ে আসে।
দুঃখবোধ ছাপিয়ে কিছুটা আলো নিয়ে আসে। অনেক ভাল থাকবেন, আন্তরিক কৃতজ্ঞতা রইল।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৩

গুলশান কিবরীয়া বলেছেন: দুঃখে ভারাক্রান্ত কবিতা । হঠাৎ বিদায়ের কথা কেন ?

কবিমন কতসময় কত কি ভাবে ! আমি বরাবরই মুগ্ধ আপনার প্রকাশ ভঙ্গিতে, আপনার মন্ত্রমুগ্ধ শৈল্পিক উপস্থাপনাতে । অসাধারণ দক্ষ একজন কবি আপনি ।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: আসল কথা কি জানেন আপু,
কাল ভেবেছিলাম লেখালেখি ছেড়ে দিব আর সামুও বিদায়।
সে জন্য বিদায় নিয়ে এ লেখা। তবে সব মায়া ছেড়ে দেয়া কি এত সহজ, এখানে মানুষ গুলোর ভালবাসা সেতো অকৃত্তিম।
নাহ তাই আর শেষ লাইন গুলো লেখা হয়নি।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৭

তার আর পর নেই… বলেছেন: খুব ভাল লেগেছে। আমারও দেখতে ইচ্ছে করে কে আমার জন্য কাঁদবে, আর হারিয়ে গেলে কি খুশি হবে!
পুরো কবিতা জুড়েই বিষন্নতা খেলা করেছে।
++

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: বিদায় নেবার লেখাতো তাই, বিদায় সব সময় ই বিষাদ।
তাই বিষণ্ণতার ভাব পুরো লেখা জুড়ে।
ভাল থাকবেন সব সময়। অনেক অনেক শুভ কামনা।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

অভ্রনীল হৃদয় বলেছেন: আমাকে হয়তো চলে যেতেই হবে- একটা মানুষ চলে গেলে কি হয়?
কেউ কাঁদবে ? মনে হয়না, আমাকে কেউ ভালবাসার কথা বলেনি,
কেউ হাসবে? মনে হয়না, আমাকে কেউ ভুলে যাবার পন করেনি।
তবে কার কি, আমার চলে যাওয়ায় কারো যদি কষ্ট হয়
সে একজনেরই হবে-সে কষ্ট আমার শুধু আমার।
<এই লেখাটুকু নিজের মনের মাঝে লুকিয়ে রাখা অব্যক্ত কথা বলে মনে হচ্ছিলো।

বিষাদময় কবিতাতে অসম্ভব রকমের ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার। +++

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগার অনুভূতি রেখে গেলেন। বিষাদের মাঝেও সুখের ছোঁয়া।

ভাল থাকুন নিরন্তর।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

অগ্নি সারথি বলেছেন:
আকুলতার কোন এক প্রান্তে এসে মনে হয় কেন জানি আমি
আবেগের সীমান্তে ঘুরে বেড়াই,
বিদায় শব্দটার সাথে আমার আজন্ম শত্রুতা, অথচ তার সাথেই
আমার বারবার দেখা হয়।
- চমৎকার।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: উল্লাসের জোয়ার পাই আপনার মন্তব্যে।
চারপাশের সব ভাল লাগা জড়িয়ে জীবন হোক আনন্দের এক উপন্যাস।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার একটি কবিতা+

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা আপু।

অনেক অনেক ভাল লাগা জানবেন।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

আলোরিকা বলেছেন: ' ঝরে পড়া একটা পালক দেখে কজন ভাবে পাখির ইতিহাস
আর ভোরের গান,একদিন সব কিছু হারিয়ে যায় নির্জনতার পুকুরে,
এরপর শুধু নিরবতা, শুনশান নিরবতা।। ' ..........মুগ্ধতা !

