![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যের ধর্মকে কটাক্ষ করে কারো অনুভুতিতে আঘাত করার অধিকার কারো নেই। জামাত শিবির এর বিরোধিতা আর ইসলামের বিরোধিতা এক নয়। আপনারা যারা নাস্তিক দয়া করে আপনাদের অনুরোধ করবো ধর্ম আপনি মানবেন না সেটা আপনার ব্যপার কিন্তু কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করা থেকে বিরত থাকুন। যার যার বিশ্বাস তার তার কাছে।
আমি যুদ্ধপরাধীদের ফাঁসির পক্ষে কিন্তু আমি ধর্মবিদ্বেষী নাস্তিকদের পক্ষে না। আপাত দৃষ্টিতে 'থাবা বাবা' কে খুব নিরিহ মনে হলেও তার লেখা পড়লে বোঝা যায় সে কি পরিমান ইসলামবিদ্বেষী ছিলো।তার হত্যা যেমন সমর্থন করিনা তার লেখাও আমি সমর্থন করিনা। যাকে শহীদের মর্যাদা দেয়া হচ্ছে সে কি আসলেই তার যোগ্য কিনা তা বিবেচনার দাবি রাখে।
গত কয়েকদিন শাহবাগের গণজাগরণে আমি ছিলাম। সতস্ফুর্তভাবে অংশ নিয়েছি সব প্রতিবাদে। কিন্তু হটাত করেই দেখলাম কিছু সমাবেশে সরাসরি ইসলামের বিপক্ষে অবস্থান! দাবি করা হচ্ছে ;
রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে।
সব ইসলামি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে।
ইসলামি রাজনীতি বন্ধ করতে হবে।
আমি এইসব দাবির সাথে একমত না। আমি জামাত শিবিরের রাজনীতি বন্ধের পক্ষে কিন্তু তাই বলে অন্যকোন ইসলামি দল থাকবে না তা হতে পারেনা। আর লক্ষনীয় বাকিসব ইসলামি দল কিন্তু জামাতে ইসলামির বিরোধি। ভারতে বিজেপির মত কট্টর হিন্দুবাদী দলকে তো নিষিদ্ধ করা হয়নাই। বরং তারা দেশ পরিচালনা করেছে এবং এখন প্রধান বিরোধি দল! কই এটা নিয়ে তো ভারতে কোন কথা হয়না। ভারত তো আবার ধর্ম নিরপেক্ষ দেশ।
ইসলামি ব্যবসা কেন বন্ধ করতে হবে? অনেকেই সাধারন ব্যাংকগুলোতে লেনদেন করতে চান না সুদের হিসেবের কারনে। আর ইসলামী ব্যবসা এই আন্দোলনে কি সমস্যা করলো?
রাষ্ট্রধর্ম ইসলাম কেন বাতিল করতে হবে?যে দেশে ৯০% জনগন ইসলাম ধর্মে বিশ্বাসী সেদেশ ইসলামী রাষ্ট্র কেন হবেনা?
দয়া করে আপনাদের ইসলাম বিদ্বেষকে এই আন্দোলন থেকে দুরে রাখুন।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
কদমা বলেছেন: Very logical .......
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
চ।ন্দু বলেছেন: ইসলাম নিয়ে রাজনীতির বিরুদ্ধে হয়ত: আমরা কেউ নই। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলছে যারা ইসলাম নিয়ে রাজনীতি করছে তারা আসলে ধোঁকাবাজ, মতলববাজ এবং শান্তির ধর্ম ইসলামকে ধর্ষক ও খুনীদের ধর্মে পরিণত করেছে। আর তাই গনমানুষের এমন দাবী। দেশের নব্বুই ভাগ ইসলাম ধর্মের অবলম্বী যদি আপনি মানেন, তাহলে বলতে হয় যারা ক্ষমতায় আছেন ও আগামীতে ক্ষমতায় আসবেন তারা মুসলিমই এবং তাদের হাতে ধর্মের নিরাপত্তা থাকবে, তাহলে আলাদা ভাবে ইসলামী দলের প্রয়োজনই বা কি?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
লেহালুয়া বলেছেন: ইসলামি দলের প্রয়োজন আছে কি নেই তারচেয়ে বড় কথা আপনি কেন সেটা বন্ধ করতে চান? কই ভারত তো বিজেপি কে ব্যান করে নাই। ধর্মের বিরোধিতা কেন শুধু ইসলামের বিরোধিতা হয়ে যায় বুঝিনা।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
দিশার বলেছেন: মনে করেন একদল লোকের ধর্মীয় বিসসাস, হলো তারা আপনার কাসে আসবে, বলবে তাদের দেবতা/প্রভু সত্য, বাকি সব মিথ্যা, আপনে মানেন কিম্বা তাদের চাঁদা দেন, না মানলে আপনেরে খুন কইরা, আপনের মা বন রে দাসী বানাবে, আপনে মানবেন, না চাঁদা দিবেন, না সহিদ হবেন।।।। ধর্ম বিসসাস কে ততক্ষণ শ্রদ্ধা করা যাবে যতক্ষণ নিজের ভিতর রাখবেন। আর তা অন্যের জন্য ক্ষতিকর নয়। যখনি আপনার ধর্ম অন্যের জন্য ক্ষতিকর, তখনি আর তাকে সম্মান করার কোনো মানে নাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
