নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেহালুয়া

লেহালুয়া › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি বা পলিটিক্সের মারপ্যাঁচে শাহবাগ গণজাগরণ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

খুব করে চাচ্ছিলাম যেন চলমান এই আন্দোলনে রাজনীতি না ঢুকে পড়ে। প্রথম কিছুদিন আশাবাদী থাকলেও ৩/৪ দিন পরেই বুঝতে পারছিলাম কি যেন একটা রাজনীতি এর ভেতর ঢুকে পড়ছে।



আজকে কেন শুধু মাহমুদুর রহমানকে গ্রেফতার করার দাবি উঠছে? মাহমুদুর রহমান ভালো কি খারাপ সেটা আলোচ্য বিষয় নয়। পত্রিকায় যা লেখা এসেছে তা কি আসলেই মিথ্যা ছিলো? যদি না হয় তবে এই গ্রেফতারের দাবি কতটা যৌক্তিক? আর এই সংবাদ তো ইনকিলাব, নয়াদিগন্ত সহ অনেকগুলো পত্রিকায় এসেছে। তবে তাদের সম্পাদকের বিরুদ্ধে কেন একই দাবি উঠছে না? গণজাগরণ মঞ্চে রাজনীতি ঢুকে নাই বলে যারা গলা ফাটাচ্ছেন তাদের কাছেই এসব প্রশ্ন। ইসলামের অবমাননার প্রতিবাদ করতে গেলে কথা উঠে সবাই নাকি আন্দোলনকারিদের বিভ্রান্ত করতে চায়। রাজাকারের ফাঁসি যদি এক দফা এক দাবি হয় তবে এসব দাবি করে আন্দোলনের মোড় কোনদিকে ঘুরাতে চান এই ডা: ইমরান সরকার? এখন কি পথ হারাচ্ছে না শাহবাগ চত্বর? উনি ইদানিং বড় নেতা হয়েছেন বলেই মনে হচ্ছে। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সাধারণ জনতার লাইনে না দাড়িয়ে উনি মন্ত্রীদের সাথে ভিআইপি সেজে ফুল দিলেন। আন্দোলনের গতিপথ কি হবে জানিনা তবে উনি যে পরের ইলেকশনে একজন আওয়ামি প্রার্থী তাতে কোন সন্দেহ নাই।



টকশো গুলোতে হুজুর, ইমাম এনে দেখানো হচ্ছে রাজিব একজন সজ্জন ছেলে আরো কত কি। কিন্তু আমরা যারা ব্লগ, ফেসবুকে নিয়মিত তারা কি এদের সম্পর্কে কিছুই জানিনা?একজন হুজুর কি করে জানবে ব্লগে রাজিব বা আসিফ কি লিখলো!



সাধারণ মানুষ ভোদাই না। সরকার বা মিডিয়া চাইলেই মানুষকে ভোদাই বানাতে পারবে না।



চলমান গণ আন্দোলনের অন্যতম প্রধান নেতা অমি রহমান পিয়ালের কভার ফটোতে লেখা



"When you play with gentlemen, you play like a gentleman. But, when you play with bastards, make sure you play like a bigger bastard. Otherwise you will lose."



এরপরও কি বুঝতে কিছু বাকি থাকে কে কি নিয়ে খেলছে?

পতাকা পোড়ানো, মসজিদে আগুন কিংবা বইমেলায় আগুন সবই কি এই নোংরা রাজনীতির খেলা নয়??!



জামাতের কাছে যেমন ইসলামের ঝান্ডা কেউ লিজ দেয় নাই তেমনি আওয়ামি লীগের কাছেও কেউ স্বাধীনতা রক্ষার বর্গা দেয় নাই। স্বাধীনতা আর ধর্ম নিয়ে নোংরা রাজনীতি চিরতরে বন্ধ হোক।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

বই কলম বলেছেন: পুরান ছাগুর ভাত নাই, নতুন ছাগুর আমদানী

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

লেহালুয়া বলেছেন: তুমি চান্দু যে একটা বালের হাগু তা আর বলার প্রয়োজন নাই। এসব হাগুর গন্ধে পরিবেশ চরম দুষিত।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: জামাতের কাছে যেমন ইসলামের ঝান্ডা কেউ লিজ দেয় নাই তেমনি আওয়ামি লীগের কাছেও কেউ স্বাধীনতা রক্ষার বর্গা দেয় নাই। স্বাধীনতা আর ধর্ম নিয়ে নোংরা রাজনীতি চিরতরে বন্ধ হোক।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

চাঁন মিঞা সরদার বলেছেন:

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

পলাতক আসামী বলেছেন: পুরান ছাগুর ভাত নাই, নতুন ছাগুর আমদান বই কলম বলেছেন:

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

অতৃপ্ত আত্না বলেছেন: @বই কলম
সবাইকে ছাগু বানিয়ে আর কত??!!