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: আমিও মুগ্ধ হয়ে গেলাম আপনার কথায়।
ভাল থাকবেন, অনেক অনেক ভাল।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল ✌

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক খুশি হলাম।

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: "ঝরে পড়া একটা পালক দেখে কজন ভাবে পাখির ইতিহাস
আর ভোরের গান, একদিন সব কিছু হারিয়ে যায় নির্জনতার পুকুরে,
এরপর শুধু নিরবতা, শুনশান নিরবতা।।" যথার্থই ।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: একদিন সব কিছু হারিয়ে যায় নির্জনতার পুকুরে,
এরপর শুধু নিরবতা, শুনশান নিরবতা।।" যথার্থই । আমিও আপনার সাথে একমত।
ধন্যবাদ।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: বিদায় শব্দটার সাথে আমার আজন্ম শত্রুতা, অথচ তার সাথেই
আমার বারবার দেখা হয়।


সবাইকে বিদায় দিতে হয়......

কবিতা সুন্দর হয়েছে। +।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: সুপ্রিয় সুমন ভাই, আপনাকে দেখে যারপরনাই আনন্দিত।

আন্তরিক শুভ কামনা রইল।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

হাসান মাহবুব বলেছেন: এমন ভাবনা যেন এক অনিবার্য নিয়তি সবার ক্ষেত্রেই। ভালো লাগা রইলো।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই। ভাল থাকুন সব সময়।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমার ভালো লেগেছে। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগায় অনেক খুশি হলাম। ধন্যবাদ ও শুভেচ্ছা সাদরে গৃহিত ।

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: বেঁচে থাকার জীবন চক্রে পৃথিবী ক্ষণে ক্ষণে বদলায়, কারণে বদলায়, অকারণে বদলায় । কবিতা বেশ লেগেছে ।

১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: বদলানোর এ ধারায় অনেক সময় খেই হারিয়ে ফেলতে হয়, সব সময় তো আর সব কিছু অনুকুলে থাকেনা।
প্রিয় কথাকথিকেথিকথন অনেক ভাল লাগল আপনাকে দেখে।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: চমৎকার কবিতার কথাগুলি। বিস্বাদের সুর প্রতি লাইনজুড়েই।

বিদায়ে কারো কিছু না এলেও বিদায় আসলেই কষ্টকর।

১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপু আপনার কথায়। আসলে সামু ছেড়ে চলে যাবার প্ল্যান করেছিলাম, নিজের সাথেই রাগ করে, নাহ হলনা। আপনাদের ছেঁড়ে চলে যাওয়া সম্ভব না।

২০| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ঝরে-পড়া পালক দেখে কেউ ভাবে না পাখির ইতিহাস....

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০১

মাহবুবুল আজাদ বলেছেন: মইনুল ভাই আপনার প্রো-পিক দেখে কি মনে হয় জানেন, আপনি সবচেয়ে সুখি একটা মানুষ। জানিনা বাস্তব জীবনে কেমন- তবে যাই হোক খুব ভাল লাগে আপনাকে দেখে।
শুভেচ্ছা রইল।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

জুন বলেছেন: আজ যতগুলো কবিতা পড়লাম তার সবগুলোতেই বিষন্নতা আর হতাশার কথা ।
তবে হতাশা/ দুঃখ না থাকলে নাকি কবিতা হয়না , তার জন্যই কি এই অবস্থা মাহাবুবুল আজাদ ?
ভালোলাগলো অনেক
+

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: আমার তাই মনে হয় আপু।সুখের সময় মানুষ নিজেকে ভুলে যায়।
আর দুঃখের সময় নিজেকে খুঁজে পায়-গভীর থেকে, আর থাকে একাকীত্ব তাই এ লেখালেখি আরও কত কিছু।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২

আরজু পনি বলেছেন: দুশ্চিন্তার ঘোরে
দুঃখবিলাসরা পালায় সকাতরে !

