নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেহালুয়া

লেহালুয়া › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ: শাহবাগ নাকি শাপলা চত্বর?

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩



শাহবাগ আন্দোলনের এত এত মানুষ আজ কোথায়? আজ যখন মহারণের দিন, ফেসবুকে আর পপকর্ন না চিবায় কিবোর্ডে কচকচানি বন্ধ করে শাহবাগ যান, নিজেদের সামর্থ দেখান।নাকি সত্য সেটাই যতদিন বিরিয়ানি ততদিন আন্দোলন? মেজাজটা খারাপ হয় যখন কিছু আতেলদের ননস্টপ আতলামি চলতে থাকে। আতেল টাইপ স্ট্যাটাস এখনও সমানে চলছে।



হরতাল নিয়ে এত সমালোচনা তারপরেও কেন হরতাল?তাও আবার শুক্রবারে! এরপর শুক্রবার কেউ যখন হরতাল ডাকবে তখন আমরা কাকে দোষ দিব? সরকার যখন সব গাড়ি বন্ধ করে দেয় তখন কি কারো সমস্যা হয় না?এখন কারো পেটে লাথি পড়ে না?জরূরী প্রয়োজনেও তো কেউ বের হতে পারছে না। বলে শান্তিপূর্ন হরতাল হচ্ছে, কোথাও পিকেটিং নাই! পিকেটিং হবে কিভাবে যখন সরকার নিজেই গাড়ি চলতে বাধা দিচ্ছে।



অসহ্য লাগছে সবকিছু। কবে ফিরে পাবো আমাদের শান্তির সম্প্রীতির বাংলাদেশ?



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

বিডি আমিনুর বলেছেন: কবে ফিরে পাবো আমাদের শান্তির সম্প্রীতির বাংলাদেশ :( :(

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

মুদ্‌দাকির বলেছেন: একেই বলে সরকারি হরতাল!!!

আমাদের সরকার সব সময়ই খারাপ কাজে এগিয়ে.........।।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

পেন্সিল চোর বলেছেন: ভালো কথা বলেছেন... সরকার দেখাই দিলো যে ক্ষমতায় থাকলেও হরতাল দেয়া যায়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.