![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কিছুদিন ভিটামিন এ ক্যাপসুল আর টিকা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। কেউ অভিযোগ করছে শিশুরা এটা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে কেউ বলছে গুজব। পক্ষে বিপক্ষে অনেকে অনেক কিছু বলছেন। যদিও সব অভিযোগ সরকারের পক্ষ থেকে গুজব বলে উড়িয়ে দেয়া হচ্ছে। হয়ত সরকারের কথাই সত্যি অথবা যা রটছে তার কিছু হলেও সত্য। সত্য মিথ্যা যেটাই হোক এটাতো সত্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মাস কয়েক আগেই এর মান নিয়ে আপত্তি তোলা হয়েছিলো। যে কারণে এই কার্যক্রম কিছুদিন পিছিয়ে দেয়া হয়। যদি এর মান নিয়ে সন্দেহ উঠে থাকে তবে কেন এগুলো বাচ্চাদের খাওয়ানো হলো? নাকি কমিশনের লোভ ছাড়তে পারেননি সংশ্লিষ্ট মহল। তাই জোর করে হলেও এটাই বাচ্চাদের খাওয়ানো হলো।খাবারে ভেজাল দিয়ে তো আমাদের ১২টা বাজানো শেষ এখন বাচ্চাদের নিয়ে এ কোন খেলা? এসব লোভী কমিশনখোর দের হাত থেকে কি বাচ্চারাও রেহাই পাবে না? আপনি পারবেন আপনার বাচ্চাকে এমন কিছু খাওয়াতে যেটাতে আপনার নূন্যতম সন্দেহ আছে? এ কোন দেশে আমরা বাস করি?
ধিক্ এসব মুনাফাখোর ধান্দাবাজ রাজনীতিবিদদের।
২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
সাগর পাহাড় বলেছেন:
যা রটে তা কিছুটা হলেও বটে।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
বলাক০৪ বলেছেন: হু, সন্দেহ হচ্ছে।