নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

উল্লাসের জলে ঢেউ তার, শূন্য খেয়া পারাপার

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯



তুমি আমি এক বৃত্ত টাকে খুঁজে গেছি
বহুদিন সমান্তরালে।
কৌণিক দিন ফুরিয়ে ছেঁড়া ঘুড়ির সংসারে
নিভৃতে আড়ালে।
অতঃপর
ধেয়ে আসা কিছু কুয়াশার ব্যাকরণ ভুল পৃষ্ঠায় সারমর্ম খোঁজে,
আর শব্দেরা দীর্ঘ রাতের ঘুমে অযাচিত চোখ বোজে।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা রইল সেলিম ভাই।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

রেইড ইন স্কাই বলেছেন: ভাল লিখেছেন ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ শুভেছা ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯

মলাসইলমুইনা বলেছেন: অনবদ্য (প্রথম চার লাইন) আর কঠিন (শেষ তিন লাইন ) | নিজে বুঝে নিলাম যা তার পরে সব শুধুই অনবদ্য !

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা জানবেন,

ভাল থাকুন নিরন্তর।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লিখেছেন। শুভকামনা।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় সার্থকতা।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

ফারিহা নোভা বলেছেন: কবিতাখানি দারুণ ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: হুমম

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

ইফতেখারুল মবিন বলেছেন: খুব ভাল লেগেছে!

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা রইল ।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:





ছোট্ট সুন্দর !

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক শুভ কামনা জানবেন ।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮

জুনিয়ার ব্লগার বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+ :P

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ জনাব

১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অল্প কথায় অনেক কিছু।

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ ধন্যবাদ

১১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এই স্বল্পভাষী কাব্যগুলোতে অনেক কথা লোকানো থাকে। ভাবনার সমুদ্র মনে হয় আমার কাছে।

ভালোবাসা এক গহীন সাগর, এর শেষ বলতে কিছু খুঁজে পাওয়া যায় না, কেবল ভাবনার সমুদ্র প্রসারিত হতে থাকে।


শুভকামনা রইল প্রিয় কবিবর

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: এতটা উপলব্ধির জন্য মুগ্ধতা অফুরন্ত ।

১২| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো । +++++

০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

মৌমিতা হোসাইন বলেছেন: শব্দের গায়ে গায়ে লেগে থাকা হাহাকারের নির্মেঘ সন্ধি হোক ; ঘুমের সাথে, রাতের সাথে, এলোমেলো পথের সাথে।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার একটা মন্তব্য, অনেক অনেক ভাল লাগা ও শুভ কামনা জানবেন।

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,



ভালো হয়েছে । তবে মনে কিছু না নিলে বলি - " ........অযাচিত চোখ বুজে।" না হয়ে " আর শব্দেরা দীর্ঘ রাতের ঘুমে অযাচিত চোখ বোজে হলে ভালো হতো মনে হয় । মানানসই হতো ।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগার বিষয় হচ্ছে এটা যে আপনি এতটাই গভীর ভাবে নিয়েছেন এই ক্ষুদ্র লেখাটাকে আমি সন্মানিত বোধ করছি।
মানানসই করে দিলাম।

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: বিতার শিরোনামটা খুব সুন্দর হয়েছে।
কয়েকটা জায়গায় চন্দ্রবিন্দু বাদ পড়েছে, তবুও কবিতার অভিব্যক্তি ভাল লেগেছে।
কবিতায় ভাল লাগা + +
'ব্যকরন' - কথাটা ব্যাকরণ হবে।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার সুচিন্তিত মতামত সাদরে গৃহীত ।

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:০১

শাহানাজ সুলতানা বলেছেন: ভাল লিখেছেন

৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.