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

অতৃপ্ত আত্না বলেছেন: @বই কলম
সবাইকে ছাগু বানিয়ে আর কতদিন??!!

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জামাতের কাছে যেমন ইসলামের ঝান্ডা কেউ লিজ দেয় নাই তেমনি আওয়ামি লীগের কাছেও কেউ স্বাধীনতা রক্ষার বর্গা দেয় নাই। স্বাধীনতা আর ধর্ম নিয়ে নোংরা রাজনীতি চিরতরে বন্ধ হোক।

@বইকলম, পলাতক আসামী.. বুকে হাত দিয়া কন সরকারের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন এটা সত্যি না মিথ্যা?

যদি মিথ্যা হয় তবে বলেন- কিসের জোরে আপনাদের সমাবেশে প্রায় ৫ স্তরের নিরাপত্তা দেয়া হচ্ছে???

অথচ যে কোন সাধারন সমাবেশেও সরকার আতংকিত হয়ে শিক্ষক, নার্স, সাধারন মজুর, বিএনপি র কথাতো ভিন্নই-- সকল সমাবেশে যেখানে হিংস্র থেকে হিংস্রতর পুলিশ.. আপনাদের কেন জামাই আদর করা হচ্ছে???

বিএনপির একদিনের সমাবেশের অনুমতি পর্যন্ত দিতে গড়িমসি করে-জনভোগন্তি, জানমালের নিরাপত্তা, জনদূর্ভোগ সহ আরো কত কত অজুহাত দেখায়-সেখানে আপনাদের আয়োজনের আগেই কি কারণে মানুষের ভোগান্তি চরমে উঠিয়ে ২ ৩ কিলো আগে পিছে ব্যারিকেড দিয়ে জানচলাচল বন্ধ করে দেয়???

আপনার যদি প্রকৃত জনসমর্থন পুষ্ট হন- আপনাদেরতো এত আতংকে থাকার কথা না! যে এত বাড়াবাড়ি রকম পুলিশ প্রহরায় আন্দোলন! করতে হবে???

ফাঁসি থেকে কেন দিন দিন কমিউনিস্ট আর সরকারের এজেন্ডা বাস্তবায়নে নেমে গেলেন?

যেই আওয়ামীলিগ ৩০ হাজার জাসদ কর্মীকে শুধু ভিন্ন মতপোষনের জন্য হত্যার কালিমা লিপ্ত তারা কি ৪০-৫০ জন রাজাকারকে সরাসরি মারতে পারে না?

তবে কেন এত নাটক?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

লেহালুয়া বলেছেন: নাটক করেই মানুষকে বোকা বানায় এসব রাজনৈতিক দল।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

জানপরী বলেছেন: জামাত ধর্ম আর আওয়ামী লীগ স্বাধীনতা বিক্রি করে খায় মাঝখানে বিএনপি দুই দিক রক্ষা করতে গিয়ে ভাত পায় না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

লেহালুয়া বলেছেন: স হ ম ত

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

রাসেল মেটামোরফোজ বলেছেন: তাহলে এখন অংক পরীক্ষার সময় বাংলা পরীক্ষাও দেওয়া হয়!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

লেহালুয়া বলেছেন: পরীক্ষায় বসে নকল করলেতো চলবে না ব্রাদার।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

মিশনারী বলেছেন: ভাদারা সব সময় কথায় কথায় ছাগু পায় । এদেশে রাজাকার / নাস্তিক / আওয়ামীলীগের রক্ষা নাই ।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

জহির উদদীন বলেছেন: ইমরান এখন সরকার ও জাতির ডিক্টেটর......সে যা বলে সরকার তাই মেনে নেয়..আসলে সরকার বলদ বা কোমাড় ভাংগা না হলে এটা করতো না....তবে এটাও জেনে রাখুন খুব বেশী দেরী নেই যে এই আওয়ামীলীগ ইমরানকে গাছে তুলে মই কেড়ে নিবে.....