লেহালুয়া বলেছেন: ধর্মকে কেন খারাপ বলতে চান? যার যার বিশ্বাস তার নিজের কাছে। আপনি অন্যের বিশ্বাসকে হেয় করতে পারেন না।ইসলাম কখনো কারো ক্ষতির কারণ না। সবকিছু গুলিয়ে ফেলবেন না। আর যে চাদাবাজির কথা বলছেন তাহলে সোনার ছেলেদের বিরুদ্ধেই আগে যুদ্ধ ঘোষনা করেন।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
এ আর হাসাইন। বলেছেন: আপনি এটাও মানেন না উটাও মানেন না ! তাহলে মানেন টা কি?? শাহাবাগ যাবার পর কি আপনি বুজতে পারেননি যে ওখানে কারা আন্দোলন করছে? আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওরা আমাদের ব্যবহার করে নিজেদের দল ভারি করছে । নাস্তিক মতবাদ প্রতিষ্টিত করতে চাইছে ।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে জামাত যদি নিষিদ্ধ হয়ে যায় তো বাংলাদেশে কোন ইসলামী দলই টিকতে পারবে না । জামাত যদি ইসলামের ক্ষতি করে তো কোন দলটি ইসলামের উপকার করছে দয়া করে জানাবেন । কাল শাহাবাগে চোখের সামনে যা হতে দেখেছি তাতে আমি আর ওদের কথায় বিশ্বাস রাখতে পারছি না ।
আমি হতাশ!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
লেহালুয়া বলেছেন: শাহবাগের গণজোয়ারের দাবি শুধু নাস্তিকদের নয়। যুদ্ধপরাধীদের ফাঁসির দাবি সবার। কিন্তু এটার সাথে কিছু মতলববাজ তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় তখন সেটা আপত্তিকর।
অন্য ইসলামী দলগুলো কি করলো তারচেয়ে বড় প্রশ্ন ইসলামী দল কেন থাকতে পারবে না?
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
লিন্কল্ন বলেছেন: ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করা প্রয়োজনীতা ব্যাখ্যা করতে চাই না। কারণ গত ৪৭ থেকে ধর্ম নিয়ে রাজনীতি ফলাফল ভোগ করছি। ধর্ম নিয়ে যারা রাজনীতি করেছে মানুষ খুন, জবাই নানাবিধ অপকর্মকে জায়েজ করেছে। আমরা দেশ ভাগের দেখেছি, ৭১ এ দেখেছি। আর না।যার যার ধর্ম সে পালন করবে। এটা নিয়ে রাজনীতি বন্ধ।
আমি মনে করি এটা দেশের মানুষকে সাথে নিয়ে করতে হবে।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
চলতি নিয়ম বলেছেন: দাদাদের ধুতি ধরে ব্যবস্যা রক্ষা হবে না বাপু
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
নির্ণয় বলেছেন: অন্যের ধর্মকে কটাক্ষ করে কারো অনুভুতিতে আঘাত করার অধিকার কারো নেই।
- মুসা নবীর একেশ্বরবাদী চেতনা তো মিশরে মূর্তিপূজারীদের চেতনায় আঘাত না করে বসে থাকেনি।
- হযরত মুহামদ (স) এর একেশ্বরবাদী চেতনা তো মক্কার মূর্তিপূজারীদের চেতনায় আঘাত না করে বসে থাকেনি।
- ইসলামিক সত্য “যিশু মারা যানননি, তাঁকে তুলে নেয়া হয়েছে” তো খৃষ্টানদের চেতনায় আঘাত না করে বসে থাকেনি।
- ইসলামিক সত্য “ইহুদিরা অভিশপ্ত” তো ইহিদিদের চেতনায় আঘাত না করে বসে থাকেনি।
- ইসলামিক সত্য “খৃষ্টানরা পথভ্রষ্ট” তো খৃষ্টানদের চেতনায় আঘাত না করে বসে থাকেনি।
- ব্রাক্ষ্মদের একেশ্বরবাদী সত্য তো মূর্তিপূজারীদের চেতনায় আঘাত না করে বসে থাকেনি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
লেহালুয়া বলেছেন: যার যার বিশ্বাস তার কাছে। ইসলাম সত্যের ধর্ম। কিন্তু তাই বলে কাউকে বাধা দেয়নি তাদের ধর্ম পালনে। আপনি না বুঝে উল্টা পাল্টা বললেতো হবে না।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
কদমা বলেছেন: ভেরি লগিক্যাল এ্যাপিল ।