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: এতক্ষনে আমার বোন।
সেদিন মন খারাপ ছিল মনে হচ্ছিল স্বাভাবিক জীবন যাপন সম্ভবনা। নিজের সাথে কত অভিনয় করা যায় যে আমি ভাল আছি।
তাই ভাবলাম ব্লগ থেকে বিদায়- লেখালেখি বিদায় সে জন্য এই কবিতা। যার শেষ লাইন গুলো ছিল

বিদায় আমার প্রিয় আঙিনা ,বিদায় আমার প্রিয় মুখ,
আর হয়তো ফেরা হবেনা,
ভাল থেকো আমার স্মৃতি, ভাল থেকো আমার পদচিন্হ

লেখা শেষ কিন্তু এ লাইন গুলো আর লেখা হলনা।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা
নিরন্তর শুভ কামনা জানবেন কবি।

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: সুপ্রিয় ব্লগার কল্লোল ভাই, অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। সব সময় আপনাকে পাশে পাই সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪০

শুভ্র বিকেল বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ - শুভ্র বিকেলের মত জীবনেও সে সুন্দর ঘিরে থাকুক।

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৯

শায়মা বলেছেন: পৃথিবী বদলে যায় আমাদেরকেও চলে যেতে হয়!!!!!:(

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

মাহবুবুল আজাদ বলেছেন: চিরন্তন সত্য কথা আপু।

অফ টপিকঃ আপনার রবীন্দ্র সঙ্গীত না হলে শ'খানেক বার শুনে ফেলেছি। অসাধারণ আপু অসাধারণ।

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: আরও শুনতে চাইলে আরও লিঙ্ক দিয়ে যাবো ভাইয়ু!!!!!!!! :P

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: অবশ্যই শুনতে চাই, আমি খুব কম সময় মুগ্ধ হয়ে গান শুনি, মানে গান আমায় মুগ্ধ করতে পারেনা সব সময়, কিন্তু আপনার গান গুলো হৃদয় ছুঁয়ে গেছে, সবচেয়ে বড় কথা একজন কাছের মানুষের গান- এর অনুভূতি লিখে বোঝানো যাবেনা।
লিঙ্ক দেন :)

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

গুলশান কিবরীয়া বলেছেন: বিদায়ের কথা মনেও আনবেন না আর । আমরা পাঠকরা আপনার কবিতা চাই , অনেক অনেক বেশী বেশী । :)

ভালো থাকুন , সুস্থ থাকুন ।

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: নাহ আর বিদায়ের কথা ভাববো না। এই যে আপনারা আছেন, এটাই আসলে টিকে থাকার উৎসাহ।
অনেক অনেক ভাল থাকবেন আপু।

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। খুব ভাল লাগল।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

তুষার আহাসান বলেছেন: "আকুলতার কোন এক প্রান্তে এসে মনে হয় কেন জানি আমি
আবেগের সীমান্তে ঘুরে বেড়াই,"
ভাল লাগা।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

মাহবুবুল আজাদ বলেছেন: খুবই ভাল লাগল আপনাকে দেখে, ভাল লাগায় অনেক খুশি হলাম, লেখার পাতায় কিছু উৎসাহের ছোঁয়া দিয়ে গেলেন।

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

তুষার আহাসান বলেছেন: আপনি লিখুন,আমি আবার আসব।শুভ কামনা।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা।

৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

বিষাক্ত ফাহিম বলেছেন: দারুণ লিখেছেন

১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ

৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
snigdho!
bhaLLagLo besh.