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১

আশিকুর রহমান ১ বলেছেন: উপরে কিছু বাল ভক্ত হাগুর মন্তব্য দেখে মনে হইতাছে। বাল এর গুণগান না করলে সবাই রাজাকার আর ছাগু ?? এই হাম্বা গুলার মাথায়যে সব হাগু তারা নিজেরাও জানে না। ভাত খাইতে গেলে যুদ্ধপরাধীদের বিচারের সমস্যা, মাথা ব্যাথা করলে যুদ্ধপরাধীদের বিচারের সমস্যা, হাগু করতে গেলে যুদ্ধপরাধীদের বিচারের সমস্যা। জগতের যত সমস্যা আছে সবই যুদ্ধপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র। আমি শিওর বাল সরকার জামাতিদের নিষিদ্ধ করবে না কারন এদের রাজনিতির একমাত্র ইস্যুই জামাতের বিরোধিতা করা। জামাত নিষিদ্ধ করলে এরা ভোট ভিক্ষা করার মতো কোন ইস্যুই নাই!! জামাতের মতো এইরকম একটা ছেঁচড়া দল নিষিদ্ধ করতে এত কথা ব্লার তো কোন কারন দেখি না!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

লেহালুয়া বলেছেন: ১০০% সত্য। এই ইস্যুই এদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার হাতিয়ার।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

জহির উদদীন বলেছেন: রাসেল মেটামোরফোজ বলেছেন: তাহলে এখন অংক পরীক্ষার সময় বাংলা পরীক্ষাও দেওয়া হয়!
আপনাকে বলছি......আপনাকে যদি অংক পরীক্ষা দেওয়ার পর বলা হয় তোমাকে আর অন্য কোনো পরীক্ষা দেওয়া লাগবে না তুমি অংকে পাস তাই সব বিষয়ে তুমি ফুল মার্ক পাবে তাহলে কি আপনি বলবেন পরীক্ষক আপনার সঠিক মেধা যাচাই করেই বাকী পরীক্ষা গুলিতে পরীক্ষা ছাড়াই এমনতেই ফুল মার্ক দিয়েছে.....ভেবে দেখুন একবার।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

মাজহারুল হুসাইন বলেছেন: জহির উদদীন @ ওয়াও আপানদের বাংলা পরীক্ষা শেষ । পাসও করে ফেলেছেন । অভিনন্দন । এখন শেয়ার বাজার, সাগর-রুনি নিয়ে কিছু শুনি ।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

২০১৩ বলেছেন: দেশবিরোধি এই সব জানোয়ার গুলোর কোন নীতি নেই , সারা জীবন ইসলামের নামে যাদের এলারযি তারা হিন্দু মরে গেলেও ইসলামী বিশেষণ শহিদ লাগিয়ে দেয়। মুসলিম কালচার , পর্দা পুসিদা কে যারা মনে প্রানে ঘ্ররনা করে তারা ভোটের আগে মাথায় পট্টি বেধে আসাকে সমালচনার বিষয় মনে করেনা।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

মিশনারী বলেছেন: শুধু মাত্র আল্লাহ ও রাসুলের অবমাননা ও ইসলামের অপমানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল (যেটা প্রতিটি মুমিন মুসলমানের ঈমানী দায়িত্ব ) ইহা কি কোনো রাজনীতি ?


সব কিছুকে রাজনীতিতে নিয়ে যাবেন না৷ বাংলাদেশের ৮৮ ভাগ মুসলিমের মধ্যে কতজন রাজনীতি করে ?

সব কিছুর মধ্যে জামাত শিবির টেনে এনে রাজনীতি করেন, নাস্তিকরা আল্লাহ ও রাসুলকে গালি দিল, এইজন্য কি প্রতিবাদ করতে পারব না ? আবার একজন নাস্তিককে এনে জানাজা দিয়ে শহীদ বানান (যদি ৩ তাকবিরে নামাজ, ছেলে মেয়ে একসাথে, ধর্মনিরপেক্ষতার জন্য সব ধর্মের লোকদের নিয়ে, তিলক ওয়ালা তো সাথে আছে) । আবার ইসলামকে নিয়ে রাজনীতি বন্ধ করার আবেদন জানান । বাংলার মানুষ এত বোকা এখন আর নাই । হুজুররা ও এখন কম্পিউটার চালাতে জানে । কাকে বোকা বানাতে চান ?????

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

লেহালুয়া বলেছেন: ইসলামের অবমাননার প্রতিবাদ রাজনীতি না। কিন্তু মনে রাখতে হবে কোন মুসলিম কিন্তু মসজিদে আগুন জ্বালানোর কথা চিন্তাও করতে পারবে না। জাতীয় পতাকা পোড়ানো বা শহীদ মিনার ভাংচুর করে কি সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা দেয়া হলো না?? এটাই সেই রাজনীতি যেটাকে বন্ধ করার কথা বলেছি।

এটা যারাই করেছে খুব সূক্ষ তাদের চাল। দয়া করে ভুল বুঝবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.