![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমরান ভাই, শীতকাল তো গত হইলো অনেকদিন কিন্তু তারপরও এই কাঠফাটা রোদে আপনে গলায় চাদর ঝুলায় ঘুরেন কেন??
.
.
.
আসলেই নেতা হইতে গেলে কষ্ট অনেক!
বি:দ্র: কারো গাত্রদাহ হইলে নিজ গরজে নিভিয়ে নিয়েন।
২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১০
গৃহন্ডুলে বলেছেন: গলায় বালের সীল মারা আছে, তাই চাদর দিয়া ঢাইকা রাখে!
বি:দ্র: কারো গাত্রদাহ হইলে নিজ গরজে নিভিয়ে নিয়েন।
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩
লেহালুয়া বলেছেন: নুরানী চাদর
৩| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬
মোঃ রাসেল হাওলাদার বলেছেন: কেন ভাই?
৪| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭
রাজীব বলেছেন: মনে হয় ওড়না পড়ার অভ্যাস করতেছেন।
৫| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮
গৃহন্ডুলে বলেছেন: বাজারে এল! বাজারে এল!! বাজারে এল!!!
দেশীয় কাঁচাbal থেকে, দাদাদের প্রযুক্তিতে, কোন প্রকার হাতের স্পর্শ ছাড়াই, সম্পূর্ন স্বয়ংক্রিয় মেশিনে প্রস্তত জাতীয় নেতা! উৎপাদনের প্রতিটি পর্যায়ে কঠোর মান নিয়ন্ত্রন করা হয়েছে! তাই আপনি পাচ্ছেন খাঁটি নেতার নিশ্চয়তা!!!
৬| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
জাহাজ ব্যাপারী বলেছেন: এইটা হলো নেতাগিরির ট্যাগ, যেমন ধরেন - মুজিব কোট, ভাষানী টুপি, বঙ্গবীর গামছা, জিয়া চশমা, ইমরান চাদর …………………..
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
লেহালুয়া বলেছেন: যথার্থই বলেছেন
৭| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
বৈরাম খাঁ বলেছেন: শব্দটা মনে হয় ইমরানি চাদর হলে
সুন্দর হয়
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
লেহালুয়া বলেছেন: মেড ইন ......?
৮| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
ক্ষুধিত পাষাণ বলেছেন: ইম্রান সর্কার নেতা বঙ্গিয়া
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
লেহালুয়া বলেছেন: ইমরান এইচ সরকার= ইমরান হাসিনার সরকার
৯| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২
আদম সুরত বলেছেন: হাহাহাহাহা চাদর খুলে ফেল্লে যে উনার গা থেকে আওয়ামী গন্ধ বের হবে সেজন্য।
আওয়ামী জাগরণ দেখি মরুভূমি হয়ে গেছে। সরকারী টাকা শেষ নাকি?
১০| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
একজন ঘূণপোকা বলেছেন: কমেনট গুলা মজার পড়ি আর হাসি
১১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
শাকিল ১৭০৫ বলেছেন: জাহাজ ব্যাপারী বলেছেন: এইটা হলো নেতাগিরির ট্যাগ, যেমন ধরেন - মুজিব কোট, ভাষানী টুপি, বঙ্গবীর গামছা, জিয়া চশমা, ইমরান চাদর …………………..
১২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৪
সামি আদনান বলেছেন: আহা আবার ও সেই ভূল । বলতে হবে ইমরানি চাদর ।
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭
লেহালুয়া বলেছেন: সুন্দর নাম দিসেন। একটা দোকান দেয়া যেতে পারে।
১৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪২
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: জাহাজ ব্যাপারী বলেছেন: এইটা হলো নেতাগিরির ট্যাগ, যেমন ধরেন - মুজিব কোট, ভাষানী টুপি, বঙ্গবীর গামছা, জিয়া চশমা, ইমরান চাদর …………………..
১৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৬
ইখতামিন বলেছেন:
রিপোর্টেড
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
মোমের মানুষ বলেছেন: প্রশ্নটা আমারো ঘুরপাক খাইতাছে, এই রোদ্রের দিনে খোলা আকাশের নিচে সবসময় গরম চাদর জড়িয়ে রাখেন কেন
