নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
সুইডেনের আরলান্ডা বিমানবন্দর, অন্যরকম একটা অভিজ্ঞতা হতে পারে যে কারো জন্য। এখানে একরাত কাটাতে পারেন ইচ্ছে করলে বিশালাকার বোয়িং ৭৪৭-২০০ বিমানের মধ্যে, আকাশে উড়তে হবেনা্ মাটিতেই থাকবে। এটা বিমানবন্দরের ট্যাক্সিওয়ে থেকে ২০ মিটার দূরে এয়ারসাইডেই অবস্থিত।
অস্কার ডেনিস নামের এক ব্যবসায়ী এই হোটেল তৈরির উদ্যোগ নেন, এর জন্য তিনি ব্যয় করেন ১.৫ মিলিয়ন পাউন্ড। ৬ মাস ধরে চলে এই বিশাল উড়ন্ত মেশিনের হোটেলে রূপান্তর প্রক্রিয়া। ৪৫০ টি সিট অপসারন করে ৩৩ রুমের এই হোটেল টি তৈরি করা হয়। আপনার অবস্থান কে আরও বেশি স্মরণীয় করে রাখার জন্য ককপিটে বানানো হয়েছে বিলাসবহুল স্পেশাল স্যুইট।
এছাড়া বিভিন্ন ধরনের রুম তৈরি করা হয়েছে রুপান্তরিত এই বিমানের মধ্যে, কোনটা ডরম টাইপ ৪ জনের, ৩ জনের, কিছু শেয়ার করা বাথরুম আর কিছু রুম এ প্রাইভেট বাথরুম সহ। মেকানিক্যাল অংশ গুলোতে ও পরবর্তীতে নতুন রুম তৈরি করা হবে। ইন্টেরিওর এবং ডেকোরেশন খুবই সাধারন ভাবে আধুনিক স্ক্যান্ডেনেভিয়ান ধাঁচে করা হয়েছে।
লাউঞ্জ বার এবং ফার্স্ট ক্লাস সিট গুলো আগের মতই রাখা আছে।
ছবিঃ ইন্টারনেট
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: আপনি ফার্মগেট ব্রাঞ্চ খুললে আমি মিরপুরেও একটা খোলার ব্যবস্থা করব । দামের ব্যপার নিয়ে চিন্তায় আছি দেখি কি কয়।
২| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩
আমি চির-দুরন্ত বলেছেন: রুম ভাড়াও খুব কম নিমু, বাইচ্ছা লন একশ , বাইচ্ছা লন একশ
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই আন্তরিক হিসাব।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো আইডিয়া...
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই ব্যাপক লেগেছে আমার।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৪
কালীদাস বলেছেন: আরে তাই নাকি ঘটনা? এটা খেয়াল করেছিলাম, কিন্তু ভেতরের যে এই কাহিনী সেটা বুঝিনি নাম দেখে, ভেবছিলাম অপরিচিত কোন এয়ারলাইনে হয়ত কারও এড ঐটা। নর্মাল প্লেনই মনে করেছিলাম দেখে।
জিনিষটা ইন্টারেস্টিং বলতে হবে। বাল্টিক তীরের স্ক্যান্ডিনেভিয়ান শহরগুলোতে ভাসমান হোস্টেলের কনসেপ্ট ব্যাপক জনপ্রিয়, এটা তো দেখা যায় হোস্টেলের জনসেপ্টই পাল্টে ফেলবে।
পোস্টের জন্য থ্যাংকস
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা এখন সবাই ঝুকছে নতুন নতুন কন্সেপ্টের দিকে, কে কার চেয়ে বেশি ইনোভেটিভ কিছু করতে পারে।
৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪
অপর্ণা মম্ময় বলেছেন: দারুণ আইডিয়া তো!
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: সে কি আর বলতে হয়।
৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৫
অনিক_আহমেদ বলেছেন: বাহ ভালই তো!