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ

৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২

আবু শাকিল বলেছেন: ভ্রাতা- কবিতায় অনেক ভাল লাগা রেখে গেলাম ।
"আমার নির্ঘুম রাত পাহারা দেবে আমার খোলা দুটি চোখ,
হয়তো তার সঙ্গী হবে কিছু নোনা জল।"

দারুন লাইন ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আবু শাকিল ভাই।

৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

নুরএমডিচৌধূরী বলেছেন: আমাকে হয়তো চলে যেতেই হবে- একটা মানুষ চলে গেলে কি হয়?
কেউ কাঁদবে ? মনে হয়না, আমাকে কেউ ভালবাসার কথা বলেনি,
কেউ হাসবে? মনে হয়না, আমাকে কেউ ভুলে যাবার পন করেনি।

কবিতা জোড়ে ভাললাগা
অসম্ভব ভাললাগা জানবেন
শুভ্রাত্রি

১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগা আমার কবিতার আঙ্গিনায় অনেক অনেক খুশির জোয়ার দিয়ে গেল। আন্তরিক ধন্যবাদ।

৩৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১

তানজির খান বলেছেন:
"ঝরে পড়া একটা পালক দেখে কজন ভাবে পাখির ইতিহাস
আর ভোরের গান,একদিন সব কিছু হারিয়ে যায় নির্জনতার পুকুরে,
এরপর শুধু নিরবতা, শুনশান নিরবতা।"

কিছুই বলার নাই, অসাধারণ কবিতা

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ তানজির ভাই।
ভাল থাকবেন।

৩৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

খায়রুল আহসান বলেছেন: আমার নির্ঘুম রাত পাহারা দেবে আমার খোলা দুটি চোখ,
হয়তো তার সঙ্গী হবে কিছু নোনা জল।
-- পংক্তি দুটোতে পেলব অনুভূতি পেলাম।
শীতকালটা আমার বড্ড প্রিয় আর প্রিয় চাদরে মোড়া কিছু উষ্ণতা -- আশাকরি আজকের শীতটা ভালোই উপভোগ
করছেন। আমিও করছি।
ঝরে পড়া একটা পালক দেখে কজন ভাবে পাখির ইতিহাস -- চমৎকার ভাবনা। কবিরা ভাবে।
একদিন সব কিছু হারিয়ে যায় নির্জনতার পুকুরে,
এরপর শুধু নিরবতা, শুনশান নিরবতা
-- আচ্ছন্নতার চাদরে মনটা মুড়িয়ে গেল...
আপনার ছবি ব্লগ-১ প্যারিস পড়ে কিছু মন্তব্য রেখে এসেছিলাম। একটু সময় করে পড়ে নেবেন।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্য সবসময় ই অনেক উৎসাহ দিয়ে যায়।

৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

ফুলফোটে বলেছেন: আমাকে যে চলে যেতে হবে,
আমার নির্ঘুম রাত পাহারা দেবে আমার খোলা দুটি চোখ

খুব সুন্দর...ভালোলাগায় আপ্লুত মন আমার

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ , কেমন আছেন?

৩৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,





একবার যে চলে যেতে চায় আবার ফিরে আসার বাসনাও করে ; এমন এক কবির মনপৃথিবীর বদলে যাওয়া বিষাদের গুচ্ছ গুচ্ছ লাইন নিয়ে লেখা । সহজিয়া শব্দ জুড়ে জুড়ে শুনশান নিরবতার কবিতা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার বলেছেন ।

অনেক অনেক ভাল লাগা জানবেন সুপ্রিয় আহমেদ ভাই ।।

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

নীলপরি বলেছেন: মায়াময় কবিতা । অসাধারণ লাগলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি।
শুভ কামনা রইল।

৪০| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "ঝরে পড়া একটা পালক দেখে কজন ভাবে পাখির ইতিহাস
আর ভোরের গান"

ভাবনার গভীরতায় মুগ্ধ হলাম।
+++++++

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজশ্রী ,
খুবই উৎসাহ পেলাম আপনার অনুপ্রেরনাময় মন্তব্যে।

ভাল থাকুন সব সময়।

৪১| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭

বিজন রয় বলেছেন: এটা আগে পড়া হয় নি, আজ পড়লাম।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় বিজন রয়।

ভাল লাগল আপনার উপস্থিতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.