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: আমার কছে দারুণ লেগেছে, এক রাত থাকার ইচ্ছা আছে ।
৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৯
জাহিদ অনিক বলেছেন:
এলাহী ব্যাপার স্যাপার
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: পুরাই এলাহী কাণ্ড ।
৮| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫২
রেইড ইন স্কাই বলেছেন: বাব্বাহ একেক জন দেখা যচ্ছে ফার্মগেট মিরপুরে ও শাখা খুলতিছে তো মোর ভুতের গলি কি দোষ করিছে
তবে আইডিয়া সেরাম।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: না না আপনার ভুতের গলির কোন দোষ নাই। হয়ে যাবে একখান।
৯| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:০১
রেইড ইন স্কাই বলেছেন: আশ্বস্ত হইলাম, দোয়া রাইখেন , হোটেলের ভিতর একটা পান দোকানের ও ব্যবস্তা থকিবে।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: আর ঠেকায় কে হা হা হা ।
১০| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৬
আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,
এর নাম হলো ইনোভেশন ।
যেমন ইনোভেট করেছেন ব্লগার রেইড ইন স্কাই পান-বিড়ির দোকানের কথা বলে ।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা দারুণ বলেছেন, ইনোভেশন এর সিরিয়াল শুরু হয়েছে।
১১| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩
অপ্সরা বলেছেন: ভাইয়া
মুগ্ধ হয়ে গেলাম!
যদিও প্রথম ছবিটাতে চারিদিকে কোনো জানালা দরজার ছবি না দেখে নিশ্বাস বন্ধ হতে হতে আবার উড়ে গেলাম বন্ধ জানালার ওপারের খোলা আকাশে!!!!!!
খুব খুব সুন্দর!
গান গেয়ে ওঠে মন-
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিক দিগন্তের পানে
নিঃসীম শূন্যে ........
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: আমি তো প্রথম বুঝিনি খোলা আকাশ না কি, একটু সময় লেগেছে।
মানুষের আইডিয়া কি দারুণ।
গানটা যে কি সুন্দর ।
অনেক অনেক ধন্যবাদ আপু।
১২| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন !
ইনোভেটিভ আইডিয়া এই দেশে খালি চুরি করে! তাই ভাবনারে দিছি ছুট্টি
ইটা নিয়া দারুন হরর মুভির কনসেপ্ট ঝিলিক দিয়া গেল কাউরে কইয়েন না কিন্তুক হা হা হা
অজানা আকর্ষনীয় স্থানে ভ্রমন করানোয় কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
+++
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা ভালই বলেছেন বিদ্রোহী ভাই।
শুভ কামনা রইল, আর আপনার আইডিয়া কিন্তু এখনও কেউ দেখেনি, আশা রাখি কপি পেস্ট হবার সম্ভাবনা নেই
১৩| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬
আখেনাটেন বলেছেন: বাংলাদেশের যুদ্ধের সময়ের জাহাজগুলোর বুড়িগঙ্গাতে সেট করে রাত্রি যাপনের ব্যবস্থা করলে কেমন হয়। নদীতে রাতও কাটল সাথে বাপ-দাদার সময়ের ইতিহাসেও প্রবেশ করা হল।
পোস্ট ভালো লেগেছে।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ আইডিয়া ।
শতভাগ কাজে লাগবে আশা রাখি ।
১৪| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১
কথাকথিকেথিকথন বলেছেন:
দারুণ তো ! ঘুমের রাজ্যে উড়ে যাওয়ার মত ব্যাপার !!
২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর একটা কথা বলেছেন। অনুভূতি টা এমন ই ।
১৫| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
হাফিজ হুসাইন বলেছেন: অনেক সুন্দর পোষ্ট।
লেখকের জন্য শুভ কামনা।
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা জানবেন ।
১৬| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
শামচুল হক বলেছেন: এক রাতের ভাড়া কত?
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: ৬০ ডলার থেকে শুরু ২৩০ ডলার পর্যন্ত আছে।
১৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা দেখলাম।
প্রথম ছবিগুলো দেখে ভাবছিলাম বিমানের ভিতর থেকে তুলেছেন। শেষের দিকে এসে মুগ্ধ হোটেল দেখে। পুরাই বিমান একটা!!
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা , অনেক ধন্যবাদ ।
১৮| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮
ফেরদৌসা রুহী বলেছেন: অজানা একটা ব্যাপার শেয়ার করার জন্য ধন্যবাদ।
কোন একদিন সুযোগ পেলে এক রাত কাটিয়েও দিতে পারি।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩
মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা আপু , ব্যাপারটা দারুণ লেগেছে আমার,
ইচ্ছে আছে যদি সুযোগ পাই একটু ভিন্ন স্বাদের হোটেলের অভিজ্ঞতা মিস করব না, রুম রেট ও বেশ ইকোনমিক।
১৯| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮
মনিরা সুলতানা বলেছেন: এরা বেচতে জানে যাই হোক ।
চমৎকার শেয়ার !!
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: তাইতো ওরা কোথায় আর আমরা কোথায়।
অনেক ধন্যবাদ ।
২০| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: নতুন একটি খবর শেয়ার করার জন্য ধন্যবাদ।
২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই, সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।
২১| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৬
উম্মে সায়মা বলেছেন: দেখেই মন ভরা লাগবে। বড়োলোকি ব্যাপার স্যাপার!
শেয়ার করার জন্য ধন্যবাদ....
২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা কি যে বলে। বলা যায়না ভাগ্য কখন কোথায় নিয়ে যায়।
২২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩১
মলাসইলমুইনা বলেছেন: আমেরিকার কয়েকটা জায়গায় এরকম বোয়িং ৭৪৭ -র বডি ইউজ করে ব্যক্তিগত বাড়ি বানানো হয়েছে | ভিতরগুলোর কোনো ফটো আমি দেখিনি | কিন্তু ওই বাড়িগুলো সব সুন্দর লোকেশনের কারণে খুবই ভালো লাগে দেখতে | জাম্বো জেট বডিতে হোটেল এই প্রথম দেখলাম | অভিনব কোনো সন্দেহ নেই | অনেক ধন্যবাদ |
২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: সব উন্নত দেশ গুলোই নতুন নতুন আইডিয়ায় দিকে ব্যাপক হারে ঝুকছে। ট্যুরিজম এমন একটা ইন্ডাস্ট্রি যার বহু সেক্টর থাকে এবং সব গুলোই মুনাফার অঙ্কে বেশ পরিপূর্ণ ।
শুধু আমরাই পারলাম না কিছু করতে।
এত এত সুযোগ সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা আছি কে কার পিছে লাগা, কারে মারা যায় ঠকানো যায়, কেউ উপরে উঠলে তারে কেমনে নিচে নামানো যায় এইসব নিয়ে।
যখন এই সব দেখি খুবই আফসোস হয় নিজের দেশ নিয়ে।
২৩| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৪
মলাসইলমুইনা বলেছেন: যে কাজগুলো একটু ঠিক মতো চিন্তা করলেই আমরা ভালোই করতে পারতাম, সেই কাজগুলোও সবসময়ই সৃষ্টিছাড়া লেজেগোবরে করে ফেলছি আমরা |যেমন আপনি বললেন বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা | সবার উপরে অন্যের পেছনে লাগার ব্যাপারটাতো আছেই |এই না পারাগুলো এতো কষ্ট দেয় !
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮
মাহবুবুল আজাদ বলেছেন: কষ্টের কি শেষ আছে্ গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়েল এস্টাব্লিস্ট অতচ প্রতিনিয়ত আমরা মার্কেট হারাচ্ছি, কেন, কোন কিছুতেই আমাদের ডেডিকেশন নাই, নিজের পকেট ভরলেই হল, ব্যাস আর কি লাগে।
ম্যানপাওয়ারের অভাব নাই, শিক্ষার সুযোগ আছে, সম্ভাবনাময় উদীয়মান তরুণ উদ্যোক্তা আছে, কিন্তু কাজে লাগানোর মোট পরিবেশ নেই।
আমরা কবে উন্নত হব? জানা নেই। আদৌ কি কোন কালে হব? জানিনা !
২৪| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
নীলপরি বলেছেন: ব্যপক লাগলো পোষ্ট ।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক ভাল লাগা জানবেন।
২৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১
জুন বলেছেন: মজা লাগলো দেখে মাহবুবুল আজাদ, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তবে ধনী দেশের রাস্ট্র প্রধান বা এয়ারফোর্স ওয়ানের মত প্লেনের ভেতর মনে হয় এমনি থাকে আরকি ।
এখানে একটা আছে সেটাকে শুধুই রেস্তোরা বানিয়ে রেখেছে ।
+
২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক টা এমন ই তবে আরও বেশি লাক্সারিয়াস হয় এন্ড ওয়েল ইকুইপ্টেড। তবে ব্যাপারটা আমার কাছে বেশ লেগেছে।
২৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট, থাকার সৌভাগ্য হয়তো হবে না তবে জেনেই খুশি হলাম।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: বলা যায়না হতেও তো পারে , সৌভাগ্য তো বলে কয়ে আসবে না, দেখবেন একদিন হাজির । ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭
আমি চির-দুরন্ত বলেছেন: দাম কত এ বিমানের?? ভাবতেছি ফার্মগেট একখান বসাই দিয়া ব্যবসা শুরু করে দিবো না কি!!